ETV Bharat / city

CAA নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, মুখ্যমন্ত্রীকে অনুরোধ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর - Home Minister's statement on CAA

নিত্যানন্দ রাই বলেন, "রাজ্যে আইন-শৃঙ্খলার হাল ঠিক নেই।" CAA-র বিরোধিতায় মমতার আন্দোলন প্রসঙ্গে বলেন, "মুখ্যমন্ত্রী আগে আইন জানুন । আইনে কী লেখা হয়েছে তা পড়ুন । উত্তেজক ভাষণ দেবেন না। মতুয়াদের বড়মা বিনাপানিদেবীকে আপনি কথা দিয়েছিলেন সংখ্যালঘু হিন্দু শরণার্থীদের বিষয়টি দেখবেন। তাহলে এখন কেন বিরোধিতা করছেন?

CAA নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনুন
নিত্যানন্দ রাই
author img

By

Published : Dec 31, 2019, 9:37 AM IST

শিলিগুড়ি, 31 ডিসেম্বর : মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না, উত্তেজক ভাষণ দেবেন না । CAA আগে নিজে পড়ুন। আইন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য শুনুন। আইন নিয়ে বিভ্রান্তি স্পষ্ট হবে । মুখ্যমন্ত্রীর প্রতি এই অনুরোধ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই।


কোচবিহারে দলের 'অভিনন্দন যাত্রা'-য় যাওয়ার কথা ছিল নিত্যানন্দর ৷ কিন্তু দিল্লিতে কুয়াশার জেরে বিমান না ছাড়ায় বিকেলে শিলিগুড়িতে আসেন তিনি। বলেন, "রাজ্যে আইন শৃঙ্খলার হাল ঠিক নেই।" CAA-র বিরোধিতায় মমতার আন্দোলন প্রসঙ্গে বলেন, "মুখ্যমন্ত্রী আগে আইন জানুন । আইনে কী লেখা হয়েছে তা পড়ুন । উত্তেজক ভাষণ দেবেন না। মতুয়াদের বড়মা বিনাপানিদেবীকে আপনি কথা দিয়েছিলেন সংখ্যালঘু হিন্দু শরণার্থীদের বিষয়টি দেখবেন। তাহলে এখন কেন বিরোধিতা করছেন? আপনি লোকসভায় থাকাকালীন নিজেই এই আইনের পক্ষে কার্যত নিজের বক্তব্য রেখেছিলেন। তা থেকে পিছু হটছেন কেন?"

CAA কার্যকর করার বিষয়টি নিয়ে রাষ্ট্রমন্ত্রী বলেন, "আইন কার্যকর করার বিষয়টি রাজ্যের নয়, সংবিধান অনুযায়ী তা কেন্দ্রের এক্তিয়ারে পরে। তাই গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও ওই আইন কার্যকর হবেই।"

শিলিগুড়ি, 31 ডিসেম্বর : মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না, উত্তেজক ভাষণ দেবেন না । CAA আগে নিজে পড়ুন। আইন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য শুনুন। আইন নিয়ে বিভ্রান্তি স্পষ্ট হবে । মুখ্যমন্ত্রীর প্রতি এই অনুরোধ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই।


কোচবিহারে দলের 'অভিনন্দন যাত্রা'-য় যাওয়ার কথা ছিল নিত্যানন্দর ৷ কিন্তু দিল্লিতে কুয়াশার জেরে বিমান না ছাড়ায় বিকেলে শিলিগুড়িতে আসেন তিনি। বলেন, "রাজ্যে আইন শৃঙ্খলার হাল ঠিক নেই।" CAA-র বিরোধিতায় মমতার আন্দোলন প্রসঙ্গে বলেন, "মুখ্যমন্ত্রী আগে আইন জানুন । আইনে কী লেখা হয়েছে তা পড়ুন । উত্তেজক ভাষণ দেবেন না। মতুয়াদের বড়মা বিনাপানিদেবীকে আপনি কথা দিয়েছিলেন সংখ্যালঘু হিন্দু শরণার্থীদের বিষয়টি দেখবেন। তাহলে এখন কেন বিরোধিতা করছেন? আপনি লোকসভায় থাকাকালীন নিজেই এই আইনের পক্ষে কার্যত নিজের বক্তব্য রেখেছিলেন। তা থেকে পিছু হটছেন কেন?"

CAA কার্যকর করার বিষয়টি নিয়ে রাষ্ট্রমন্ত্রী বলেন, "আইন কার্যকর করার বিষয়টি রাজ্যের নয়, সংবিধান অনুযায়ী তা কেন্দ্রের এক্তিয়ারে পরে। তাই গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও ওই আইন কার্যকর হবেই।"

Intro:মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না, উত্তেজক ভাষণ দেবেন না। সিএএ আইন আগে নিজে পড়ুন। আইন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য শুনুন। আইন নিয়ে বিভ্রান্তি স্পষ্ট হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি এই অনুরোধ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এর।


Body:কোচবিহারে দলের অভিনন্দন যাত্রায় যাওয়ার কথা থাকলেও দিল্লিতে কুয়াশার জেরে বিমান না ছাড়ায় বিকেলে শিলিগুড়িতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন, রাজ্যে আইন শৃঙ্খলার হাল যথাযথ নয়। সিএএ নিয়ে মমতাকে বিধে তিনি বলেন, মুখ্যমন্ত্রী আগে আইন জানুন। কি লেখা হয়েছে তা পড়ুন। উত্তেজক ভাষণ দেবেন না। আজ শিলিগুড়িতে নিত্যানন্দ রায় বলেন মতুয়াদের বড় মা বিনাপানি দেবীকে আপনি কথা দিয়েছিলেন সংখ্যালঘু হিন্দু শরণার্থীদের বিষয়টি দেখবেন। তাহলে এখন কেন বিরোধিতা করছেন? আপনি লোকসভায় থাকা কালে নিজেই এই আইনের পক্ষে কার্যত নিজের বক্তব্য রেখেছিলেন। তা থেকে পিছু হাটছেন কেন? তিনি বলেন আইন কার্যকর করার বিষয়টি রাজ্যের নয়, সংবিধান অনুযায়ী তা কেন্দ্রের এক্তিয়ারে পরে। তাই গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও ওই আইন কার্যকর হবেই।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.