শিলিগুড়ি ও কোচবিহার, 5 সেপ্টেম্বর : পৃথক রাজ্যের দাবিতে শিলিগুড়িতে মিছিল করল ভূমিপুত্র ঐক্য মঞ্চ । KPP নেতা অতুল রায় ও গ্রেটার কোচবিহার পিপলস আসোসিয়েশন নেতা বংশীবদন বর্মণের নেতৃত্বে প্রায় হাজার কর্মী, সমর্থক মিছিল করে মহকুমাশাসকের দপ্তরে গিয়ে কামতাপুর রাজ্য গঠনের দাবি জানান ।
বংশীবদন বর্মণ রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান ৷ সেইসঙ্গে রাজবংশী উন্নয়ন বোর্ডেরও চেয়ারম্যান ৷ সরকারি পদে থাকা সত্ত্বেও পৃথক রাজ্যের দাবিতে পথে নেমেছেন? তাঁর বক্তব্য, এই পদে সরকার তাঁকে বসিয়েছে রাজবংশীদের উন্নয়নের জন্য ৷ কিন্তু এই বোর্ডের মাধ্যমে যে আর্থিক সহায়তা সরকার করছে তাতে একটা জনজাতির উন্নয়ন সম্ভব নয় ৷ সরকারি চেয়ারে বসে যদি জনগণের কাজ করতে না পারা যায় তাহলে সেই চেয়ারের কোনও মূল্য নেই ৷ বলেন, "ভূমিপুত্রদের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন চালিয়ে যাব ৷ চেয়ারের লোভ নেই ৷ সরকার যদি মনে করে সরিয়ে দেবে, তাতে আমার কোনও আপত্তি নেই ৷"
অন্যদিকে KPP নেতা অতুল রায় বলেন, "কোচবিহারের চুক্তি অনুযায়ী আমরা বাঙালি নই ৷ বাংলার পদানত হয়ে আমরা থাকতে চাই না ৷ বাংলার সংস্কৃতি, শিক্ষা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ৷ অনুপ্রবেশের চাপে আমরা বিপন্ন ৷ তাই ভূমিপুত্র ঐক্যমঞ্চের লক্ষ্য পৃথক রাজ্য ৷" যদিও এর আগে এই ধরনের আন্দোলন হয়েছিল ৷ পৃথক রাজ্যের দাবি উঠেছিল ৷ তারপরও বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলকে সমর্থন করেছিল KPP । এবিষয়ে অতুলবাবু বলেন, "কিছু শর্তসাপেক্ষে আমরা বিগত ভোটে তৃণমূলের পাশে দাঁড়িয়েছিলাম । তবে বর্তমানে দূরত্ব বজায় রেখে চলছি ৷ কোচবিহার রাজ্যের ভারতভুক্তি চুক্তি মানতে হবে সরকারকে ।"
গতকাল ভূমিপুত্র ঐক্য মঞ্চ মহকুমাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেয় ৷