ETV Bharat / city

জলপাইগুড়িতে গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না ভিন রাজ্য থেকে ফেরা অনেককেই

ভিন রাজ্য থেকে কেউ ফিরলে তাঁকে গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক করতে এগিয়ে এল জলপাইগুড়ি স্বাস্থ্য বিভাগ ৷ তাদের বার্তা, "ভিন রাজ্য থেকে কেউ গ্রামে ফিরলেই তাঁকে নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই ৷ অযথা গুজব ছড়াবেন না ৷ যারা অন্য রাজ্য থেকে ফিরে আসছে তাঁদের সঙ্গে থাকুন ৷"

jalpaiguri
জেলা স্বাস্থ্য দপ্তর
author img

By

Published : Mar 21, 2020, 2:28 PM IST

Updated : Mar 21, 2020, 3:43 PM IST

জলপাইগুড়ি, 21 মার্চ : কর্মসূত্রে অনেকেই ভিন রাজ্যে থাকেন ৷ কোরোনা আতঙ্কে তাঁরা বাড়ি ফিরে আসছেন ৷ কিন্তু, তাঁদের অনেকেই নিজের গ্রামে ঢুকতে পারছেন না বলে অভিযোগ ৷ ভিনরাজ্য থেকে আসা অনেকের অভিযোগ, তাঁদের গ্রামে গিয়ে অসুবিধের মুখোমুখি হতে হচ্ছে ৷ তাঁদের গ্রামে থাকতে দেওয়া হচ্ছে না ৷ ঘটনা জলপাইগুড়ির ৷ এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলার মানুষের উদ্দেশে বার্তা দিল জেলা স্বাস্থ্য বিভাগ ৷ ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে আসা অনেকেই নিজেদের গ্রামে গিয়ে অসুবিধের মুখে পড়ছেন ৷ এই কথা স্বীকার করে নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামাণিকের বার্তা, "ভিন রাজ্য থেকে বাড়িতে ফিরে আসা মানুষদেরকে নিয়ে আতঙ্কিত হবেন না । তাঁরা আমাদেরই লোক, তাঁদের পাশে দাঁড়ান ।"

রমেন্দ্রনাথবাবু বলেন,"ভিন রাজ্য থেকে আসা মানুষদের কোরোনা সংক্রমণ আছে কি না তা আমরা দেখব । প্রয়োজনে তাদের আলাদাভাবে বাড়িতে রাখুন । তবে গ্রাম থেকে তাড়িয়ে দেবেন না ৷"

জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, ভিন রাজ্য থেকে নিজেদের গ্রামে ফিরে আসা শ্রমিকদের গ্রামে ঢুকতে না দেওয়ার ফলে তাঁরা হাসপাতালে এসে ভিড় করছেন ৷ এর ফলে হাসপাতালগুলিতে চাপ বাড়ছে ৷

সবথেকে বেশি চাপে পড়েছেন চা বাগান এলাকার শ্রমিকরা ৷ পেট চালানোর জন্য তাঁরা ভিন রাজ্যে কাজ করতে যান ৷ তাঁরা যখনই এলাকায় ফিরছেন তখন তাঁদের বাধার মুখে পড়তে হচ্ছে ৷ দিশেহারা হয়ে তাঁরা হাসপাতাল চলে যাচ্ছেন ৷

স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, ভিন রাজ্য থেকে নিজের গ্রামে কেউ ফিরলেই তাঁকে সন্দেহ করা হচ্ছে ৷ এলাকায় গুজব ছড়ানো হচ্ছে ৷ ফলে আতঙ্কের বাতাবরণ তৈরি হচ্ছে ৷ এতে ক্ষতি হচ্ছে ৷

জলপাইগুড়ি, 21 মার্চ : কর্মসূত্রে অনেকেই ভিন রাজ্যে থাকেন ৷ কোরোনা আতঙ্কে তাঁরা বাড়ি ফিরে আসছেন ৷ কিন্তু, তাঁদের অনেকেই নিজের গ্রামে ঢুকতে পারছেন না বলে অভিযোগ ৷ ভিনরাজ্য থেকে আসা অনেকের অভিযোগ, তাঁদের গ্রামে গিয়ে অসুবিধের মুখোমুখি হতে হচ্ছে ৷ তাঁদের গ্রামে থাকতে দেওয়া হচ্ছে না ৷ ঘটনা জলপাইগুড়ির ৷ এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলার মানুষের উদ্দেশে বার্তা দিল জেলা স্বাস্থ্য বিভাগ ৷ ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে আসা অনেকেই নিজেদের গ্রামে গিয়ে অসুবিধের মুখে পড়ছেন ৷ এই কথা স্বীকার করে নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামাণিকের বার্তা, "ভিন রাজ্য থেকে বাড়িতে ফিরে আসা মানুষদেরকে নিয়ে আতঙ্কিত হবেন না । তাঁরা আমাদেরই লোক, তাঁদের পাশে দাঁড়ান ।"

রমেন্দ্রনাথবাবু বলেন,"ভিন রাজ্য থেকে আসা মানুষদের কোরোনা সংক্রমণ আছে কি না তা আমরা দেখব । প্রয়োজনে তাদের আলাদাভাবে বাড়িতে রাখুন । তবে গ্রাম থেকে তাড়িয়ে দেবেন না ৷"

জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, ভিন রাজ্য থেকে নিজেদের গ্রামে ফিরে আসা শ্রমিকদের গ্রামে ঢুকতে না দেওয়ার ফলে তাঁরা হাসপাতালে এসে ভিড় করছেন ৷ এর ফলে হাসপাতালগুলিতে চাপ বাড়ছে ৷

সবথেকে বেশি চাপে পড়েছেন চা বাগান এলাকার শ্রমিকরা ৷ পেট চালানোর জন্য তাঁরা ভিন রাজ্যে কাজ করতে যান ৷ তাঁরা যখনই এলাকায় ফিরছেন তখন তাঁদের বাধার মুখে পড়তে হচ্ছে ৷ দিশেহারা হয়ে তাঁরা হাসপাতাল চলে যাচ্ছেন ৷

স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, ভিন রাজ্য থেকে নিজের গ্রামে কেউ ফিরলেই তাঁকে সন্দেহ করা হচ্ছে ৷ এলাকায় গুজব ছড়ানো হচ্ছে ৷ ফলে আতঙ্কের বাতাবরণ তৈরি হচ্ছে ৷ এতে ক্ষতি হচ্ছে ৷

Last Updated : Mar 21, 2020, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.