ETV Bharat / city

Nisith Pramanik : ভোটে প্রত্যাখ্যাত হয়ে উত্তরবঙ্গের মানুষের উপর বদলা নিচ্ছে তৃণমূল : নিশীথ - TMC

নারায়ণী সেনা এবং রাজবংশীদের সমাজের প্রতিনিধিদের নিয়ে আজ শহিদ সম্মানে বেরোন নিশীথ প্রামাণিক ৷ কিন্তু, তার আগে কোভিডবিধি লঙ্ঘন করে ভিড় করায় শিলিগুড়ি পুলিশ নারায়ণী সেনা সহ বহু বিজেপি কর্মীকে বিভিন্ন জায়গায় আটকে দেয় ৷ যা নিয়ে আজ রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতির অভিযোগ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷

state-minister-of-home-affairs-nishith-pramanik-challenge-state-government
রাজবংশীদের প্রতি প্রত্যাখানের প্রতিশোধ নিচ্ছে রাজ্য সরকার, অভিযোগ নীশীথের
author img

By

Published : Aug 18, 2021, 8:08 PM IST

শিলিগুড়ি, 18 অগস্ট : রাজ্য সরকার যদি চ্যালেঞ্জ করে । তবে সেই চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা রয়েছে বিজেপির । আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই বিজেপি এগিয়ে চলেছে । এমনই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ প্রসঙ্গত, আজ সকালে নারায়ণী সেনা এবং রাজবংশীদের সমাজের প্রতিনিধিদের নিয়ে শহিদ সম্মানে বেরোনোর কথা ছিল নিশীথ প্রামাণিকের ৷ কিন্তু, কোভিডবিধি লঙ্ঘন করে ভিড় করায় শিলিগুড়ি পুলিশ নারায়ণী সেনা সহ বহু বিজেপি কর্মীকে বিভিন্ন জায়গায় আটকে দেয় ৷ সেই প্রেক্ষিতেই আজ এ কথা বলেছেন তিনি ৷

নারায়ণী সেনা এবং অন্যান্য বিজেপি কর্মীদের আটক করার খবর পেতেই নিশীথ প্রামাণিক শিলিগুড়ির বিজেপি বিধয়াক শঙ্কর ঘোষের সঙ্গে যোগাযোগ করেন ৷ তিনি এবং নিশীথ প্রামাণিক পুলিশের সঙ্গে কথা বলে আটক বিজেপি কর্মী এবং নারায়ণী সেনার সদস্যদের ছাড়ানোর ব্য়বস্থা করেন ৷ নারায়ণী সেনার সদস্যদের মুক্তি দিতেই নিশীথ তাঁদের নিয়ে শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে যান ৷ সেখানে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মালা পরান কোচবিহারের সাংসদ ৷ এর পর সেখান থেকে নিজেদের কর্মসূচির উদ্দেশ্যে বের হন তিনি ৷

রাজবংশীদের প্রতি প্রত্যাখানের প্রতিশোধ নিচ্ছে রাজ্য সরকার, অভিযোগ নীশীথের

আরও পড়ুন : BJP Ashirvaad Yatra : উত্তরবঙ্গের দুই কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে আশীর্বাদ যাত্রা করবে গেরুয়া শিবির

এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ অভিযোগ করেন, উত্তরবঙ্গের মানুষ তৃণমূল সরকারকে প্রত্যাখ্য়ান করেছে ৷ তাই উত্তরবঙ্গের মানুষের বিরুদ্ধে বদলা নিচ্ছে রাজ্য সরকার ৷ কিন্তু, রাজবংশী, গোর্খা সহ অন্যান্য সকল সম্প্রদায়ের মানুষ রাজ্য সরকারের এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ৷ পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীকে একহাত নিয়েছেন, দার্জিলিঙের তৃণমূল মুখপাত্র দেবব্রত দত্ত ৷ তিনি বলেন, মাননীয় মন্ত্রী এখনও স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ ঠিক মতো বুঝে উঠতে পারেননি ৷ তাই কোভিডবিধি লঙ্ঘন করে যাঁরা জমায়েত করছিল, তাঁদের হয়ে সাফাই দিচ্ছেন তিনি ৷ একজন আইনে প্রণেতার এমন আচরণ শোভনীয় নয় বলে মন্তব্য করেন তিনি ৷

শিলিগুড়ি, 18 অগস্ট : রাজ্য সরকার যদি চ্যালেঞ্জ করে । তবে সেই চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা রয়েছে বিজেপির । আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই বিজেপি এগিয়ে চলেছে । এমনই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ প্রসঙ্গত, আজ সকালে নারায়ণী সেনা এবং রাজবংশীদের সমাজের প্রতিনিধিদের নিয়ে শহিদ সম্মানে বেরোনোর কথা ছিল নিশীথ প্রামাণিকের ৷ কিন্তু, কোভিডবিধি লঙ্ঘন করে ভিড় করায় শিলিগুড়ি পুলিশ নারায়ণী সেনা সহ বহু বিজেপি কর্মীকে বিভিন্ন জায়গায় আটকে দেয় ৷ সেই প্রেক্ষিতেই আজ এ কথা বলেছেন তিনি ৷

নারায়ণী সেনা এবং অন্যান্য বিজেপি কর্মীদের আটক করার খবর পেতেই নিশীথ প্রামাণিক শিলিগুড়ির বিজেপি বিধয়াক শঙ্কর ঘোষের সঙ্গে যোগাযোগ করেন ৷ তিনি এবং নিশীথ প্রামাণিক পুলিশের সঙ্গে কথা বলে আটক বিজেপি কর্মী এবং নারায়ণী সেনার সদস্যদের ছাড়ানোর ব্য়বস্থা করেন ৷ নারায়ণী সেনার সদস্যদের মুক্তি দিতেই নিশীথ তাঁদের নিয়ে শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে যান ৷ সেখানে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মালা পরান কোচবিহারের সাংসদ ৷ এর পর সেখান থেকে নিজেদের কর্মসূচির উদ্দেশ্যে বের হন তিনি ৷

রাজবংশীদের প্রতি প্রত্যাখানের প্রতিশোধ নিচ্ছে রাজ্য সরকার, অভিযোগ নীশীথের

আরও পড়ুন : BJP Ashirvaad Yatra : উত্তরবঙ্গের দুই কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে আশীর্বাদ যাত্রা করবে গেরুয়া শিবির

এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ অভিযোগ করেন, উত্তরবঙ্গের মানুষ তৃণমূল সরকারকে প্রত্যাখ্য়ান করেছে ৷ তাই উত্তরবঙ্গের মানুষের বিরুদ্ধে বদলা নিচ্ছে রাজ্য সরকার ৷ কিন্তু, রাজবংশী, গোর্খা সহ অন্যান্য সকল সম্প্রদায়ের মানুষ রাজ্য সরকারের এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ৷ পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীকে একহাত নিয়েছেন, দার্জিলিঙের তৃণমূল মুখপাত্র দেবব্রত দত্ত ৷ তিনি বলেন, মাননীয় মন্ত্রী এখনও স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ ঠিক মতো বুঝে উঠতে পারেননি ৷ তাই কোভিডবিধি লঙ্ঘন করে যাঁরা জমায়েত করছিল, তাঁদের হয়ে সাফাই দিচ্ছেন তিনি ৷ একজন আইনে প্রণেতার এমন আচরণ শোভনীয় নয় বলে মন্তব্য করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.