ETV Bharat / city

যাত্রী অমিল, উঠছে না তেলের খরচ ; শিলিগুড়িতে বন্ধ বেসরকারি বাস পরিষেবা

শিলিগুড়িতে বেসরকারি বাসে যাত্রীর দেখা নেই । সারাদিনে বাস চালিয়ে লাভ করতে পারছেন না মালিকরা । বাধ্য হয়ে বাস পরিষেবা বন্ধ করলেন তাঁঁরা ।

Private bus service in siliguri
শিলিগুড়িতে বন্ধ বেসরকারি বাস পরিষেবা
author img

By

Published : Jun 6, 2020, 10:11 PM IST

শিলিগুড়ি, 6 জুন : লকডাউনের সময় বাস চলাচল বন্ধের পর চলতি মাসে রাজ্য সরকারের নির্দেশে বেসরকারি বাস চলাচল শুরু হয় । কিন্তু যাত্রীর অভাবে ফের শিলিগুড়িতে বন্ধ হয়ে গেল বাস চলাচল । এর জেরে বিপাকে বাস মালিক ও চালকরা । 8 জুন থেকে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস পুরোদমে খোলার কথা । সেইসময় সমস্যার পড়তে পারেন নিত্যযাত্রীরা ।

শিলিগুড়িতে বেসরকারি বাস কর্মীদের দাবি, দিনে গড়ে দেড়শো বাস চলত শিলিগুড়ি থেকে । পানিট্যাংকি, দেবীগঞ্জ, ফাঁসিদেওয়া, চট্টাহাটসহ একাধিক রুটে চলত বাসগুলি । চলতি মাসে রাজ্য সরকারের অনুরোধে দু'দিন বাস চলাচল শুরু হয় । কিন্তু যাত্রী মেলেনি । তেল খরচ না ওঠায় তাই ফের বন্ধ হয়ে গিয়েছে বাস চলাচল ।

বাস চালকরা জানিয়েছেন, গড়ে বাস পিছু তিনজন কাজ করেন । চালক, কন্ডাক্টর ও খালাসি । তেল খরচ ছাড়া দিন প্রতি কিছু টাকা দিতে হয় মালিককে । এই পরিস্থিতিতে তেল খরচ না ওঠায় কীভাবে মালিককে টাকা দেবেন তাঁঁরা ? কীভাবে সংসার চালাবেন ? বাধ্য হয়ে সব বেসরকারি বাস চলাচল বন্ধ করলেন মালিকরা । স্কুল এবং সব অফিস পুরোদমে না খুললে বাস চালাতে চাইছেন না কেউ । বাস চালকদের দাবি, কোরোনা ভাইরাসের আতঙ্কে যাত্রীরা বাসে উঠছেন না । সর্বত্র খাঁ খাঁ করছে রাস্তাঘাট ।

শিলিগুড়ির বাস মালিক সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, রাস্তায় যাত্রী নেই । চালক, কন্ডাক্টর ও খালাসিকে টাকা দেওয়া দূরে থাক । বাস চালানোর খরচ উঠছে না । সেকারণে বন্ধ থাকছে বাস পরিষেবা।

শিলিগুড়ি, 6 জুন : লকডাউনের সময় বাস চলাচল বন্ধের পর চলতি মাসে রাজ্য সরকারের নির্দেশে বেসরকারি বাস চলাচল শুরু হয় । কিন্তু যাত্রীর অভাবে ফের শিলিগুড়িতে বন্ধ হয়ে গেল বাস চলাচল । এর জেরে বিপাকে বাস মালিক ও চালকরা । 8 জুন থেকে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস পুরোদমে খোলার কথা । সেইসময় সমস্যার পড়তে পারেন নিত্যযাত্রীরা ।

শিলিগুড়িতে বেসরকারি বাস কর্মীদের দাবি, দিনে গড়ে দেড়শো বাস চলত শিলিগুড়ি থেকে । পানিট্যাংকি, দেবীগঞ্জ, ফাঁসিদেওয়া, চট্টাহাটসহ একাধিক রুটে চলত বাসগুলি । চলতি মাসে রাজ্য সরকারের অনুরোধে দু'দিন বাস চলাচল শুরু হয় । কিন্তু যাত্রী মেলেনি । তেল খরচ না ওঠায় তাই ফের বন্ধ হয়ে গিয়েছে বাস চলাচল ।

বাস চালকরা জানিয়েছেন, গড়ে বাস পিছু তিনজন কাজ করেন । চালক, কন্ডাক্টর ও খালাসি । তেল খরচ ছাড়া দিন প্রতি কিছু টাকা দিতে হয় মালিককে । এই পরিস্থিতিতে তেল খরচ না ওঠায় কীভাবে মালিককে টাকা দেবেন তাঁঁরা ? কীভাবে সংসার চালাবেন ? বাধ্য হয়ে সব বেসরকারি বাস চলাচল বন্ধ করলেন মালিকরা । স্কুল এবং সব অফিস পুরোদমে না খুললে বাস চালাতে চাইছেন না কেউ । বাস চালকদের দাবি, কোরোনা ভাইরাসের আতঙ্কে যাত্রীরা বাসে উঠছেন না । সর্বত্র খাঁ খাঁ করছে রাস্তাঘাট ।

শিলিগুড়ির বাস মালিক সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, রাস্তায় যাত্রী নেই । চালক, কন্ডাক্টর ও খালাসিকে টাকা দেওয়া দূরে থাক । বাস চালানোর খরচ উঠছে না । সেকারণে বন্ধ থাকছে বাস পরিষেবা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.