শিলিগুড়ি, 25 ফেব্রুয়ারি : ফের উত্তরবঙ্গ জুড়ে সক্রিয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও । শিলিগুড়ি থেকে আজ গ্রেফতার করা হয়েছে কেএলও প্রধান জীবন সিংয়ের অন্যতম সঙ্গী অবিনাশ রায় ওরফে জ্যাকি-কে (KLO Chief Jiban Singh Partner Abinash Roy Arrest in Siliguri) ৷ বৃহস্পতিবার মাঝরাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অবিনাশকে ৷ ঘটনায় একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশি নিরাপত্তা নিয়েও ৷
বৃহস্পতিবার রাতে স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের একটি বিশেষ দল অভিযান চালিয়ে শিলিগুড়ির খালপাড়া থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করেছে ৷ এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত কেএলও জঙ্গির নাম অবিনাশ রায় ওরফে জ্যাকি ৷ অসমের কোকরাঝাড়ের বাসিন্দা হলেও শিলিগুড়ির শান্তিনগরে বাড়ি ভাড়া নিয়ে গা ঢাকা দিয়ে ছিল ৷ গত ছয়মাস ধরে খালপাড়ার ব্যবসায়ী এলাকায় শ্রমিক হিসেবে গা ঢাকা দিয়ে ছিল ৷
আরও পড়ুন : KLO militant Jibon Singh : জীবনও সমাজের মূলস্রোতে ফিরুন, চাইছেন প্রাক্তন সঙ্গীরা
প্রাথমিক তদন্তে এসটিএফ আধিকারিকরা জানতে পেরেছে, 5 সদস্যের কেএলও জঙ্গির একটি দল শিলিগুড়িতে বছরখানেক আগে আসে ৷ মূলত তাদের কাজ শিলিগুড়ি থেকে নিজেদের সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করা ৷ অবিনাশের সঙ্গে কেএলও চিফ জীবন সিংয়ের সরাসরি যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ ৷ এসটিএফ’র উত্তরবঙ্গের ডিএসপি সুদীপ ভট্টাচার্য বলেন, ‘‘ও একজন সক্রিয় কেএলও জঙ্গি ৷ আরও কয়েকজন রয়েছে ৷ আমরা তদন্ত করছি ৷ পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছি ৷’’
আরও পড়ুন : মমতাকে হুঁশিয়ারি দিয়ে ভিডিয়ো বার্তা কেএলও প্রধান জীবন সিংহের
জীবন সিং বর্তমানে মায়ানমারে গা ঢাকা দিয়ে রয়েছে ৷ সেখান থেকেই জঙ্গি সংগঠন পরিচালনা করছে ৷ মাঝেমধ্যেই কামতাপুর পৃথক রাজ্যের দাবিতে একাধিকবার ভিডিয়ো বার্তা সোশ্যাল মিডিয়ায় দেয় জীবন সিং ৷ আর সেটাই এখন মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসনের ৷ সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রত্যেক জেলার পুলিশ আধিকারিকের সঙ্গে কেএলও নিয়ে বৈঠক করেছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ৷