শিলিগুড়ি, 24 মে : প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নেওয়ার নির্ধারিত সময় পার হয়ে গেলেও মিলছে না টিকা । টিকা না পাওয়ায় সোমবার শিলিগুড়ি পৌরনিগমের আরবান প্রাইমারি হেলথ সেন্টারের টিকাকরণ কেন্দ্রে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ ।
অভিযোগ, এপ্রিল মাসে কোভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়ার পর 28 থেকে 42 দিনের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে । কিন্তু সেই নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনও পর্যন্ত টিকা মিলছে না । প্রতিদিন টিকার জন্য কেন্দ্রে গেলে ফিরতে আসতে হচ্ছে সাধারণ মানুষকে । এমনকী টিকা কবে মিলতে পারে সেই বিষয়টিও সঠিকমতো জানাতে পারছে না কর্তৃপক্ষ ।
আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে পরিণত নিম্নচাপ, আগামী 24 ঘণ্টায় অতি শক্তিশালী হবে যশ : মৌসম ভবন
এরপর এ দিন পৌরনিগমের 7 নম্বর হেলথ সেন্টারে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশ । পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।