ETV Bharat / city

Jalpaiguri Accident Death: গাড়ির ধাক্কায় মৃত্যু পুলিশ অফিসারের - Jalpaiguri Accident Death

শিলিগুড়িতে গাড়ির ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত পুলিশ অফিসারের (Jalpaiguri Accident Death) ৷

Accident Death
পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশ অফিসারের
author img

By

Published : Mar 19, 2022, 7:54 PM IST

জলপাইগুড়ি, 19 মার্চ: গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ অফিসারের । মৃত পুলিশ অফিসারের নাম গোপালচন্দ্র রায় । তিনি মালবাজার থানার ক্রান্তি ফাঁড়ির এএসআই হিসেবে কর্মরত ছিলেন (Jalpaiguri Accident Death)।

আরও পড়ুন : SI Death Controversy : এসআই-এর মৃত্যুতে খুনের অভিযোগ স্ত্রীর, অন্য পুলিশ আধিকারিককে নিয়ে সন্দেহ

মৃত গোপালচন্দ্র রায়ের ভাই বাপ্পাই রায় বলেন, ‘‘আজ মৌলানী এলাকায় একটি ছোট গাড়ি দাদাকে ধাক্কা মেরে চলে যায় । ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাঁকেমৃত বলে ঘোষণা করেন ৷’’

স্থানীয় পুলিশ অফিসারের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায় (Police Officer Died In Accident )। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ।


জলপাইগুড়ি, 19 মার্চ: গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ অফিসারের । মৃত পুলিশ অফিসারের নাম গোপালচন্দ্র রায় । তিনি মালবাজার থানার ক্রান্তি ফাঁড়ির এএসআই হিসেবে কর্মরত ছিলেন (Jalpaiguri Accident Death)।

আরও পড়ুন : SI Death Controversy : এসআই-এর মৃত্যুতে খুনের অভিযোগ স্ত্রীর, অন্য পুলিশ আধিকারিককে নিয়ে সন্দেহ

মৃত গোপালচন্দ্র রায়ের ভাই বাপ্পাই রায় বলেন, ‘‘আজ মৌলানী এলাকায় একটি ছোট গাড়ি দাদাকে ধাক্কা মেরে চলে যায় । ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাঁকেমৃত বলে ঘোষণা করেন ৷’’

স্থানীয় পুলিশ অফিসারের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায় (Police Officer Died In Accident )। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.