শিলিগুড়ি, 15 জুন: পাওনা টাকা নিয়ে বচসা, তাও 700 টাকা ৷ সেই টাকা চাইতে গিয়ে বিবাদ ও হাতাহাতি ৷ তার জেরেই প্রাণ হারালেন গৃহবধূ ৷ মঙ্গলবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি পৌরনিগমের 31 নম্বর ওয়ার্ডের শীতলাপাড়া এলাকায়। বচসার কথা এলাকায় ছড়িয়ে পড়তেই অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা ৷ ঘটনায় ইতিমধ্যেই এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মৃত গৃহবধূর নাম শান্তি বর্মন (51) ৷ তিনি শীতলাপাড়ায় থাকতেন (Money Lender allegedly killed House Wife in Siliguri) ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শান্তি বর্মনকে খুনের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা পাপিয়া কর্মকারের বিরুদ্ধে । কাপড় কেনা বাবদ রঞ্জিত বর্মনের সাতশ’ টাকা বকেয়া ছিল পাপিয়া কর্মকারের কাছে । সেই টাকা চাইতেই মঙ্গলবার রাতে রঞ্জিত বর্মনের বাড়িতে গিয়েছিলেন পাপিয়া । সেই সময় দু'পক্ষের মধ্যে বচসা বাধে ৷ পাপিয়া তাঁর স্বামী সুজিত কর্মকার ও দেওর শ্যামল কর্মকারকে ফোন করেন । রঞ্জিত বর্মন জানান আপাতত তিনি পাঁচশো টাকা দিতে পারবেন ৷ বাকি টাকা পরে মেটাবেন । কিন্তু তাতে রাজি হননি পাওনাদার । তা থেকেই রঞ্জিত বর্মন ও তাঁর স্ত্রী শান্তি বর্মনের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয় পাপিয়ার ।
আরও পড়ুন: থানা ভিত্তিক জমি মাফিয়াদের নামপ্রকাশ করবে শিলিগুড়ি কমিশনারেট ও দার্জিলিং পুলিশ
অভিযোগ, বচসার সময়ে পাপিয়া কর্মকার শান্তি বর্মনকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে জ্ঞান হারান ৷ তৎক্ষণাৎ তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । এরপরেই ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তের খোঁজে তাঁদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় । এনজিপি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷ পাপিয়া কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ ৷