ETV Bharat / city

কোরোনা টেস্ট বৃদ্ধির দাবিতে শিলিগুড়িতে বাম বিক্ষোভ - টেস্ট বৃদ্ধির দাবিতে বাম বিক্ষোভ

কোরোনা টেস্ট বৃ্দ্ধির দাবিতে, রেশন দুর্নীতির প্রতিবাদে শিলিগুড়ির নেতাজি মোড়ে বামদের বিক্ষোভ।

Left protests Siliguri demanding increase test
শিলিগুড়ি
author img

By

Published : Apr 28, 2020, 11:36 PM IST

শিলিগুড়ি, 28 এপ্রিল: চাই পর্যাপ্ত কোরোনা টেস্ট, চাই সঠিক চিকিৎসা পদ্ধতি। সকলের জন‍্য রেশন চাই, রুজিরুটিহীন মানুষের জন্য চাই আর্থিক সহায়তা। মঙ্গলবার এমন সব দাবিতেই বিক্ষোভে সরব হলেন দার্জিলিং জেলা বামফ্রন্ট নেতৃত্ব। লকডাউনের বিধি মেনেই এই বিক্ষোভ কর্মসূচি পালন করলেন তাঁর।

আজ শিলিগুড়ির নেতাজি মোড়ে প্রতীকী অবস্থান বিক্ষোভে স্লোগান ওঠে, 'ভাষণ নয় রেশন চাই, ভাঁওতা নয়, চাই পর্যাপ্ত কোরোনা টেস্ট।' রাজ্য সরকার কোরোনা সংক্রমণ ও মারণ ভাইরাসে মৃত্যু নিয়ে তথ্য গোপন করছে বলে এদিনও অভিযোগ তুলল বামেরা। এইসঙ্গে আজকের বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি উঠল, সকলকে রেশন দিতে হবে। পাশাপাশি রেশন সামগ্রীর দুর্নীতি নিয়েও সরব হলেন বাম নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে প্রতিবাদে দেখালেন দার্জিলিং জেলা বামফ্রন্ট নেতৃবৃন্দ।

নেতাজী মোড়ে আজকের প্রতীকী অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার, CP(I)M রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য, বিধায়ক তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য, RSP নেতা তাপস গোস্বামী, CPI-এর লক্ষ্মী মাহাতো, ফরোয়ার্ড ব্লকের অনিরূদ্ধ বোস সহ জেলা বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।

শিলিগুড়ি, 28 এপ্রিল: চাই পর্যাপ্ত কোরোনা টেস্ট, চাই সঠিক চিকিৎসা পদ্ধতি। সকলের জন‍্য রেশন চাই, রুজিরুটিহীন মানুষের জন্য চাই আর্থিক সহায়তা। মঙ্গলবার এমন সব দাবিতেই বিক্ষোভে সরব হলেন দার্জিলিং জেলা বামফ্রন্ট নেতৃত্ব। লকডাউনের বিধি মেনেই এই বিক্ষোভ কর্মসূচি পালন করলেন তাঁর।

আজ শিলিগুড়ির নেতাজি মোড়ে প্রতীকী অবস্থান বিক্ষোভে স্লোগান ওঠে, 'ভাষণ নয় রেশন চাই, ভাঁওতা নয়, চাই পর্যাপ্ত কোরোনা টেস্ট।' রাজ্য সরকার কোরোনা সংক্রমণ ও মারণ ভাইরাসে মৃত্যু নিয়ে তথ্য গোপন করছে বলে এদিনও অভিযোগ তুলল বামেরা। এইসঙ্গে আজকের বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি উঠল, সকলকে রেশন দিতে হবে। পাশাপাশি রেশন সামগ্রীর দুর্নীতি নিয়েও সরব হলেন বাম নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে প্রতিবাদে দেখালেন দার্জিলিং জেলা বামফ্রন্ট নেতৃবৃন্দ।

নেতাজী মোড়ে আজকের প্রতীকী অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার, CP(I)M রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য, বিধায়ক তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য, RSP নেতা তাপস গোস্বামী, CPI-এর লক্ষ্মী মাহাতো, ফরোয়ার্ড ব্লকের অনিরূদ্ধ বোস সহ জেলা বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.