শিলিগুড়ি, 1 জুলাই : এবার শুরু হল কোরোনার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণা । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের VRDL ল্যাবরেটরিতে শুরু হয়েছে এই সংক্রান্ত গবেষণা ।
ইতিমধ্যেই, 50 হাজার সোয়াবের নমুনা পরীক্ষা করে রাজ্যের 51টি ল্যাবরেটরির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই অত্যাধুনিক ল্যাবরেটরি । দেশের মধ্যে নমুনা পরীক্ষার নিরিখে এর স্থান পঞ্চম । এবার সোয়াব টেস্টের পাশাপাশি ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্য বদল হচ্ছে কি না সেই গবেষণার কাজও শুরু হচ্ছে এখানে। ল্যাবরেটরি অধিকর্তা অরুণাভ মজুমদার বলেন, “ ভাইরাসের বংশানুক্রমিক জীবনচক্র নিয়ে গবেষণা শুরু করব আমরা । বহু রোগীর নমুনা আসছে এখানে । এদের না আছে ট্রাভেল হিস্ট্রি, না রয়েছে উপসর্গ । অথচ এরা আক্রান্ত। কেন উপসর্গ উধাও হচ্ছে । শুধুই কি মানব শরীরের ইমিউনিটির কারণে ? সেই উত্তর খুঁজতে চাইছি আমরা । অন্যদিকে, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক শান্তনু হাজরা বলেন, “ ইতিমধ্যেই আমরা NICED সহ অন্যদের টপকে 50 হাজার টেস্ট পার করে ফেলেছি । এখন বেশ কিছু জেলায় অত্যাধুনিক ল্যাবরেটরি তৈরি হওয়ায় আমাদের চাপ কিছুটা কমেছে । তাই সোয়াব টেস্টের পাশাপাশি ভাইরাস নিয়ে গবেষণার কাজ শুরু করছি । অন্য দেশে এই ভাইরাসের জীবনচক্রের সঙ্গে আমাদের দেশে এর জীবনচক্র মিলিয়ে তুলনামুলক বিচার করে করে দেখব পার্থক্য আছে কি না ।"
মেডিকেলের কর্তারা জানান, “ 29 মার্চ এখানে সোয়াব টেস্ট শুরু হয় । ICMR আমাদের প্রশংসা করেছে । এবার এই টেস্টের পাশাপাশি গবেষণার কাজও একই সঙ্গে চালাতে চাইছি আমরা । তবে এই কাজে আরও কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি আমাদের প্রয়োজন। এই নিয়ে আমরা স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের কর্তাদের জানিয়েছি । দ্রুত তা মিলবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে । এই গবেষণা সফল হলে রোগ মোকাবিলায় কাজ করা আরও সহজ হবে।"