শিলিগুড়ি, ৭ মার্চ : আগামীকাল নারীদিবস। তার আগে শিলিগুড়িতে মহিলাদের নিরাপত্তার বিষয়ে পুলিশের উদাসীনতা নিয়ে অভিযোগ তুলল জেলা BJP মহিলা মোর্চা। গতকাল শিলিগুড়ি প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ তোলেন শিলিগুড়ি জেলা BJP মহিলা মোর্চার সভানেত্রী মাধবী মুখার্জি।
তিনি বলেন, "জেলায় মহিলাদের নিরাপত্তা দিচ্ছে না পুলিশ। অপরাধের কিনারা করা হচ্ছে না। একাধিক মামলা রয়েছে, তার তদন্ত হচ্ছে না। ২০১৮ সালে জেলার এক পুলিশকর্মীর বিরুদ্ধে আট বছর ধরে এক মহিলার সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছিল। সেই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে বেশ কিছু জামিনঅযোগ্য ধারায় FIR হলেও এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি। উলটে বুক ফুলিয়ে এলাকায় ঘুরছেন অভিযুক্ত পুলিশকর্মী। অভিযোগকারিণীকেই ভয় দেখানো হচ্ছে। এছাড়াও, ভক্তিনগর থানার অধীনে এক মহিলা ও তাঁর বছর সাতেকের শিশুপুত্রকে অপহরণ করে আটকে রাখা হয়েছে। এখনও পর্যন্ত সেই মামলাতে পুলিশি তদন্ত বিশেষ এগোয়নি। মূল অভিযুক্তকে কি এভাবে আড়াল করার চেষ্টা করছে পুলিশ ?"
মাধবী আরও বলেন, "দু'দিন পর ঘটা করে আন্তর্জাতিক নারীদিবস পালন করা হবে। কিন্তু, এই জেলায় আমরা মেয়েরা অসুরক্ষিত বোধ করছি। রক্ষকই যদি ভক্ষক হয়ে ওঠে তখন বিচার চাইতে কার কাছে যাব ?"
![undefined](https://s3.amazonaws.com/saranyu-test/etv-bharath-assests/images/ad.png)
জেলা BJP মহিলা মোর্চার সভানেত্রী মাধবী মুখার্জির তোলা অভিযোগ প্রসঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক কর্তা বলেন, "আমরা অভিযোগ খতিয়ে দেখব। তবে, দোষীদের ছাড়ার কোনও প্রশ্ন নেই।"