শিলিগুড়ি, 4 অগস্ট: নিরাপত্তা ও নজরদারি বাড়াতে শিলিগুড়ি শহর ও তার সংলগ্ন এলাকা সিসি ক্যামেরায় মুড়ে ফেলার উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট(Police surveillance increased in Siliguri and surrounding areas through cc camera)। প্রায় 500টি সিসি ক্যামেরার মাধ্যমে এবার নজরদারি চালাবে পুলিশ । আর তাতে একদিকে যেমন অপরাধ দমনে সহায়তা মিলবে পাশাপাশি কমবে দুর্ঘটনার সংখ্যাও । বৃ্হস্পতিবার 88টি সিসি ক্যামেরা ও অত্যাধুনিক কন্ট্রোলরুমের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা ও ডেপুটি পুলিশ কমিশনার জয় টুডু ।
জানা গিয়েছে, শিলিগুড়ি থানার অধীন ওই কন্ট্রোল রুম ও সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে । এছাড়াও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন প্রধাননগর থানা এলাকায় 40টি, বাগডোগরা থানা এলাকায় 45টি, মাটিগাড়া থানার অধীন জাতীয় সড়ক, এশিয়ান হাইওয়ে ও রাজ্য সড়কে 30টির উপর সিসি ক্যামেরা বসানো হয়েছে কমিশনারেটের তরফে । অন্যদিকে, শিলিগুড়ি পৌরনিগম ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সহযোগিতায় শিলিগুড়ির বিধান রোড, সেবক রোড, এসএফ রোড, হিলকার্ট রোডে শতাধিক ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে ।
আরও পড়ুন : শিলিগুড়ি থেকে উদ্ধার সাড়ে চার কোটি টাকার ব্রাউন সুগার! গ্রেফতার বিহারের বাসিন্দা
তবে এবার শিলিগুড়ি শহরের সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে কমিশনারেট । শহরে প্রবেশ ও বেরোনোর অর্থাৎ ট্রানজিট পয়েন্টগুলোতে সিসি ক্যামেরার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে । শিলিগুড়ির নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, ঘোষপুকুর, আমবাড়ি, রাজগঞ্জের গন্ডার মোড়, শালবাড়ির মতো সীমান্ত এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে । তবে ওই সব এলাকায় আরও সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা ।
তাঁর কথায়, "শহর জুড়ে 88টি সিসি ক্যামেরা বসানো হয়েছে । যার মধ্যে 23টি বুলেট ক্যামেরা ৷ শহরের সীমান্ত এলাকায় বিশেষ নজরদারির জন্য আরও সিসি ক্যামেরা বসানো হবে । শুধু অপরাধ দমনে নয়, যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার বিষয়েও সিসি ক্যামেরার নজরদারি অনেকটাই সহায়ক হবে ।"
আরও পড়ুন : বাগডোগরা বিমানবন্দরে লুকিয়ে ঢুকে পড়ল পড়শী রাজ্যের দুই যুবক !