ETV Bharat / city

ধুপগুড়ির আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেলে দুই মন্ত্রী - ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বুধবার সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতদের দেখতে আসেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও গৌতম দেব । আর্থিক সাহায্যের কথা জানান গৌতম দেব ৷

ministers-at-north-bengal-medical-college-to-see-injured-in-dhupguri-accident
ministers-at-north-bengal-medical-college-to-see-injured-in-dhupguri-accident
author img

By

Published : Jan 20, 2021, 5:44 PM IST

শিলিগুড়ি, 20 জানুয়ারি : ধুপগুড়ির দুর্ঘটনাগ্রস্তদের পাশে দাঁড়াল রাজ্য সরকার ৷ নিহত ও আহতদের জন্য এককালীন আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য ৷ বুধবার সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতদের দেখতে আসেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও গৌতম দেব । তাঁরা দুর্ঘটনাগ্রস্তদের প্রতি সমবেদনা জানান ৷

আরও পড়ুন: ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত 14, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

ধুপগুড়িতে বোল্ডারবাহী লরির সঙ্গে যাত্রীবাহী মারুতি ভ্যান ও টাটা ম্যাজিকের সংঘর্ষে 14 জনের মৃত্যু হয় মঙ্গলবার রাতে । ঘটনায় হন আহত 17 জন । ময়নাগুড়ি-ধুপগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কের জলঢাকা সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে । তড়িঘড়ি আহতদের চিকিৎসার উদ্যোগ নেয় প্রশাসন ৷ বুধবার সকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন, সেই মতো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য ৷ আর্থিক সাহায্যের কথাও জানান গৌতম দেব ৷ যদিও অর্থের পরিমাণ বলতে চাননি মন্ত্রী ৷ পরে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু ঘোষণা করেন, রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আড়াই লাখ টাকা, আহতদের 50 হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে ।

উত্তরবঙ্গ মেডিকেলে গৌতম দেব ও রবীন্দ্রনাথ ঘোষ ৷

এদিকে, সকালেই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি জারি করা হয় পিএমও-র তরফে । আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয় ওই বার্তায় । এইসঙ্গে পিএমও-র তরফে নিহতদের পরিবারকে 2 লাখ টাকা এবং আহতদের জন্য 50 হাজার টাকা করে সাহায্য ঘোষণা করা হয়েছে ।

শিলিগুড়ি, 20 জানুয়ারি : ধুপগুড়ির দুর্ঘটনাগ্রস্তদের পাশে দাঁড়াল রাজ্য সরকার ৷ নিহত ও আহতদের জন্য এককালীন আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য ৷ বুধবার সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতদের দেখতে আসেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও গৌতম দেব । তাঁরা দুর্ঘটনাগ্রস্তদের প্রতি সমবেদনা জানান ৷

আরও পড়ুন: ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত 14, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

ধুপগুড়িতে বোল্ডারবাহী লরির সঙ্গে যাত্রীবাহী মারুতি ভ্যান ও টাটা ম্যাজিকের সংঘর্ষে 14 জনের মৃত্যু হয় মঙ্গলবার রাতে । ঘটনায় হন আহত 17 জন । ময়নাগুড়ি-ধুপগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কের জলঢাকা সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে । তড়িঘড়ি আহতদের চিকিৎসার উদ্যোগ নেয় প্রশাসন ৷ বুধবার সকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন, সেই মতো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য ৷ আর্থিক সাহায্যের কথাও জানান গৌতম দেব ৷ যদিও অর্থের পরিমাণ বলতে চাননি মন্ত্রী ৷ পরে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু ঘোষণা করেন, রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আড়াই লাখ টাকা, আহতদের 50 হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে ।

উত্তরবঙ্গ মেডিকেলে গৌতম দেব ও রবীন্দ্রনাথ ঘোষ ৷

এদিকে, সকালেই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি জারি করা হয় পিএমও-র তরফে । আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয় ওই বার্তায় । এইসঙ্গে পিএমও-র তরফে নিহতদের পরিবারকে 2 লাখ টাকা এবং আহতদের জন্য 50 হাজার টাকা করে সাহায্য ঘোষণা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.