ETV Bharat / city

বিধানমার্কেট ইশুতে গৌতমের বৈঠক করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন অশোক - illegal construction

বিধান মার্কেট ইশুতে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে মন্ত্রী হিসেবে পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের । এর সঙ্গে পর্যটন দপ্তরের কোনও সম্পর্ক নেই । তাই শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের প্রশ্ন কোন এক্তিয়ারে বিধানমার্কেট ইশুতে গতকাল মিটিং ডেকেছিলেন গৌতম দেব ?

অশোক ভট্টাচার্য
author img

By

Published : Jul 18, 2019, 11:08 PM IST

Updated : Jul 18, 2019, 11:50 PM IST

শিলিগুড়ি, 18 জুলাই : বিধানমার্কেট ইশুতে পর্যটন মন্ত্রী গৌতম দেবের এক্তিয়ার নিয়ে আজ প্রশ্ন তুললেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য । তাঁর যুক্তি, SJDA (শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ)-এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের । এর সঙ্গে পর্যটন দপ্তরের কোনও সম্পর্ক নেই । কিন্তু গৌতমবাবু নিজেই মিটিং ডেকে বসেছেন । আজ শিলিগুড়ি পৌরনিগমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিষয়ে গৌতম দেবের সমালোচনা করেন অশোকবাবু ।

আরও পড়ুন : বিধান মার্কেটে বেআইনি নির্মাণ নিয়ে চাপানউতোর মন্ত্রী ও তৃণমূল কাউন্সিলরের, আসরে কংগ্রেসও

সম্প্রতি শিলিগুড়ির বিধানমার্কেটে অবৈধ নির্মাণ ইশুতে সরব হন গৌতমবাবু । তিনি বলেন, "এসব প্রশ্রয় দেওয়া হবে না । অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে । কেউ যদি এই কাজে বাধা দেয় তাঁকে গ্রেপ্তার করা হবে ।" এরপরই তিনি আধিকারিকদের নির্দেশ দেন অবৈধ নির্মাণ ভাঙার ব্যাপারে নোটিশ জারি করার । মন্ত্রীর এই নির্দেশের পরই রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হয় ব্যবসায়ীরা । যদিও গৌতমবাবু নিজের সিদ্ধান্তে অনড় থেকেই নোটিশ জারি করেন । পাশাপাশি তিনি ব্যবসায়ীদের তিনদিন সময়সীমা বেঁধে দেন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল এই সংক্রান্ত একটি বৈঠকও করেন গৌতমবাবু । যেখানে শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতাকে ডাকা হয়েছিল । কিন্তু অশোকবাবুর প্রশ্ন, "এমনটা কেন হবে ?" কারণ পৌরনিগমের বিরোধী দলনেতা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সরকারি বৈঠকে যোগ দিতে পারেন না । তবে তিনি বাইরে বসে থাকতে পারেন । সেইসঙ্গে তাঁর কটাক্ষ, "আবদুল মান্নানকে বলব এবার থেকে সরকারি বৈঠকে মুখ্যমন্ত্রীর জায়গায় আপনি প্রতিনিধিত্ব করবেন । এটা কি মেনে নেবেন মুখ্যমন্ত্রী ?"

আরও পড়ুন : বিধান মার্কেটে অবৈধ নির্মাণ ভাঙতে নোটিশ SJDA-র

অশোকবাবুর বক্তব্য, বিধানমার্কেট সাজিয়ে তোলার পরিকল্পনা হয়েছিল বাম আমলে । কাজও শুরু হয়েছিল । যদিও রাজ্যে পালা বদলের জেরে সেই কাজে ভাটা পড়ে । অন্যদিকে শহরের বিভিন্ন মার্কেটের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে । প্রায়ই এখানে, ওখানে আগুন লাগছে । তাই ক্ষতির হাত থেকে বাঁচতেই ব্যবসায়ীরা নিয়মের বাইরে গিয়ে নির্মাণ করছেন । সেক্ষেত্রে SJDA যদি পৌরনিগমকে দায়িত্ব বুঝিয়ে দেয়, তাহলে নিয়ম মেনে কাজ করা হবে ।

শিলিগুড়ি, 18 জুলাই : বিধানমার্কেট ইশুতে পর্যটন মন্ত্রী গৌতম দেবের এক্তিয়ার নিয়ে আজ প্রশ্ন তুললেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য । তাঁর যুক্তি, SJDA (শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ)-এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের । এর সঙ্গে পর্যটন দপ্তরের কোনও সম্পর্ক নেই । কিন্তু গৌতমবাবু নিজেই মিটিং ডেকে বসেছেন । আজ শিলিগুড়ি পৌরনিগমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিষয়ে গৌতম দেবের সমালোচনা করেন অশোকবাবু ।

আরও পড়ুন : বিধান মার্কেটে বেআইনি নির্মাণ নিয়ে চাপানউতোর মন্ত্রী ও তৃণমূল কাউন্সিলরের, আসরে কংগ্রেসও

সম্প্রতি শিলিগুড়ির বিধানমার্কেটে অবৈধ নির্মাণ ইশুতে সরব হন গৌতমবাবু । তিনি বলেন, "এসব প্রশ্রয় দেওয়া হবে না । অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে । কেউ যদি এই কাজে বাধা দেয় তাঁকে গ্রেপ্তার করা হবে ।" এরপরই তিনি আধিকারিকদের নির্দেশ দেন অবৈধ নির্মাণ ভাঙার ব্যাপারে নোটিশ জারি করার । মন্ত্রীর এই নির্দেশের পরই রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হয় ব্যবসায়ীরা । যদিও গৌতমবাবু নিজের সিদ্ধান্তে অনড় থেকেই নোটিশ জারি করেন । পাশাপাশি তিনি ব্যবসায়ীদের তিনদিন সময়সীমা বেঁধে দেন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল এই সংক্রান্ত একটি বৈঠকও করেন গৌতমবাবু । যেখানে শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতাকে ডাকা হয়েছিল । কিন্তু অশোকবাবুর প্রশ্ন, "এমনটা কেন হবে ?" কারণ পৌরনিগমের বিরোধী দলনেতা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সরকারি বৈঠকে যোগ দিতে পারেন না । তবে তিনি বাইরে বসে থাকতে পারেন । সেইসঙ্গে তাঁর কটাক্ষ, "আবদুল মান্নানকে বলব এবার থেকে সরকারি বৈঠকে মুখ্যমন্ত্রীর জায়গায় আপনি প্রতিনিধিত্ব করবেন । এটা কি মেনে নেবেন মুখ্যমন্ত্রী ?"

আরও পড়ুন : বিধান মার্কেটে অবৈধ নির্মাণ ভাঙতে নোটিশ SJDA-র

অশোকবাবুর বক্তব্য, বিধানমার্কেট সাজিয়ে তোলার পরিকল্পনা হয়েছিল বাম আমলে । কাজও শুরু হয়েছিল । যদিও রাজ্যে পালা বদলের জেরে সেই কাজে ভাটা পড়ে । অন্যদিকে শহরের বিভিন্ন মার্কেটের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে । প্রায়ই এখানে, ওখানে আগুন লাগছে । তাই ক্ষতির হাত থেকে বাঁচতেই ব্যবসায়ীরা নিয়মের বাইরে গিয়ে নির্মাণ করছেন । সেক্ষেত্রে SJDA যদি পৌরনিগমকে দায়িত্ব বুঝিয়ে দেয়, তাহলে নিয়ম মেনে কাজ করা হবে ।

Intro:বিধানমার্কেট ইস্যুতে পর্যটন দপ্তরের যোগ কি? মন্ত্রীর একতিয়ার নিয়ে প্রশ্ন তুলে ধরলেন মেয়র!

শিলিগুড়ি, ১৮ জুলাই: বিধান মার্কেট ইস্যুতে এসজেডিএর (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষ) বিষিয়ে হস্তক্ষেপ করছেন রাজ্য পর্যটন দপ্তরেরর মন্ত্রি। কিন্তু এসজেডিএর সঙ্গে পর্যটন দপ্তরের যোগ কি? আজ শিলিগুড়ি পুরনিগম জরুরিকালীন বৈঠকে মেয়র অশোক ভট্টাচার্য এই প্রশ্ন তুলে ধরেন। এরপরেই মেয়র বলেন, এসজেডিএ বিষিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া বা বৈঠক করতে হলে তা নির্ধারন করবেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্ৰী। কিন্তু রাজ্য পর্যটন দপ্তরে মন্ত্রী নিজেই বৈঠক ডেকে বসছেন। কিছুই বুঝতে পারছি না আমরা। তবে এটা বুঝতে পেরেছি যে প্রচারের আলোয় থাকতে মন্ত্রী এসব করছেন।


Body:সম্প্রতি বিধান মার্কেটে অবৈধ নির্মাণ ইস্যুতে সরব হয়ে শহরের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তুলেছিলেন মন্ত্রী। যদিও শেষ অবধি মন্ত্রী নিজেই তা নিয়ন্ত্রনে আনেন বলেই দাবি করেন মেয়র। মেয়রের বক্তব্য, বিধান মার্কেট সাজিয়ে তোলার পরিকল্পনা হয়েছিল বাম আমলে। সেই কাজ শুরু হয়েছিল। যদিও রাজ্যে পালা বদলের জেরে তা তাতে ভাটা পরে। অন্যদিকে শহরের বিভিন্ন মার্কেটের অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে পড়ছে। প্রায়শই আগুন লাগছে। সেক্ষেত্রে ক্ষতির হাত থেকে বাঁচতেই ব্যবসায়ীরা নিয়মের উর্ধে গিয়েই নির্মাণ করছেন। সেক্ষেত্রে এসজেডিএ যদি আমাদের দ্বায়িত্ব বুঝিয়ে দেয় আমরা নিয়ম মেনে কাজ করব।

বিধান মার্কেট ইস্যুতে মেয়রের বক্তব্য বিধান মার্কেট এসজেডিএর অধীন। আর এসজেডিএর সঙ্গে পর্যটন দপ্তরের যোগ নেই। কিন্তু লক্ষ্য করছি মন্ত্রী বৈঠক ডাকছেন সরকারিভাবে। আর সেই বৈঠকে পুরনিগমের প্রতিনিধিত্ব করার জন্য বিরোধী দলনেতাকে তলব করা হচ্ছে। এমনটা কেন হবে?


Conclusion:মেয়র অশোক ভট্টাচার্য বলেন, পুরনিগমের বিরোধী দলনেতা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সরকারি বৈঠকে যোগ দিতে পারেন না। বৈঠকের যোগ দেওয়া সম্ভব না তার পক্ষে। তবে তিনি বাইরে বসে থাকতে পারেন। কিন্তু আমরা লক্ষ্য করছি মন্ত্রীর ডাকা বৈঠকে পুরনিগমকে প্রতিনিধিত্ব করার জন্য বিরোধী দলেনেতাকে তলব করা হচ্ছে। সেক্ষেত্রে আমরাও মুখ্যমন্ত্রীর ডাকা সরকারি বৈঠকে আব্দুল মান্নাকে পাঠানো হবে আমাদের তরফে। সেটা কি মুখ্যমন্ত্রী মেনে নেবেন?

Last Updated : Jul 18, 2019, 11:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.