ETV Bharat / city

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে ব্যক্তিকে মারধর

শিলিগুড়ির পোড়াঝাড়ে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে ব্যক্তিকে আটকে রেখে মারধর ৷ পরে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা ৷

symbolic image
প্রতীকী ছবি
author img

By

Published : Aug 25, 2020, 11:23 AM IST

শিলিগুড়ি, 25 অগাস্ট : নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা ৷ শিলিগুড়ি শহরের পোড়াঝাড় এলাকার ঘটনা ৷

অভিযুক্তের নাম শংকর সরকার । এলাকারই বাসিন্দা ৷ অভিযোগ, নাবালিকা যখন বাড়িতে একা ছিল তখন পান খাওয়ার নামে তার বাড়িতে যায় ওই ব্যক্তি ৷ এরপর হঠাৎই তার হাত চেপে ধরে । কোনওরকমে সেখান থেকে পালিয়ে এক প্রতিবেশীর বাড়ি যায় সে ৷ তাদের বিষয়টি জানায় ৷ তা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায় । এরপর স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে খুঁজে বের করেন ৷ আটকে রেখে মারধর করতে থাকেন ৷ পরে তাকে NJP থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

নাবালিকার মা বলেন, "আমরা বাড়িতে ছিলাম না । সেই সময় বাড়িতে ঢুকেছিল ওই ব্যক্তি । থানায় লিখিত অভিযোগ জানিয়েছি । আমরা অভিযুক্তের কঠোর শাস্তি চাই ।" পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷

শিলিগুড়ি, 25 অগাস্ট : নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা ৷ শিলিগুড়ি শহরের পোড়াঝাড় এলাকার ঘটনা ৷

অভিযুক্তের নাম শংকর সরকার । এলাকারই বাসিন্দা ৷ অভিযোগ, নাবালিকা যখন বাড়িতে একা ছিল তখন পান খাওয়ার নামে তার বাড়িতে যায় ওই ব্যক্তি ৷ এরপর হঠাৎই তার হাত চেপে ধরে । কোনওরকমে সেখান থেকে পালিয়ে এক প্রতিবেশীর বাড়ি যায় সে ৷ তাদের বিষয়টি জানায় ৷ তা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায় । এরপর স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে খুঁজে বের করেন ৷ আটকে রেখে মারধর করতে থাকেন ৷ পরে তাকে NJP থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

নাবালিকার মা বলেন, "আমরা বাড়িতে ছিলাম না । সেই সময় বাড়িতে ঢুকেছিল ওই ব্যক্তি । থানায় লিখিত অভিযোগ জানিয়েছি । আমরা অভিযুক্তের কঠোর শাস্তি চাই ।" পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.