ETV Bharat / city

দার্জিলিঙে কোরোনায় আক্রান্ত 9 - কোরোনা আক্রান্ত

দার্জিলিঙের সোনাদায় একই পরিবারের পাঁচজন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

corona infected in darjeeling
দার্জিলিঙে কোরোনা আক্রান্ত
author img

By

Published : Jun 4, 2020, 10:39 PM IST

শিলিগুড়ি, 4 জুন : দার্জিলিঙের সোনাদায় কোরোনায় আক্রান্ত হল একই পরিবারের পাঁচজন । তারা সম্প্রতি লখনউ থেকে শিলিগুড়িতে ফিরেছিল।

তাদের কারও শরীরেই কোরোনার প্রাথমিক উপসর্গ ছিল না । কিন্তু প্রত্যেকের সোয়াবের নমুনার পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে সোনাদায় । তাদের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

কার্শিয়ঙে কোরোনায় আক্রান্ত হয়েছে দু'জন । কালিম্পঙে ফের দু'জন আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে । এদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আজ আরও এক চিকিৎসক এবং এক টেকনিশিয়ন কোরোনায় আক্রান্ত হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ।

শিলিগুড়ি, 4 জুন : দার্জিলিঙের সোনাদায় কোরোনায় আক্রান্ত হল একই পরিবারের পাঁচজন । তারা সম্প্রতি লখনউ থেকে শিলিগুড়িতে ফিরেছিল।

তাদের কারও শরীরেই কোরোনার প্রাথমিক উপসর্গ ছিল না । কিন্তু প্রত্যেকের সোয়াবের নমুনার পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে সোনাদায় । তাদের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

কার্শিয়ঙে কোরোনায় আক্রান্ত হয়েছে দু'জন । কালিম্পঙে ফের দু'জন আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে । এদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আজ আরও এক চিকিৎসক এবং এক টেকনিশিয়ন কোরোনায় আক্রান্ত হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.