শিলিগুড়ি, 25 অগস্ট : পিকআপ ভ্যানে করে 143 কেজি গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে এক মাদক পাচারকারী ৷ মঙ্গলবার রাতে শিলিগুড়ি কমিশনারেটের আমবাড়ি ফাঁড়ির পুলিশ অভিযুক্ত বিশ্বজিৎ বর্মনকে গ্রেফতার করেছে ৷ সে কোচবিহার শালছাড়া গ্রামের বাসিন্দা ৷ তবে, পুলিশি অভিযানের সময় আরও দুই মাদক পাচারকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক 40 লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে শিলিগুড়ি কমিশনারেটের আমবাড়ি ফাঁড়ির পুলিশ রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গি মোড়ে অভিযান চালায় ৷ সেখানে তল্লাশি চালানোর সময় একটি পিকআপ ভ্যান দ্রুত সেখান থেকে পালিয়ে যায় ৷ তখনই পুলিশ ওই পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে ৷ কিন্তু, পুলিশের গাড়ির সঙ্গে গতিতে পেরে ওঠেনি পিকআপ ভ্যানের চালক ৷ কিছু দূর গিয়ে রাস্তার ধারে গাড়িটিকে ফেলে রেখে তিনজন সেখান থেকে পালাতে শুরু করে ৷ তবে, একজনকে সেখানেই ধরে ফেলে পুলিশ ৷ বাকি দু’জন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় ৷
আরও পড়ুন : 2 কুইন্টাল গাঁজা বাজেয়াপ্ত কৃষ্ণনগরে
এর পর পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালাতে 12টি বড় বড় প্যাকেট উদ্ধার হয় ৷ সেগুলি সবক’টি সিল করা ছিল ৷ পরীক্ষা করে পুলিশ বুঝতে পারে সেগুলি আসলে গাঁজা ৷ যার ওজন প্রায় 143 কেজি এবং এর বাজারদর প্রায় 40 লাখ টাকা ৷ পুলিশ ধৃত বিশ্বজিৎ বর্মনকে জেরায় জানতে পেরেছে, ওই বিপুল পরিমাণ গাঁজা তারা কোচবিহার থেকে বিহারে পাচার করছিল ৷ ধৃত বিশ্বজিৎ বর্মনকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয় ৷ সেখানে বিচারক অভিযুক্ত মাদক পাচারকারীকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ পলাতক দুই পাচারকারীর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷
আরও পড়ুন : আলিপুরদুয়ারে 1 কোটি 70 লাখ টাকার গাঁজা বাজেয়াপ্ত