ETV Bharat / city

দিনহাটায় মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত সেতুর উদ্বোধনে কুণাল

author img

By

Published : Nov 8, 2019, 11:33 PM IST

Updated : Nov 9, 2019, 2:29 AM IST

"যিনি আমাকে সাংসদ করেছিলেন, যার কারণে এই সেতু তৈরির জন্য আমি সাংসদ তহবিল থেকে টাকা দিতে পেরেছি । সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এই সেতুর নামকরণ 'মমতা সেতু'।" কোচবিহারের দিনহাটার বড়ভিটা গ্রামে সেতু উদ্বোধনের পর বললেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ।

কুণাল ঘোষ


দিনহাটা, 8 নভেম্বর : তিনি তৃণমূলের প্রাক্তন সাংসদ ৷ দল-নেত্রীর সঙ্গে তাঁর সখ্যতা একসময় ছিল রাজ্য রাজনীতির বহু চর্চিত বিষয় ৷ কিন্তু, হঠাৎই সব বদলে গিয়েছিল ৷ রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেস বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্বের সেই সীমা হয়তো কিছুটা এখন কমতে শুরু করেছে ৷

দল সাসপেন্ড করার পর যে দূরত্ব বেড়েছিল, এখন হয়তো কিছুটা পরিস্থিতি পালটেছে ৷ দলের বেশ কিছু সমাবেশে তাঁকে দেখা যাচ্ছে ৷ বারবার একটা কথা স্পষ্ট করতেও শোনা গেছে, "আমি তৃণমূলের একজন কর্মী ৷" এবার সেই কুণাল ঘোষের হাতেই উদ্বোধন হল কোচবিহারের দিনহাটার বড়ভিটা গ্রামের একটি সেতু ৷ যে সেতুর নাম মুখ্যমন্ত্রীর নামে করা হয়েছে ৷ প্রাক্তন সাংসদের কথায়, "মমতাদি আমায় সাংসদ বানিয়েছিলেন ৷ তাই আমি সাংসদ তহবিলের টাকা দিয়ে এই কাজটা করতে পেরেছি ৷ ওনাকে শ্রদ্ধা জানিয়ে এই সেতুর নামকরণ করার প্রস্তাব দিয়েছিলাম ৷" অন্য দলে যাওয়া বা তৃণমূল ছাড়ার কথা কোনওদিন ঘোষণা করতে শোনা যায়নি রাজ্যসভার এই প্রাক্তন সাংসদকে ৷ আজ মমতার নামে সেতু উদ্বোধন প্রাক্তন সাংসদের তৃণমূলে থাকা এবং মূল স্রোতে ফিরে আসার ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

সেতু উদ্বোধনে কুণাল ঘোষ

কুণাল ঘোষের কথায়, সেতু উদ্বোধন ও সেতুর নামকরণ মুখ্যমন্ত্রীর নামে হওয়ায় বিষয়টি নিয়ে টিপ্পনি কাটতে ছাড়েনি গেরুয়া শিবির ৷ দলের অন্যতম নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, "এমন সংস্কৃতি বিহার, উত্তরপ্রদেশে দেখা যায় ৷ এটা বাংলার সংস্কৃতি নয় ৷" তৃণমূলের তরফে অবশ্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ আর যিনি সব আলোচনার কেন্দ্রে, সেই কুণাল ঘোষ বলছেন, "এখানকার মানুষ অসুবিধায় ছিলেন ৷ ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছিল ৷ আমার কাছে আবেদন করা হয়েছিল ৷ আমি সাধ্য মতো চেষ্টা করেছি ৷ আমার সাংসদ তহবিলের টাকা থেকে এই সেতুটি তৈরি হওয়ায় আমি খুশি, আনন্দিত, গর্বিত ৷"


দিনহাটা, 8 নভেম্বর : তিনি তৃণমূলের প্রাক্তন সাংসদ ৷ দল-নেত্রীর সঙ্গে তাঁর সখ্যতা একসময় ছিল রাজ্য রাজনীতির বহু চর্চিত বিষয় ৷ কিন্তু, হঠাৎই সব বদলে গিয়েছিল ৷ রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেস বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্বের সেই সীমা হয়তো কিছুটা এখন কমতে শুরু করেছে ৷

দল সাসপেন্ড করার পর যে দূরত্ব বেড়েছিল, এখন হয়তো কিছুটা পরিস্থিতি পালটেছে ৷ দলের বেশ কিছু সমাবেশে তাঁকে দেখা যাচ্ছে ৷ বারবার একটা কথা স্পষ্ট করতেও শোনা গেছে, "আমি তৃণমূলের একজন কর্মী ৷" এবার সেই কুণাল ঘোষের হাতেই উদ্বোধন হল কোচবিহারের দিনহাটার বড়ভিটা গ্রামের একটি সেতু ৷ যে সেতুর নাম মুখ্যমন্ত্রীর নামে করা হয়েছে ৷ প্রাক্তন সাংসদের কথায়, "মমতাদি আমায় সাংসদ বানিয়েছিলেন ৷ তাই আমি সাংসদ তহবিলের টাকা দিয়ে এই কাজটা করতে পেরেছি ৷ ওনাকে শ্রদ্ধা জানিয়ে এই সেতুর নামকরণ করার প্রস্তাব দিয়েছিলাম ৷" অন্য দলে যাওয়া বা তৃণমূল ছাড়ার কথা কোনওদিন ঘোষণা করতে শোনা যায়নি রাজ্যসভার এই প্রাক্তন সাংসদকে ৷ আজ মমতার নামে সেতু উদ্বোধন প্রাক্তন সাংসদের তৃণমূলে থাকা এবং মূল স্রোতে ফিরে আসার ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

সেতু উদ্বোধনে কুণাল ঘোষ

কুণাল ঘোষের কথায়, সেতু উদ্বোধন ও সেতুর নামকরণ মুখ্যমন্ত্রীর নামে হওয়ায় বিষয়টি নিয়ে টিপ্পনি কাটতে ছাড়েনি গেরুয়া শিবির ৷ দলের অন্যতম নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, "এমন সংস্কৃতি বিহার, উত্তরপ্রদেশে দেখা যায় ৷ এটা বাংলার সংস্কৃতি নয় ৷" তৃণমূলের তরফে অবশ্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ আর যিনি সব আলোচনার কেন্দ্রে, সেই কুণাল ঘোষ বলছেন, "এখানকার মানুষ অসুবিধায় ছিলেন ৷ ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছিল ৷ আমার কাছে আবেদন করা হয়েছিল ৷ আমি সাধ্য মতো চেষ্টা করেছি ৷ আমার সাংসদ তহবিলের টাকা থেকে এই সেতুটি তৈরি হওয়ায় আমি খুশি, আনন্দিত, গর্বিত ৷"

Intro:wb_crb__01_bridge opening_bt kunal_7205341Body:wb_crb__01_bridge opening_bt kunal_7205341Conclusion:wb_crb__01_bridge opening_bt kunal_7205341
Last Updated : Nov 9, 2019, 2:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.