ETV Bharat / city

শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত আরও 20, রয়েছেন চিকিৎসকও - শিলিগুড়ি

শিলিগুড়িতে 20 জন কোরোনা আক্রান্ত হয়েছেন । তিনজন স্বাস্থ্যকর্মী ও একজন চিকিৎসক COVID-19 আক্রান্ত ।

COVID-19 positive cases in west bengal
শিলিগুড়িতে COVID-19 আক্রান্ত
author img

By

Published : Jun 25, 2020, 7:57 PM IST

শিলিগুড়ি, 25 জুন : শিলিগুড়িতে নতুন করে কোরোনা আক্রান্ত 20 জন । আজ পৌরনিগম এলাকার 20 জনের পাশাপাশি মিরিকে 3 স্বাস্থ্যকর্মী ও 1 চিকিৎসক COVID-19 আক্রান্ত বলে জানা গেছে । এই পরিস্থিতিতে মিরিকে আগামি সাত দিনের জন্য লকডাউন চালু করা হচ্ছে বলে জানিয়েছে মহকুমা প্রশাসন ।

মহকুমা শাসক অশ্বিনী রায় জানান, “যে তিনজন নার্স COVID-19 আক্রান্ত তাঁঁদের বাড়ি বাজার এলাকায় । তাই সংক্রমণ ঠেকাতে বাজার বন্ধ করা হচ্ছে । যে চিকিৎসক আক্রান্ত হয়েছেন তিনি মেডিকেল কলেজ থেকে আসতেন । আগামী সাতদিন সংক্রমণ এড়াতে স্যানিটাইজ় করা হবে এলাকা । শিলিগুড়ি থেকে কেউ মিরিকে এলে তাঁঁদের 14 দিন হোম আইশোলেশনে রাখা হবে ।”

দার্জিলিঙের জেলাশাসক এস পূন্যম বালম জানান, "শিলিগুড়িতে এক সাংবাদিকসহ মোট 20 জন আক্রান্ত হয়েছেন । তবে আপাতত শিলিগুড়িতে লকডাউন হচ্ছে না । আমরা বিভিন্ন বাজারে নজর রাখছি । সংক্রমণ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে ।

শিলিগুড়ি, 25 জুন : শিলিগুড়িতে নতুন করে কোরোনা আক্রান্ত 20 জন । আজ পৌরনিগম এলাকার 20 জনের পাশাপাশি মিরিকে 3 স্বাস্থ্যকর্মী ও 1 চিকিৎসক COVID-19 আক্রান্ত বলে জানা গেছে । এই পরিস্থিতিতে মিরিকে আগামি সাত দিনের জন্য লকডাউন চালু করা হচ্ছে বলে জানিয়েছে মহকুমা প্রশাসন ।

মহকুমা শাসক অশ্বিনী রায় জানান, “যে তিনজন নার্স COVID-19 আক্রান্ত তাঁঁদের বাড়ি বাজার এলাকায় । তাই সংক্রমণ ঠেকাতে বাজার বন্ধ করা হচ্ছে । যে চিকিৎসক আক্রান্ত হয়েছেন তিনি মেডিকেল কলেজ থেকে আসতেন । আগামী সাতদিন সংক্রমণ এড়াতে স্যানিটাইজ় করা হবে এলাকা । শিলিগুড়ি থেকে কেউ মিরিকে এলে তাঁঁদের 14 দিন হোম আইশোলেশনে রাখা হবে ।”

দার্জিলিঙের জেলাশাসক এস পূন্যম বালম জানান, "শিলিগুড়িতে এক সাংবাদিকসহ মোট 20 জন আক্রান্ত হয়েছেন । তবে আপাতত শিলিগুড়িতে লকডাউন হচ্ছে না । আমরা বিভিন্ন বাজারে নজর রাখছি । সংক্রমণ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.