ETV Bharat / city

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে M.Pharma এবং ফুড টেকনোলজি কোর্স - food technology

2019-20 শিক্ষাবর্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে নতুন দু'টি স্নাতকোত্তর কোর্স ।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
author img

By

Published : May 28, 2019, 11:43 PM IST

Updated : May 28, 2019, 11:56 PM IST

শিলিগুড়ি, 28 মে: যাদবপুরের পর এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে স্নাতকোত্তর M.Pharma এবং ফুড টেকনোলজি কোর্স । এই কোর্সে পাস করলেই থাকছে প্লেসমেন্টের সুযোগ ।

আজ সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য জানান, রাজ্যে এতদিন শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়েই M.Pharma পড়ানো হত । আসন সংখ্যা সীমিত হওয়ায় অনেকেই সুযোগ পেতেন না । অন্যদিকে প্রতিবেশী রাজ্য সিকিমে ওষুধ তৈরির একাধিক বড় কারখানা রয়েছে । তাদের কাছে M.Pharma নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের চাহিদা রয়েছে । তাই সবদিক বিবেচনা করেই M.Pharma এবং ফুড টেকনোলজিতে স্নাতকোত্তর কোর্স চালু করা হয়েছে ।

ভিডিয়োয় দেখুন

তিনি আরও জানান, M.Pharma চালু করতে UGC (ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন) এবং Pharmacy Council Of India-র অনুমোদন নেওয়া হয়েছে । দু'টি বিভাগে মোট 12 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে । M.Pharma-তে 18 জন ছাত্রছাত্রী এবং ফুড টেকনোলজি-তে 24 জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে । চলতি শিক্ষাবর্ষ থেকেই কোর্স চালু হবে । পাস করে ছাত্রছাত্রীরা সকলেই প্লেসমেন্টের সুযোগ পাবেন ।

আজ সাংবাদিক বৈঠকে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার দিলীপ দে সরকার । বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কর্তারা জানান, রাজ্যের অনুমোদন নিয়ে বিশ্ববিদ্যালয়ে একজন প্লেসমেন্ট অফিসারও নিয়োগ করা হবে । বহুজাতিক সংস্থাগুলিতে ছাত্রছাত্রীদের প্লেসমেন্টের ব্যবস্থা করার দায়িত্বে থাকবেন অফিসার ।

শিলিগুড়ি, 28 মে: যাদবপুরের পর এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে স্নাতকোত্তর M.Pharma এবং ফুড টেকনোলজি কোর্স । এই কোর্সে পাস করলেই থাকছে প্লেসমেন্টের সুযোগ ।

আজ সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য জানান, রাজ্যে এতদিন শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়েই M.Pharma পড়ানো হত । আসন সংখ্যা সীমিত হওয়ায় অনেকেই সুযোগ পেতেন না । অন্যদিকে প্রতিবেশী রাজ্য সিকিমে ওষুধ তৈরির একাধিক বড় কারখানা রয়েছে । তাদের কাছে M.Pharma নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের চাহিদা রয়েছে । তাই সবদিক বিবেচনা করেই M.Pharma এবং ফুড টেকনোলজিতে স্নাতকোত্তর কোর্স চালু করা হয়েছে ।

ভিডিয়োয় দেখুন

তিনি আরও জানান, M.Pharma চালু করতে UGC (ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন) এবং Pharmacy Council Of India-র অনুমোদন নেওয়া হয়েছে । দু'টি বিভাগে মোট 12 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে । M.Pharma-তে 18 জন ছাত্রছাত্রী এবং ফুড টেকনোলজি-তে 24 জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে । চলতি শিক্ষাবর্ষ থেকেই কোর্স চালু হবে । পাস করে ছাত্রছাত্রীরা সকলেই প্লেসমেন্টের সুযোগ পাবেন ।

আজ সাংবাদিক বৈঠকে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার দিলীপ দে সরকার । বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কর্তারা জানান, রাজ্যের অনুমোদন নিয়ে বিশ্ববিদ্যালয়ে একজন প্লেসমেন্ট অফিসারও নিয়োগ করা হবে । বহুজাতিক সংস্থাগুলিতে ছাত্রছাত্রীদের প্লেসমেন্টের ব্যবস্থা করার দায়িত্বে থাকবেন অফিসার ।

Intro:উত্তরবঙ্গে চালু হচ্ছে এম ফার্মা, ফুড টেকনোলজি। রয়েছে প্লেসমেন্টের সুযোগ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে স্নাতকোত্তর এম ফার্মা এবং মাস্টার ডিগ্রি অন ফুড টেকনোলজি।

আজ সাংবাদিক বৈঠকে উপচার্য সুবিরেশ ভট্টাচার্য জানান, এতদিন শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এম ফার্মা পড়ানো হত। সীমিত আসনে বহু ছেলেমেয়ে চান্স পেত না। সিকিমে ওষুধ তৈরির একাধিক বড় কারখানা রয়েছে। বড় কোম্পানিগুলো আমাদের কাছে এম ফার্মা করা ছেলেমেয়েদের চাইছিল। তাই সব বিবেচনা করেই আমরা এম ফার্মা ও ফুড টেকনোলোজি র স্নাতকোত্তর কোর্স চালু করছি।

উপাচার্য বলেন, এম ফার্মা চালু করতে ইউজিসি এবং ফার্মাসি কাউন্সিলের অনুমোদন পেয়েছি। দুই বিভাগে মোট 12 জন শিক্ষক নিয়োগ করেছি। এম ফার্মায় 18 জন ছাত্রছাত্রী এবং ফুড টেকনোলজিতে 24 জন ছাত্রছাত্রীকে ভর্তি নেব। এই শিক্ষাবর্ষ থেকেই কোর্স চালু হবে। আশা করছি পাস করে ছাত্রছাত্রীরা সকলেই প্লেসমেন্টের সুযোগ পাবেন।

এদিন সাংবাদিক বৈঠকে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার দিলীপ দে সরকার। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কর্তারা জানান রাজ্যের অনুমোদন নিয়ে বিশ্ববিদ্যালয়ে একজন প্লেসমেন্ট অফিসার নিয়োগ করা হবে। বহুজাতিক সংস্থাগুলির সঙ্গে ছাত্রছাত্রীদের প্লেসমেন্টের বন্দোবস্তের দায়িত্বে থাকবেন ওই প্লেসমেন্ট অফিসার।




Body:.


Conclusion:
Last Updated : May 28, 2019, 11:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.