ETV Bharat / city

Fever : উত্তরবঙ্গের অজানা জ্বরের রহস্য সমাধান, শিশুদের নমুনায় মিলল ডেঙ্গু-স্ক্রাব টাইফাস - japanese encephalitis

আক্রান্ত শিশুদের লালারস ও রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল পরীক্ষায় । মোট 49 জন শিশুর রক্ত পরীক্ষা করা হয় । যার রিপোর্ট বুধবার এলে আক্রান্ত শিশুদের জ্বরের মূল কারণ জানতে পারেন চিকিৎসকরা ।

north bengal children are affected in mainly japanese encephalitis and scrub typhus
উত্তরবঙ্গের অজানা জ্বরের রহস্য সমাধান, শিশুদের নমুনায় মিলল ডেঙ্গু-স্ক্রাব টাইফাস
author img

By

Published : Sep 15, 2021, 5:51 PM IST

Updated : Sep 15, 2021, 6:06 PM IST

দার্জিলিং, 15 সেপ্টেম্বর : উত্তরবঙ্গের অজানা জ্বরের রহস্য সমাধান হল ৷ অসুস্থ শিশুদের নমুনা পরীক্ষার পর জানা গিয়েছে যে তারা জাপানি এনসেফালাইটিস, স্ক্রাব টাইফাস ও ডেঙ্গুতে আক্রান্ত ৷ এই নিয়ে গত কয়েকদিন ধরেই আতঙ্ক ছড়াচ্ছিল উত্তরবঙ্গ জুড়ে ৷ কারণ, শিলিগুড়ি-সহ জলপাইগুড়ি জেলার শিশুরাও অজানা জ্বরে আক্রান্ত হয় ৷ এই নিয়ে উদ্বিগ্নও ছিল স্বাস্থ্য দফতর ।

তাই আক্রান্ত শিশুদের লালারস ও রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল পরীক্ষায় । মোট 49 জন শিশুর রক্ত পরীক্ষা করা হয় । যার রিপোর্ট বুধবার এলে আক্রান্ত শিশুদের জ্বরের মূল কারণ জানতে পারেন চিকিৎসকরা ।

আরও পড়ুন : Child Fever : জলপাইগুড়ির পর শিলিগুড়িতে উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের জ্বর

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাশাপাশি সম্প্রতি দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা মিলিয়ে মোট 65 জন শিশুর নমুনা কলকাতায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যাদের নমুনা পাঠানো হয়েছিল, তাদের মধ্যে জলপাইগুড়ির একজন শিশুর জাপানি এনসেফালাইটিস, একজনের ডেঙ্গু রিপোর্ট পজিটিভ এসেছে ।

অন্যদিকে দার্জিলিং জেলার ছয় জন শিশু স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছে । এছাড়াও আরও ছয় জন শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে । প্রত্যেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পেডিয়াট্রিক্স বিভাগে চিকিৎসাধীন রয়েছে । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক ইন্দ্রজিৎ সাহা বলেন, "49 জন শিশুর নমুনা হাসপাতালে পরীক্ষা করা হয় । তাতে জেলার ছয় শিশুর জাপানি এনসেফালাইটিস, ডেঙ্গু ও ছয় শিশু স্ক্র‍্যাব টাইফাসে আক্রান্ত হয়েছে । তবে তাতে চিন্তার কিছু নেই । সবার চিকিৎসা চলছে । সবাই স্থিতিশীল রয়েছে ।"

উত্তরবঙ্গের অজানা জ্বরের রহস্য সমাধান, শিশুদের নমুনায় মিলল ডেঙ্গু-স্ক্রাব টাইফাস

আরও পড়ুন : Fever in Durgapur : অজানা জ্বরের থাবা এবার দুর্গাপুরে, বিশেষ চিকিৎসক-দল গঠন

মূলত, ওরিয়েনটিয়া সুসুগামুশি নামে এক মাকড়শার কামড়ে স্ক্র‍্যাব টাইফাস হয়ে থাকে । কিন্তু জাপানি এনসেফালাইটিস এবং ডেঙ্গু ভেক্টরবর্ন রোগ । ওই ভাইরাল জ্বরেই শিশুদের আক্রান্তের সংখ্যা বেশি রয়েছে ।

দার্জিলিং, 15 সেপ্টেম্বর : উত্তরবঙ্গের অজানা জ্বরের রহস্য সমাধান হল ৷ অসুস্থ শিশুদের নমুনা পরীক্ষার পর জানা গিয়েছে যে তারা জাপানি এনসেফালাইটিস, স্ক্রাব টাইফাস ও ডেঙ্গুতে আক্রান্ত ৷ এই নিয়ে গত কয়েকদিন ধরেই আতঙ্ক ছড়াচ্ছিল উত্তরবঙ্গ জুড়ে ৷ কারণ, শিলিগুড়ি-সহ জলপাইগুড়ি জেলার শিশুরাও অজানা জ্বরে আক্রান্ত হয় ৷ এই নিয়ে উদ্বিগ্নও ছিল স্বাস্থ্য দফতর ।

তাই আক্রান্ত শিশুদের লালারস ও রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল পরীক্ষায় । মোট 49 জন শিশুর রক্ত পরীক্ষা করা হয় । যার রিপোর্ট বুধবার এলে আক্রান্ত শিশুদের জ্বরের মূল কারণ জানতে পারেন চিকিৎসকরা ।

আরও পড়ুন : Child Fever : জলপাইগুড়ির পর শিলিগুড়িতে উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের জ্বর

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাশাপাশি সম্প্রতি দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা মিলিয়ে মোট 65 জন শিশুর নমুনা কলকাতায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যাদের নমুনা পাঠানো হয়েছিল, তাদের মধ্যে জলপাইগুড়ির একজন শিশুর জাপানি এনসেফালাইটিস, একজনের ডেঙ্গু রিপোর্ট পজিটিভ এসেছে ।

অন্যদিকে দার্জিলিং জেলার ছয় জন শিশু স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছে । এছাড়াও আরও ছয় জন শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে । প্রত্যেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পেডিয়াট্রিক্স বিভাগে চিকিৎসাধীন রয়েছে । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক ইন্দ্রজিৎ সাহা বলেন, "49 জন শিশুর নমুনা হাসপাতালে পরীক্ষা করা হয় । তাতে জেলার ছয় শিশুর জাপানি এনসেফালাইটিস, ডেঙ্গু ও ছয় শিশু স্ক্র‍্যাব টাইফাসে আক্রান্ত হয়েছে । তবে তাতে চিন্তার কিছু নেই । সবার চিকিৎসা চলছে । সবাই স্থিতিশীল রয়েছে ।"

উত্তরবঙ্গের অজানা জ্বরের রহস্য সমাধান, শিশুদের নমুনায় মিলল ডেঙ্গু-স্ক্রাব টাইফাস

আরও পড়ুন : Fever in Durgapur : অজানা জ্বরের থাবা এবার দুর্গাপুরে, বিশেষ চিকিৎসক-দল গঠন

মূলত, ওরিয়েনটিয়া সুসুগামুশি নামে এক মাকড়শার কামড়ে স্ক্র‍্যাব টাইফাস হয়ে থাকে । কিন্তু জাপানি এনসেফালাইটিস এবং ডেঙ্গু ভেক্টরবর্ন রোগ । ওই ভাইরাল জ্বরেই শিশুদের আক্রান্তের সংখ্যা বেশি রয়েছে ।

Last Updated : Sep 15, 2021, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.