ETV Bharat / city

Fraud Arrest : 2 কোটি টাকা প্রতারণার অভিযোগে শিলিগুড়িতে পাকড়াও ভিন রাজ্য়ের দুই যুবক - গ্রেফতার

2 কোটি টাকা প্রতারণার অভিযোগে শিলিগুড়িতে পাকড়াও ভিন রাজ্য়ের দুই যুবক ৷ স্থানীয় থানা ও ফাঁড়ির সহযোগিতায় তাদের গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷ ধৃতদের ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে ৷ শিলিগুড়ির একটি হোটেল থেকে তাদের পাকড়াও করা হয় ৷

mumbai police arrested two men in fraud case from siliguri
Fraud Arrest : 2 কোটি টাকা প্রতারণার অভিযোগে শিলিগুড়িতে পাকড়াও ভিন রাজ্য়ের দুই যুবক
author img

By

Published : Jul 26, 2021, 7:59 PM IST

শিলিগুড়ি, 26 জুলাই : 2 কোটি টাকা প্রতারণার অভিযোগ ৷ শিলিগুড়িতে অভিযান মুম্বই পুলিশের ৷ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আওতাধীন শিলিগুড়ি থানা ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের সহযোগিতায় দুই প্রতারককে গ্রেফতার করল তারা ৷ অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই এলাকায় গা-ঢাকা দিয়েছিল ধৃতরা ৷ সোমবার শিলিগুড়ির বিধান রোডের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করা হয় ৷ ধৃতদের নাম অশ্বীন প্যাটেল ও রামকুমার ৷ অশ্বীন প্যাটেল সুরাটের বাসিন্দা এবং রামকুমার রাজস্থানের বাসিন্দা ৷

আরও পড়ুন : Fake CBI officer : ভুয়ো সিবিআই অফিসার গ্রেফতার বরানগরে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ে একটি ভুয়ো সংস্থা খুলেছিল এই দুই যুবক ৷ এক ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণা করে 2 কোটি টাকা হাতিয়ে নেয় তারা ৷ প্রতিশ্রুতি ছিল, সেই টাকা দ্বিগুণ করে দেবে তারা ! কিন্তু এরপর সংস্থার অফিস বন্ধ হয়ে যায় ৷ আগেই এই ঘটনায় ছ’জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ ৷ কিন্তু বাকি দু’জন বেশ কিছুদিন কলকাতায় লুকিয়ে থাকার পর শিলিগুড়িতে গা-ঢাকা দেয় ৷

আরও পড়ুন : মেদিনীপুরে এটিএম থেকে হাপিস 1.22 কোটি, পুলিশের জালে 3

মুম্বই পুলিশের প্রতিনিধিরা সারারাত শিলিগুড়ির বিভিন্ন হোটেলে তল্লাশি চালানোর পর বিধান রোডের একটি হোটেল থেকে অভিযুক্ত দু’জনকে পাকড়াও করে ৷ তাদের শিলিগুড়ি আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে ৷ মুম্বই পুলিশের সহকারী ইন্সপেক্টর সুদর্শন পাতিল বলেন, ‘‘19 জুলাই এই ঘটনায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয় ৷ এরপর তদন্তে নেমে ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ বাকি দু’জন সুরাট থেকে কলকাতা হয়ে শিলিগুড়িতে গা-ঢাকা দেয় ৷ তাই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সহযোগিতায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷’’

শিলিগুড়ি, 26 জুলাই : 2 কোটি টাকা প্রতারণার অভিযোগ ৷ শিলিগুড়িতে অভিযান মুম্বই পুলিশের ৷ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আওতাধীন শিলিগুড়ি থানা ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের সহযোগিতায় দুই প্রতারককে গ্রেফতার করল তারা ৷ অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই এলাকায় গা-ঢাকা দিয়েছিল ধৃতরা ৷ সোমবার শিলিগুড়ির বিধান রোডের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করা হয় ৷ ধৃতদের নাম অশ্বীন প্যাটেল ও রামকুমার ৷ অশ্বীন প্যাটেল সুরাটের বাসিন্দা এবং রামকুমার রাজস্থানের বাসিন্দা ৷

আরও পড়ুন : Fake CBI officer : ভুয়ো সিবিআই অফিসার গ্রেফতার বরানগরে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ে একটি ভুয়ো সংস্থা খুলেছিল এই দুই যুবক ৷ এক ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণা করে 2 কোটি টাকা হাতিয়ে নেয় তারা ৷ প্রতিশ্রুতি ছিল, সেই টাকা দ্বিগুণ করে দেবে তারা ! কিন্তু এরপর সংস্থার অফিস বন্ধ হয়ে যায় ৷ আগেই এই ঘটনায় ছ’জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ ৷ কিন্তু বাকি দু’জন বেশ কিছুদিন কলকাতায় লুকিয়ে থাকার পর শিলিগুড়িতে গা-ঢাকা দেয় ৷

আরও পড়ুন : মেদিনীপুরে এটিএম থেকে হাপিস 1.22 কোটি, পুলিশের জালে 3

মুম্বই পুলিশের প্রতিনিধিরা সারারাত শিলিগুড়ির বিভিন্ন হোটেলে তল্লাশি চালানোর পর বিধান রোডের একটি হোটেল থেকে অভিযুক্ত দু’জনকে পাকড়াও করে ৷ তাদের শিলিগুড়ি আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে ৷ মুম্বই পুলিশের সহকারী ইন্সপেক্টর সুদর্শন পাতিল বলেন, ‘‘19 জুলাই এই ঘটনায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয় ৷ এরপর তদন্তে নেমে ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ বাকি দু’জন সুরাট থেকে কলকাতা হয়ে শিলিগুড়িতে গা-ঢাকা দেয় ৷ তাই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সহযোগিতায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.