বংশীহারি, 28 জুলাই: শিলিগুড়ির বিবেকানন্দ পল্লী থেকে প্রায় 7 লাখ 27 হাজার 500 টাকা উদ্ধার করল বংশীহারি থানার পুলিশ । বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ঈশান কারজাইকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ (Police Recover Huge Money) ৷
ঈশান কারজাই বুনিয়াদপুর পৌরসভার বরাইল এলাকায় বাসিন্দা । পড়াশুনার সূত্রে দিল্লিতে থাকত 20 বছরের ঈশান ৷ সম্প্রতি বাড়ি এসেছিল সে ৷ তাঁর চালচলন ভালো লাগেনি পরিবারের লোকজনের ৷ 18 জুলাই বাড়ি থেকে 9 লক্ষ টাকা চুরি করে চম্পট দেয় ৷ এরপরে 23 জুলাই ছেলের নামে বংশিহারি থানায় টাকা চুরির অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী বাবা আবুতাহের রহমান ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷ শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার বিবেকানন্দ পল্লী এলাকা থেকে টাকা-সহ অভিযুক্তকে গ্রেফতার করে ৷ ধৃতের কাছ থেকে 7 লক্ষ 27 হাজার 500 টাকা উদ্ধার করেছে পুলিশ ৷
আরও পড়ুন: বিজয় মালিয়ার 4 মাসের হাজতবাস, 2000 টাকা জরিমানা; সাজা সুপ্রিম কোর্টের
এই প্রসঙ্গেই বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনজিৎ সরকার জানান, 18 জুলাই থেকে নিখোঁজ ছিলেন ওই কিশোর ৷ বাবার ব্যবসার টাকা চুরি করে বান্ধবীর সঙ্গে পালিয়ে যায় ৷ ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে বান্ধীর সঙ্গে সংসার করতে সে বাবার 9 লক্ষ টাকা ও বেশ কিছু গয়না চুরি করেছিল ৷ বেশ কিছু টাকা খরচ করেছে ৷ শিলিগুড়ির বেশ কয়েকটি হোটেলে ছিল ঈশান ৷ ওই যুবকের বাবার অভিযোগের ভিত্তিতেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকি 7 লক্ষ টাকা উদ্ধার হয়েছে তাঁর কাছ থেকে ৷