ETV Bharat / city

BSF Jurisdiction : ভৌগোলিক সীমা বাড়লেও ক্ষমতা বাড়েনি, মন্তব্য বিএসএফের আইজির - শিলিগুড়ি

বিএসএফের কাজের ভৌগোলিক সীমা বেড়েছে ৷ কিন্তু ক্ষমতা বাড়েনি ৷ এতে রাজ্য পুলিশ বা অন্য কোনও সংস্থার সঙ্গে নতুন করে সংঘাত তৈরির কোনও সম্ভাবনাই নেই ৷ বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি সংক্রান্ত বিতর্কে মন্তব্য বাহিনীর উত্তরবঙ্গের আইজি রবি গান্ধির ৷

jurisdiction of bsf has increased not power, says ig north bengal, bsf
BSF Jurisdiction : ‘‘বিএসএফের এক্তিয়ারের ভৌগোলিক সীমা বাড়লেও ক্ষমতা বাড়েনি’’
author img

By

Published : Nov 18, 2021, 4:51 PM IST

শিলিগুড়ি, 18 নভেম্বর : ‘‘বিএসএফের এক্তিয়ারের ভৌগোলিক সীমা বাড়ানো হলেও ক্ষমতা বাড়ানো হয়নি ৷ রাজ্য পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থার সঙ্গে বিএসএফের সম্পর্ক খুব ভাল ৷ আগেও পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়েছে বিএসএফ ৷ এখনও তাই হবে ৷ বরং নয়া অধ্যাদেশের দৌলতে রাজ্যের আইনশৃঙ্খলাই আরও পোক্ত হবে ৷ সীমান্ত লাগোয়া এলাকায় অপরাধদমন, অনুপ্রবেশ রোখা এবং চোরাচালান আটকে দেওয়া সহজ হবে ৷’’ বৃহস্পতিবার শিলিগুড়িতে বিএসএফের উত্তরবঙ্গের ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেছেন বিএফএফের উত্তরবঙ্গের আইজি রবি গান্ধি ৷

আরও পড়ুন : BSF Jurisdiction : বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে 17 নভেম্বর আলোচনা বিধানসভায়

সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি নয়া অধ্যাদেশ জারি করে ৷ তাতে পশ্চিমবঙ্গ, পঞ্জাব এবং অসমের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কাজের এক্তিয়ার 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হয় ৷ যা নিয়ে কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে নেমেছে রাজ্য সরকার ৷ তাদের বক্তব্য, আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত ৷ সেখানে বিএসএফের ক্ষমতা বাড়িয়ে আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই নষ্ট করছে কেন্দ্রীয় সরকার ৷ আর এখানেই ভিন্ন মত প্রকাশ করেছে বিএসএফ ৷

এই প্রসঙ্গে রবি গান্ধি জানান, কেবলমাত্র তিনটি ধারার আওতায় অভিযুক্তের অথবা সংশ্লিষ্ট জায়গার তল্লাশি করতে পারে বিএসএফ ৷ প্রয়োজনে সম্পত্তি বাজেয়াপ্ত ও অভিযুক্তকে গ্রেফতারও করা যেতে পারে ৷ কেবলমাত্র সিআরপিসি আইন 1973, পাসপোর্ট এন্ট্রি আইন 1920 এবং পাসপোর্ট আইন 1967-এর আওতাতেই বিএসএফ এই ধরনের পদক্ষেপ করতে পারে ৷ এক্ষেত্রে অন্য কোনও আইনের আওতায় বিএসএফ কোনও ব্যবস্থা নিতে পারে না ৷ তাছাড়া, নিয়মমাফিক বিএসএফ যাকেই গ্রেফতার করুক না কেন, 24 ঘণ্টার মধ্যে তাকে স্থানীয় থানার হাতে তুলে দিতে হবে ৷ একই নিয়ম প্রযোজ্য হয় বাজেয়াপ্ত করা জিনিসপত্রের ক্ষেত্রেও ৷ কারণ, বিএসএফের কোনও ঘটনার তদন্ত করার বা এফআইআর দায়ের করার এক্তিয়ার নেই ৷

রবি গান্ধি এই প্রসঙ্গে বলেন, ‘‘আগেও সীমান্তে 15 থেকে 50 কিলোমিটারের মধ্যে বিএসএফ-পুলিশ যৌথ অভিযান চালিয়েছে ৷ নয়া অধ্যাদেশ জারির পরও সেই ধারা অব্যাহত থাকবে ৷ বিএসএফ কোনওদিনই রাজ্যের পুলিশ বা প্রশাসনের আওতাধীন অন্য কোনও সংস্থার কাজে হস্তক্ষেপ করেনি ৷ ভবিষ্যতেও করবে না ৷ তবে নয়া নিয়মের ফলে অনুপ্রবেশ ও চোরাচালানের মতো অপরাধ আটকানো আরও সহজ হবে ৷’’

আরও পড়ুন : BSF Jurisdiction : বাংলায় পুলিশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বিএসএফ, জানালেন এডিজি ওয়াই বি খুরানিয়া

প্রসঙ্গত, সম্প্রতি কোচবিহারের সিতাইয়ে বিএসএফের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটে ৷ সেই সময় তল্লাশির নামে মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ৷ এই প্রসঙ্গে রবি গান্ধি বলেন, ‘‘বিএসএফের অধীনে প্রায় 800 মহিলা জওয়ান রয়েছেন ৷ বিএসএফ একটি পেশাদার সংস্থা ৷ এমন ঘটনা এখানে অনভিপ্রেত এবং সাধারণত এমন ঘটনা ঘটে না ৷ তবে নির্দিষ্টভাবে কোনও জওয়ানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠলে নিয়মমাফিক কড়া পদক্ষেপ করা হবে ৷’’

শিলিগুড়ি, 18 নভেম্বর : ‘‘বিএসএফের এক্তিয়ারের ভৌগোলিক সীমা বাড়ানো হলেও ক্ষমতা বাড়ানো হয়নি ৷ রাজ্য পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থার সঙ্গে বিএসএফের সম্পর্ক খুব ভাল ৷ আগেও পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়েছে বিএসএফ ৷ এখনও তাই হবে ৷ বরং নয়া অধ্যাদেশের দৌলতে রাজ্যের আইনশৃঙ্খলাই আরও পোক্ত হবে ৷ সীমান্ত লাগোয়া এলাকায় অপরাধদমন, অনুপ্রবেশ রোখা এবং চোরাচালান আটকে দেওয়া সহজ হবে ৷’’ বৃহস্পতিবার শিলিগুড়িতে বিএসএফের উত্তরবঙ্গের ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেছেন বিএফএফের উত্তরবঙ্গের আইজি রবি গান্ধি ৷

আরও পড়ুন : BSF Jurisdiction : বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে 17 নভেম্বর আলোচনা বিধানসভায়

সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি নয়া অধ্যাদেশ জারি করে ৷ তাতে পশ্চিমবঙ্গ, পঞ্জাব এবং অসমের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কাজের এক্তিয়ার 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হয় ৷ যা নিয়ে কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে নেমেছে রাজ্য সরকার ৷ তাদের বক্তব্য, আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত ৷ সেখানে বিএসএফের ক্ষমতা বাড়িয়ে আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই নষ্ট করছে কেন্দ্রীয় সরকার ৷ আর এখানেই ভিন্ন মত প্রকাশ করেছে বিএসএফ ৷

এই প্রসঙ্গে রবি গান্ধি জানান, কেবলমাত্র তিনটি ধারার আওতায় অভিযুক্তের অথবা সংশ্লিষ্ট জায়গার তল্লাশি করতে পারে বিএসএফ ৷ প্রয়োজনে সম্পত্তি বাজেয়াপ্ত ও অভিযুক্তকে গ্রেফতারও করা যেতে পারে ৷ কেবলমাত্র সিআরপিসি আইন 1973, পাসপোর্ট এন্ট্রি আইন 1920 এবং পাসপোর্ট আইন 1967-এর আওতাতেই বিএসএফ এই ধরনের পদক্ষেপ করতে পারে ৷ এক্ষেত্রে অন্য কোনও আইনের আওতায় বিএসএফ কোনও ব্যবস্থা নিতে পারে না ৷ তাছাড়া, নিয়মমাফিক বিএসএফ যাকেই গ্রেফতার করুক না কেন, 24 ঘণ্টার মধ্যে তাকে স্থানীয় থানার হাতে তুলে দিতে হবে ৷ একই নিয়ম প্রযোজ্য হয় বাজেয়াপ্ত করা জিনিসপত্রের ক্ষেত্রেও ৷ কারণ, বিএসএফের কোনও ঘটনার তদন্ত করার বা এফআইআর দায়ের করার এক্তিয়ার নেই ৷

রবি গান্ধি এই প্রসঙ্গে বলেন, ‘‘আগেও সীমান্তে 15 থেকে 50 কিলোমিটারের মধ্যে বিএসএফ-পুলিশ যৌথ অভিযান চালিয়েছে ৷ নয়া অধ্যাদেশ জারির পরও সেই ধারা অব্যাহত থাকবে ৷ বিএসএফ কোনওদিনই রাজ্যের পুলিশ বা প্রশাসনের আওতাধীন অন্য কোনও সংস্থার কাজে হস্তক্ষেপ করেনি ৷ ভবিষ্যতেও করবে না ৷ তবে নয়া নিয়মের ফলে অনুপ্রবেশ ও চোরাচালানের মতো অপরাধ আটকানো আরও সহজ হবে ৷’’

আরও পড়ুন : BSF Jurisdiction : বাংলায় পুলিশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বিএসএফ, জানালেন এডিজি ওয়াই বি খুরানিয়া

প্রসঙ্গত, সম্প্রতি কোচবিহারের সিতাইয়ে বিএসএফের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটে ৷ সেই সময় তল্লাশির নামে মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ৷ এই প্রসঙ্গে রবি গান্ধি বলেন, ‘‘বিএসএফের অধীনে প্রায় 800 মহিলা জওয়ান রয়েছেন ৷ বিএসএফ একটি পেশাদার সংস্থা ৷ এমন ঘটনা এখানে অনভিপ্রেত এবং সাধারণত এমন ঘটনা ঘটে না ৷ তবে নির্দিষ্টভাবে কোনও জওয়ানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠলে নিয়মমাফিক কড়া পদক্ষেপ করা হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.