ETV Bharat / city

লকডাউন উধাও রাজ্যে, ক্ষোভ জানিয়ে দিল্লি ফিরল কেন্দ্রীয় দল - Lockdown 3

বহু মানুষ রাস্তায় নামছেন লকডাউন উপেক্ষা করেই । মাস্ক ছাড়াই রেড জ়োনে ঘুরছেন সকলে । দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে এই বার্তাই দিলেন বিনীত যোশী ।

COVID 19
ছবি
author img

By

Published : May 4, 2020, 6:57 PM IST

শিলিগুড়ি, 4 মে : রাজ্যে কার্যত উধাও লকডাউন । মাস্ক পরছেন না বহু মানুষ । অকারণে রাস্তায় নামছেন বহু মানুষ । এ-নিয়ে নিজেদের ক্ষোভ জানিয়ে, দিল্লি ফিরলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ।

আজ দিল্লি ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে কেন্দ্রীয় প্রতিনিধি দলের হয়ে বিনিত যোশী বলেন, "লকডাউন উধাও রাজ্যে । বহু মানুষ রাস্তায় নামছেন লকডাউন উপেক্ষা করেই । মাস্ক ছাড়াই রেড জ়োনে ঘুরছেন সকলে । এ নিয়ে দিল্লিতে রিপোর্ট দেব । বাকি যা পদক্ষেপ করার দুই সরকার করবে ।"


গত 15 দিনের সফর শেষে বিনীত আরও জানান, "আমরা আমাদের মতামত কেন্দ্রের কাছে জমা দিচ্ছি । তা রিপোর্ট আকারে রাজ্যের কাছেও যাবে ।" এ-দিন বিকেলে রানিডাঙা থেকে বাগডোগরা হয়ে দিল্লি ফিরে যান কেন্দ্রীয় দলের সদস্যরা ।

শিলিগুড়ি, 4 মে : রাজ্যে কার্যত উধাও লকডাউন । মাস্ক পরছেন না বহু মানুষ । অকারণে রাস্তায় নামছেন বহু মানুষ । এ-নিয়ে নিজেদের ক্ষোভ জানিয়ে, দিল্লি ফিরলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ।

আজ দিল্লি ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে কেন্দ্রীয় প্রতিনিধি দলের হয়ে বিনিত যোশী বলেন, "লকডাউন উধাও রাজ্যে । বহু মানুষ রাস্তায় নামছেন লকডাউন উপেক্ষা করেই । মাস্ক ছাড়াই রেড জ়োনে ঘুরছেন সকলে । এ নিয়ে দিল্লিতে রিপোর্ট দেব । বাকি যা পদক্ষেপ করার দুই সরকার করবে ।"


গত 15 দিনের সফর শেষে বিনীত আরও জানান, "আমরা আমাদের মতামত কেন্দ্রের কাছে জমা দিচ্ছি । তা রিপোর্ট আকারে রাজ্যের কাছেও যাবে ।" এ-দিন বিকেলে রানিডাঙা থেকে বাগডোগরা হয়ে দিল্লি ফিরে যান কেন্দ্রীয় দলের সদস্যরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.