ETV Bharat / city

Congress Rally in Siliguri: শিলিগুড়িকে ফের পৃথক জেলা ঘোষণার দাবি নিয়ে পথে নামল কংগ্রেস - শিলিগুড়িকে ফের পৃথক জেলা ঘোষণার দাবি নিয়ে পথে নামল কংগ্রেস

রাজ্যে আরও 7টি জেলা বাড়ানোর ঘোষণার পর ফের শিলিগুড়িকে পৃথক জেলা ঘোষণার দাবি উঠতে শুরু করেছে (Oppositions Demand to Declare Siliguri A Separate District) ৷ এ নিয়ে পথে নামল শিলিগুড়ির কংগ্রেস নেতৃত্ব ৷ পাশাপাশি, শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবিতে সরব হয়েছে বিজেপি ও সিপিআইএম ৷

Oppositions Demand to Declare Siliguri A Separate District
Oppositions Demand to Declare Siliguri A Separate District
author img

By

Published : Aug 5, 2022, 12:47 PM IST

শিলিগুড়ি, 5 অগস্ট: গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আরও 7টি জেলা বাড়ানোর কথা ঘোষণা করেন ৷ যার পর ফের একবার শিলিগুড়ি জেলার দাবি উঠতে শুরু করেছে (Oppositions Demand to Declare Siliguri A Separate District) ৷ এ দিন কংগ্রেসের তরফে শিলিগুড়িকে পৃথক জেলা ঘোষণার দাবি করা হয়েছে ৷ শিলিগুড়ি কংগ্রসের সভাপতি শংকর মালাকারের নেতৃত্বে একটি মিছিল বের করা হয় ৷ হাশমি চক থেকে শুরু হয়ে হিলকাট রোড ঘুরে মিছিলটি ফের একই জায়গায় এসে শেষ হয় ৷

কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, একটি পৃথক জেলা হওয়ার সবরকম পরিকাঠামো থাকা সত্ত্বেও শিলিগুড়ির মানুষকে বঞ্চিত করা হচ্ছে ৷ প্রসঙ্গত, 2002 সালে বামফ্রন্টের শাসনকালে প্রথমবার শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবি উঠেছিল ৷ রাজনৈতিক চাপের মুখে সেই সময় সেই দাবি দমে গিয়েছিল বলে, অভিযোগ করা হয়েছিল ৷ পরবর্তীতে 2017 সালে ফের একবার একই দাবিতে সরব হয় বেশ কয়েকটি রাজনৈতিক দল ৷ বিক্ষোভ, মিছিল, গণস্বাক্ষর গ্রহণ করা হয় ৷ তবে, বছরখানেকের মধ্যে সেই আনন্দোলনও থেমে যায় ৷ কিন্তু, এ বার মুখ্যমন্ত্রী রাজ্যে আরও 7 জেলা বাড়ানোর কথা ঘোষণা করতেই নতুন করে শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবি উঠতে শুরু করল ৷

এ দিন জেলা কংগ্রেসের সভাপতি শংকর মালাকার বলেন, ‘‘শিলিগুড়িকে জেলা হওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে ৷ রাজ্যে ইতিমধ্যে 7টি নতুন জেলা ঘোষণা করা হয়েছে ৷ কিন্তু, শিলিগুড়িকে জেলা করার দাবি দীর্ঘদিনের ৷ বিভিন্নমহল থেকেই দাবি উঠেছে ৷ তাই শিলিগুড়ি-কেও আলাদা জেলা করতে হবে ৷’’ এ নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন, শিলিগুড়ির মানুষকে ফের একবার বঞ্চিত করা হয়েছে ৷ পাশাপাশি, নতুন যে সাতটি জেলা ঘোষণা করা হয়েছে, সেগুলি পুরোপুরি রাজনৈতিক কারণে বলে অভিযোগ শিলিগুড়ির বিধায়কের ৷

ফের পৃথক শিলিগুড়ি জেলার দাবি, এ বার পথে কংগ্রেস

আরও পড়ুন: রাজ্যে গঠিত হবে নতুন সাতটি জেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এ নিয়ে শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্যের দাবি, যত বেশি ব্লক ও জেলা হবে ততোই প্রশাসনিক কাজে সুবিধা হবে ৷ আমরাই শিলিগুড়ি মহকুমায় দু'টো ব্লক থেকে বাড়িয়ে চারটি ব্লক করেছি ৷ শিলিগুড়ি মহকুমা ও পৌর এলাকা নিয়ে আলাদা জেলা হলে ভালো হবে ৷’’ তবে, শিলিগুড়ি পৃথক জেলা না-হওয়ার পিছনে সিপিআইএমকে দায়ী করেছেন দার্জিলিং জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত ৷ তিনি বলেন, ‘‘বামেরাই নিজেদের ভোটের রাজনীতির স্বার্থে শিলিগুড়িতে প্রশাসনিক জটিলতার সৃষ্টি করেছে ৷ তবে মুখ্যমন্ত্রী সমস্যার বিষয়টি জানেন ৷ তিনি সময় আসলে অবশ্যই পদক্ষেপ করবেন ৷’’

শিলিগুড়ি, 5 অগস্ট: গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আরও 7টি জেলা বাড়ানোর কথা ঘোষণা করেন ৷ যার পর ফের একবার শিলিগুড়ি জেলার দাবি উঠতে শুরু করেছে (Oppositions Demand to Declare Siliguri A Separate District) ৷ এ দিন কংগ্রেসের তরফে শিলিগুড়িকে পৃথক জেলা ঘোষণার দাবি করা হয়েছে ৷ শিলিগুড়ি কংগ্রসের সভাপতি শংকর মালাকারের নেতৃত্বে একটি মিছিল বের করা হয় ৷ হাশমি চক থেকে শুরু হয়ে হিলকাট রোড ঘুরে মিছিলটি ফের একই জায়গায় এসে শেষ হয় ৷

কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, একটি পৃথক জেলা হওয়ার সবরকম পরিকাঠামো থাকা সত্ত্বেও শিলিগুড়ির মানুষকে বঞ্চিত করা হচ্ছে ৷ প্রসঙ্গত, 2002 সালে বামফ্রন্টের শাসনকালে প্রথমবার শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবি উঠেছিল ৷ রাজনৈতিক চাপের মুখে সেই সময় সেই দাবি দমে গিয়েছিল বলে, অভিযোগ করা হয়েছিল ৷ পরবর্তীতে 2017 সালে ফের একবার একই দাবিতে সরব হয় বেশ কয়েকটি রাজনৈতিক দল ৷ বিক্ষোভ, মিছিল, গণস্বাক্ষর গ্রহণ করা হয় ৷ তবে, বছরখানেকের মধ্যে সেই আনন্দোলনও থেমে যায় ৷ কিন্তু, এ বার মুখ্যমন্ত্রী রাজ্যে আরও 7 জেলা বাড়ানোর কথা ঘোষণা করতেই নতুন করে শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবি উঠতে শুরু করল ৷

এ দিন জেলা কংগ্রেসের সভাপতি শংকর মালাকার বলেন, ‘‘শিলিগুড়িকে জেলা হওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে ৷ রাজ্যে ইতিমধ্যে 7টি নতুন জেলা ঘোষণা করা হয়েছে ৷ কিন্তু, শিলিগুড়িকে জেলা করার দাবি দীর্ঘদিনের ৷ বিভিন্নমহল থেকেই দাবি উঠেছে ৷ তাই শিলিগুড়ি-কেও আলাদা জেলা করতে হবে ৷’’ এ নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন, শিলিগুড়ির মানুষকে ফের একবার বঞ্চিত করা হয়েছে ৷ পাশাপাশি, নতুন যে সাতটি জেলা ঘোষণা করা হয়েছে, সেগুলি পুরোপুরি রাজনৈতিক কারণে বলে অভিযোগ শিলিগুড়ির বিধায়কের ৷

ফের পৃথক শিলিগুড়ি জেলার দাবি, এ বার পথে কংগ্রেস

আরও পড়ুন: রাজ্যে গঠিত হবে নতুন সাতটি জেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এ নিয়ে শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্যের দাবি, যত বেশি ব্লক ও জেলা হবে ততোই প্রশাসনিক কাজে সুবিধা হবে ৷ আমরাই শিলিগুড়ি মহকুমায় দু'টো ব্লক থেকে বাড়িয়ে চারটি ব্লক করেছি ৷ শিলিগুড়ি মহকুমা ও পৌর এলাকা নিয়ে আলাদা জেলা হলে ভালো হবে ৷’’ তবে, শিলিগুড়ি পৃথক জেলা না-হওয়ার পিছনে সিপিআইএমকে দায়ী করেছেন দার্জিলিং জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত ৷ তিনি বলেন, ‘‘বামেরাই নিজেদের ভোটের রাজনীতির স্বার্থে শিলিগুড়িতে প্রশাসনিক জটিলতার সৃষ্টি করেছে ৷ তবে মুখ্যমন্ত্রী সমস্যার বিষয়টি জানেন ৷ তিনি সময় আসলে অবশ্যই পদক্ষেপ করবেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.