শিলিগুড়ি, 5 অগস্ট: গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আরও 7টি জেলা বাড়ানোর কথা ঘোষণা করেন ৷ যার পর ফের একবার শিলিগুড়ি জেলার দাবি উঠতে শুরু করেছে (Oppositions Demand to Declare Siliguri A Separate District) ৷ এ দিন কংগ্রেসের তরফে শিলিগুড়িকে পৃথক জেলা ঘোষণার দাবি করা হয়েছে ৷ শিলিগুড়ি কংগ্রসের সভাপতি শংকর মালাকারের নেতৃত্বে একটি মিছিল বের করা হয় ৷ হাশমি চক থেকে শুরু হয়ে হিলকাট রোড ঘুরে মিছিলটি ফের একই জায়গায় এসে শেষ হয় ৷
কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, একটি পৃথক জেলা হওয়ার সবরকম পরিকাঠামো থাকা সত্ত্বেও শিলিগুড়ির মানুষকে বঞ্চিত করা হচ্ছে ৷ প্রসঙ্গত, 2002 সালে বামফ্রন্টের শাসনকালে প্রথমবার শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবি উঠেছিল ৷ রাজনৈতিক চাপের মুখে সেই সময় সেই দাবি দমে গিয়েছিল বলে, অভিযোগ করা হয়েছিল ৷ পরবর্তীতে 2017 সালে ফের একবার একই দাবিতে সরব হয় বেশ কয়েকটি রাজনৈতিক দল ৷ বিক্ষোভ, মিছিল, গণস্বাক্ষর গ্রহণ করা হয় ৷ তবে, বছরখানেকের মধ্যে সেই আনন্দোলনও থেমে যায় ৷ কিন্তু, এ বার মুখ্যমন্ত্রী রাজ্যে আরও 7 জেলা বাড়ানোর কথা ঘোষণা করতেই নতুন করে শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবি উঠতে শুরু করল ৷
এ দিন জেলা কংগ্রেসের সভাপতি শংকর মালাকার বলেন, ‘‘শিলিগুড়িকে জেলা হওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে ৷ রাজ্যে ইতিমধ্যে 7টি নতুন জেলা ঘোষণা করা হয়েছে ৷ কিন্তু, শিলিগুড়িকে জেলা করার দাবি দীর্ঘদিনের ৷ বিভিন্নমহল থেকেই দাবি উঠেছে ৷ তাই শিলিগুড়ি-কেও আলাদা জেলা করতে হবে ৷’’ এ নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন, শিলিগুড়ির মানুষকে ফের একবার বঞ্চিত করা হয়েছে ৷ পাশাপাশি, নতুন যে সাতটি জেলা ঘোষণা করা হয়েছে, সেগুলি পুরোপুরি রাজনৈতিক কারণে বলে অভিযোগ শিলিগুড়ির বিধায়কের ৷
আরও পড়ুন: রাজ্যে গঠিত হবে নতুন সাতটি জেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এ নিয়ে শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্যের দাবি, যত বেশি ব্লক ও জেলা হবে ততোই প্রশাসনিক কাজে সুবিধা হবে ৷ আমরাই শিলিগুড়ি মহকুমায় দু'টো ব্লক থেকে বাড়িয়ে চারটি ব্লক করেছি ৷ শিলিগুড়ি মহকুমা ও পৌর এলাকা নিয়ে আলাদা জেলা হলে ভালো হবে ৷’’ তবে, শিলিগুড়ি পৃথক জেলা না-হওয়ার পিছনে সিপিআইএমকে দায়ী করেছেন দার্জিলিং জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত ৷ তিনি বলেন, ‘‘বামেরাই নিজেদের ভোটের রাজনীতির স্বার্থে শিলিগুড়িতে প্রশাসনিক জটিলতার সৃষ্টি করেছে ৷ তবে মুখ্যমন্ত্রী সমস্যার বিষয়টি জানেন ৷ তিনি সময় আসলে অবশ্যই পদক্ষেপ করবেন ৷’’