ETV Bharat / city

Mamata Banerjee: পাহাড় সফরে মমতা, দলকে চাঙ্গা করার প্রস্তুতি শুরু তৃণমূলের - North Bengal

বিধানসভা নির্বাচনে মানুষের সমর্থনে মমতার ঝুলি উপচে পড়লেও, পাহাড়ে ভাল ফল করতে পারেনি তৃণমূল । শিলিগুড়ি পুরসভা, শিলিগুড়ি মহকুমা পরিষদেও ক্ষমতায় আসতে পারেনি তারা । দলের নীচু স্তরের কর্মীদের মধ্যে ক্ষোভের কারণেই পাহাড় জোড়াফুলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মত স্থানীয় নেতাদের ।

Mamata Banerjee to visit north bengal to prepare roadmap for tmc in upcoming local elections
পাহাড় সফরে মমতা
author img

By

Published : Oct 22, 2021, 10:12 PM IST

শিলিগুড়ি, 22 অক্টোবর: ক্ষমতায় আসার স্বপ্ন অধরা থেকে গিয়েছে । কিন্তু গেরুয়া শিবির থেকে বারবার পৃথক গোর্খাল্যান্ড প্রসঙ্গ খুঁচিয়ে তোলা হচ্ছে । এমন পরিস্থিতিতে পাহাড়ের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব । সেখানে দলীয় কর্মীদের চাঙ্গা করতে এ বার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই উত্তরবঙ্গ সফরে রওনা হচ্ছেন । পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর এই উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল । কারণ সম্প্রতিই পাহাড় সফর সেরে সটান দিল্লি রওনা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়, যাঁকে বরাবর বিজেপি-র এজেন্ট বলেই কটাক্ষ করে এসেছে তৃণমূল । পাহাড় থেকে সটান দিল্লি উড়ে গিয়েছেন ধনকড় । পাহাড় নিয়ে তিনি দিল্লিতে রিপোর্ট দিতে গিয়েছেন বলেই দাবি জোড়াফুল শিবিরের । সেই আবহেই পাহাড় সফর মমতার ।

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর এটাই প্রথম পাহাড় সফর মমতার । তৃণমূল সূত্রে খবর, 24 অক্টোবর অর্থাৎ রবিবার বাগডোগরা বিমানবন্দরে নামবেন দলনেত্রী । সেখান থেকে সোজা শিলিগুড়ির বাঘাযতীন পার্কে আয়োজিত বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন । রাতটুকু উত্তর কন্যাশ্রীতে কাটিয়ে সকালে সেখানেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন । তার পর রওনা দেবেন পাহাড়ের উদ্দেশে ।

পাহাড় সফরে মমতা, দলকে চাঙ্গা করার প্রস্তুতি শুরু তৃণমূলের

আরও পড়ুন: TMC : গৃহস্থের হেঁসেলে পৌঁছতে এবার নারী বাহিনীকে পথে নামাচ্ছে তৃণমূল

আগামী ২৬ অক্টোবর কার্শিয়াংয়ে থাকার কথা মমতার । একটানা বৃষ্টিতে জায়গায় জায়গায় ধস নেমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে । তা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন । কালিম্পং এবং দার্জিলিংয়ের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও আলাদা বৈঠক রয়েছে তাঁর । এর পর 27 অক্টোবর ফের শিলিগুড়ি ফিরে আসার কথা মমতার । পুরসভা, পঞ্চায়েত এবং আসন্ন দিনহাটা উপনির্বাচন নিয়ে সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক রয়েছে তাঁর । কলকাতায় ফেরার কথা 28 অক্টোবর ।

বিধানসভা নির্বাচনে মানুষের সমর্থনে মমতার ঝুলি উপচে পড়লেও, পাহাড়ে ভাল ফল করতে পারেনি তৃণমূল । শিলিগুড়ি পুরসভা, শিলিগুড়ি মহকুমা পরিষদেও ক্ষমতায় আসতে পারেনি তারা । দলের নীচু স্তরের কর্মীদের মধ্যে ক্ষোভের কারণেই পাহাড় জোড়াফুলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মত স্থানীয় নেতাদের । সেই কারণে পাহাড়ে নীচু স্তরের কর্মীদের মানভঞ্জনে উদ্যোগী হয়েছেন তৃণমূল নেতৃত্ব । মমতার পাহাড় সফরের পিছনেও সেই সমীকরণই কাজ করছে বলে মনে করছে রাজনৈতিক মহল । তৃণমূল সূত্রে খবর, পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে পাহাড়বাসী যাতে মুখ ফিরিয়ে না থাকেন, তার রোডম্যাপই তৈরি করে দিয়ে যাবেন মমতা ।

আরও পড়ুন: TMC Attack in Tripura : ত্রিপুরায় সুস্মিতার উপর আক্রমণের পর টুইটে সরব অভিষেক

স্বাভাবিক ভাবেই মমতার এই সফর ঘিরে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে শিলিগুড়িতে । শুক্রবার বাঘাযতীন পার্কে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন নগরপাল গৌরব শর্মা । প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ।

শিলিগুড়ি, 22 অক্টোবর: ক্ষমতায় আসার স্বপ্ন অধরা থেকে গিয়েছে । কিন্তু গেরুয়া শিবির থেকে বারবার পৃথক গোর্খাল্যান্ড প্রসঙ্গ খুঁচিয়ে তোলা হচ্ছে । এমন পরিস্থিতিতে পাহাড়ের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব । সেখানে দলীয় কর্মীদের চাঙ্গা করতে এ বার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই উত্তরবঙ্গ সফরে রওনা হচ্ছেন । পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর এই উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল । কারণ সম্প্রতিই পাহাড় সফর সেরে সটান দিল্লি রওনা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়, যাঁকে বরাবর বিজেপি-র এজেন্ট বলেই কটাক্ষ করে এসেছে তৃণমূল । পাহাড় থেকে সটান দিল্লি উড়ে গিয়েছেন ধনকড় । পাহাড় নিয়ে তিনি দিল্লিতে রিপোর্ট দিতে গিয়েছেন বলেই দাবি জোড়াফুল শিবিরের । সেই আবহেই পাহাড় সফর মমতার ।

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর এটাই প্রথম পাহাড় সফর মমতার । তৃণমূল সূত্রে খবর, 24 অক্টোবর অর্থাৎ রবিবার বাগডোগরা বিমানবন্দরে নামবেন দলনেত্রী । সেখান থেকে সোজা শিলিগুড়ির বাঘাযতীন পার্কে আয়োজিত বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন । রাতটুকু উত্তর কন্যাশ্রীতে কাটিয়ে সকালে সেখানেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন । তার পর রওনা দেবেন পাহাড়ের উদ্দেশে ।

পাহাড় সফরে মমতা, দলকে চাঙ্গা করার প্রস্তুতি শুরু তৃণমূলের

আরও পড়ুন: TMC : গৃহস্থের হেঁসেলে পৌঁছতে এবার নারী বাহিনীকে পথে নামাচ্ছে তৃণমূল

আগামী ২৬ অক্টোবর কার্শিয়াংয়ে থাকার কথা মমতার । একটানা বৃষ্টিতে জায়গায় জায়গায় ধস নেমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে । তা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন । কালিম্পং এবং দার্জিলিংয়ের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও আলাদা বৈঠক রয়েছে তাঁর । এর পর 27 অক্টোবর ফের শিলিগুড়ি ফিরে আসার কথা মমতার । পুরসভা, পঞ্চায়েত এবং আসন্ন দিনহাটা উপনির্বাচন নিয়ে সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক রয়েছে তাঁর । কলকাতায় ফেরার কথা 28 অক্টোবর ।

বিধানসভা নির্বাচনে মানুষের সমর্থনে মমতার ঝুলি উপচে পড়লেও, পাহাড়ে ভাল ফল করতে পারেনি তৃণমূল । শিলিগুড়ি পুরসভা, শিলিগুড়ি মহকুমা পরিষদেও ক্ষমতায় আসতে পারেনি তারা । দলের নীচু স্তরের কর্মীদের মধ্যে ক্ষোভের কারণেই পাহাড় জোড়াফুলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মত স্থানীয় নেতাদের । সেই কারণে পাহাড়ে নীচু স্তরের কর্মীদের মানভঞ্জনে উদ্যোগী হয়েছেন তৃণমূল নেতৃত্ব । মমতার পাহাড় সফরের পিছনেও সেই সমীকরণই কাজ করছে বলে মনে করছে রাজনৈতিক মহল । তৃণমূল সূত্রে খবর, পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে পাহাড়বাসী যাতে মুখ ফিরিয়ে না থাকেন, তার রোডম্যাপই তৈরি করে দিয়ে যাবেন মমতা ।

আরও পড়ুন: TMC Attack in Tripura : ত্রিপুরায় সুস্মিতার উপর আক্রমণের পর টুইটে সরব অভিষেক

স্বাভাবিক ভাবেই মমতার এই সফর ঘিরে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে শিলিগুড়িতে । শুক্রবার বাঘাযতীন পার্কে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন নগরপাল গৌরব শর্মা । প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.