ETV Bharat / city

শিলিগুড়িতে ফের ATM থেকে উদ্ধার স্কিমার - skimmer found in atm

প্রধাননগর থানা এলাকার চম্পাসারির এক ATM থেকে উদ্ধার হয় স্কিমারটি ৷ আজ সকালে এক ব্যক্তি টাকা তুলতে গিয়ে ATM-এ লাগানো স্কিমারটি দেখতে পান ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷

skimmer found in atm at siliguri
স্কিমার উদ্ধার
author img

By

Published : Dec 19, 2019, 10:25 PM IST

শিলিগুড়ি, ১৯ ডিসেম্বর : শিলিগুড়িতে ফের ATM থেকে উদ্ধার স্কিমার ৷ এবার শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার চম্পাসারির এক ATM থেকে উদ্ধার হয় স্কিমারটি ৷ আজ সকালে এক ব্যক্তি টাকা তুলতে গিয়ে ATM-এ লাগানো স্কিমারটি দেখতে পান ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে স্কিমারটি উদ্ধার করে ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশের তরফে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে ওই ATM কাউন্টারের CCTV ফুটেজ চেয়ে পাঠিয়েছে ৷

এর আগে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকায় এক ATM কাউন্টার থেকে স্কিমার উদ্ধার করে পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত সেই ঘটনায় কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি ৷ দুটি ঘটনায় একই চক্র জড়িত থাকতে পারে বলে অনুমান করেছে পুলিশের একাংশ ৷

কে বা কারা ওই ATM-এ স্কিমার লাগিয়েছিল ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তদন্ত করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অধীন সাইবার ক্রাইম থানা ৷

শিলিগুড়ি, ১৯ ডিসেম্বর : শিলিগুড়িতে ফের ATM থেকে উদ্ধার স্কিমার ৷ এবার শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার চম্পাসারির এক ATM থেকে উদ্ধার হয় স্কিমারটি ৷ আজ সকালে এক ব্যক্তি টাকা তুলতে গিয়ে ATM-এ লাগানো স্কিমারটি দেখতে পান ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে স্কিমারটি উদ্ধার করে ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশের তরফে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে ওই ATM কাউন্টারের CCTV ফুটেজ চেয়ে পাঠিয়েছে ৷

এর আগে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকায় এক ATM কাউন্টার থেকে স্কিমার উদ্ধার করে পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত সেই ঘটনায় কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি ৷ দুটি ঘটনায় একই চক্র জড়িত থাকতে পারে বলে অনুমান করেছে পুলিশের একাংশ ৷

কে বা কারা ওই ATM-এ স্কিমার লাগিয়েছিল ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তদন্ত করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অধীন সাইবার ক্রাইম থানা ৷

Intro:ফের স্কিমার উদ্ধার শিলিগুড়িতে, তদন্তে সাইবার ক্রাইম

শিলিগুড়ি, ১৯ ডিসেম্বরঃ শিলিগুড়ি থানার অধীন বাঘাযতীন পার্ক এলাকার পর এবার স্কিমার উদ্ধার হল প্রধাননগর থানার অধীন চম্পাশরি এলাকায়। আজ সকালে এক উপভোক্তা এটিএম কাউন্টারে হাজির হতেই স্কিমারের উপস্থিতি টের পান। এরপরেই তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কিমারটি বাজেয়াপ্ত করে। ঘটনার তদন্তভার পড়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীন সাইবার ক্রাইম বিভাগের ওপর।

Body:জানা গিয়েছে, চম্পাশরি বাজার এলাকায় প্রহরী বিহীন একটি এটিএম কাউন্টারে স্কিমারটি উদ্ধার হয়। এরপরেই তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিভাগের অফিসাররেরা। তদন্তের স্বার্থে ব্যাঙ্ক কতৃপক্ষের কাছে ওই এটিএম কাউন্টারের সিসি ক্যামেরার ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে।


Conclusion:বাঘাযতীন পার্ক এলাকার পর চম্পাশরিতে স্কিমার উদ্ধারের ঘটনায় রীতিমতোন আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ভীতি জন্মাচ্ছে এটএম ব্যবহারে। সাইবার ক্রাইম বিভাগের তরফে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অতিদ্রুত এর সবটাই প্রকাশ করা হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.