শিলিগুড়ি, 9 সেপ্টেম্বর: ডিসেম্বর মাসেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন ! এমনই ভবিষ্যদ্বাণী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu on Mamata Government) ৷ শিলিগুড়িতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে তৃণমূল সুপ্রিমোর ‘বীর’ সম্বোধনকে কটাক্ষ করেন শুভেন্দু ৷ বলেন, ‘‘তিনি যাঁকে বীর বলছেন, তাঁর সঙ্গে দেখা করতে দিল্লির তিহাড় জেলে যেতে হবে ৷’’ পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2 দিনের উত্তরবঙ্গ সফর নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু ৷ বলেন, ‘‘কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন টাকা তুলতে ৷’’
এসএসসি নিয়োগ দুর্নীতি, গরুপাচার মামলায় ইডি-সিবিআই এর রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীদের বাড়িতে হানা দেওয়ার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি ৷ তারই মাঝে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বারবার সরকার ফেলে দেওয়ার মন্তব্যকে ঘিরে যথেষ্ট জলঘোলা চলছে ৷ একাধিকবার বিরোধী দলনেতার গলায় শোনা গিয়েছে এই সরকার পরে যাওয়ার কথা ৷ এবারও শিলিগুড়িতে গিয়ে ফের একই কথা বললেন তিনি ৷ তাও আবার নির্দিষ্ট সময় উল্লেখ করে ৷ তিনি বলেন, ‘‘ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার আর চলবে না ৷’’ স্বভাবতই প্রশ্ন উঠছে, কীসের ইঙ্গিত করছেন শুভেন্দু অধিকারী ৷
এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সড়কপথে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু ৷ তাঁর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস দলটা সম্পূর্ণ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ৷ দলটা পরিবারবাদ, তোষণ ও দুর্নীতির উপর চলছে ৷ তারা রাজনীতি করছে টাকা তোলার জন্য ৷ তিনি যাঁকে ভাবছেন বীর সেই বীরের সঙ্গে দেখা করার জন্য তিহাড় জেলে যেতে হবে ৷’’
আরও পড়ুন: দুর্নীতি এড়াতে কর্মীদের মমতার সাবধানবাণী, 'যা বলার বলুন সামনাসামনি'
পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত বলে তিনি বলেন, ‘‘দুর্নীতিগ্রস্ত দল দুর্নীতিবাজদের সম্মান করবে এটাই তো স্বাভাবিক ৷ এখন আত্মবিশ্বাস না দেখালে তো পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দিতে পারবে না ৷ কাল যে সব পঞ্চায়েত প্রধানরা দেখা করতে গিয়েছিলেন, তাঁরা সব চোর ৷ আর ভাইপো-সহ ডাকাতরা মঞ্চে বসেছিলেন ৷ আত্মবিশ্বাস বজায় রাখার জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে পঞ্চায়েত ভোট করবে রাজ্য সরকার ৷’’
পাশাপাশি, বিজেপি বিরোধী সম্ভাব্য জোটকেও একহাত নেন শুভেন্দু অধিকারী ৷ সেই বিষয়ে বলেন, ‘‘আমি ওঁর সঙ্গে ছিলাম ৷ ইউনাইটেড ভারতের নামে একটা র্যালি হয়েছিল। কে ছিল না ওই র্যালিতে। বিজেপি ছাড়া সব রাজনৈতিক দলের নেতারা ওই র্যালিতে যোগ দিয়েছিল। কিন্তু, ফল কী হল ? দেশের কথা ছেড়ে দিন বাংলায় তৃণমূলের আসন কমে 22এ দাঁড়িয়েছিল ৷ এর পর 2024 সালে মোদিজি 400 আসন পার করবেন ৷ তার আগে রামমন্দিরের উদ্বোধন রয়েছে ৷ মুখ্যমন্ত্রী আগে সেখানে আসুন ৷’’