শিলিগুড়ি, 3 জুন : করোনার সময় পরিবার আর্থিক সংকটের মধ্যে পড়ে ৷ সেই প্রতিকূলতাকে কাটিয়ে মাধ্যমিকে মেধাতালিকায় স্থান করে নিল শিলিগুড়ির জুনয়না পারভিন (Junaina Parveen from Siliguri Ranks Eighth in Madhyamik Examination 2022)। শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ডের দূর্গানগর কলোনির বাসিন্দা মহম্মদ জাকির হুসেনের মেয়ে জুনয়না পারভিন ।
শিলিগুড়ির সারদা শিশু তীর্থের ছাত্রী সে । এবারের মাধ্যমিকে 886 নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করে শিলিগুড়ির নাম উজ্জ্বল করেছে জুনয়না । আজ সকালে মেধাতালিকা প্রকাশ হতেই খুশির ঢেউ হুসেন পরিবারে । শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার থেকে বিধায়ক শঙ্কর ঘোষ একে একে সবাই শুভেচ্ছা জানান জুনয়নাকে । চলে মিষ্টিমুখ পর্ব । জুনয়নার বাবা জাকির হুসেন একজন পর্যটন ব্যবসায়ী । করোনাকালে তীব্র আর্থিক সংকোট গিয়েছে তাঁর । আর সেই চরম প্রতিকূলতাকে কাটিয়ে মাধ্যমিকে মেধা তালিকায় স্থান করে নজির গড়ল শিলিগুড়ি কন্যার । আগামীতে নিট পরীক্ষা দিয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে জুনয়নার (Madhyamik Result 2022)।
প্রসঙ্গত, আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WBBSE West Bengal Madhyamik Result 2022 released)৷ এ বছর মাধ্যমিকে পাশের হার 86.6 শতাংশ ৷ গত বছরের তুলনায় এ বার পাশের হার বেশি ৷ পাশের হারে কিছুটা পিছিয়ে রয়েছে ছাত্রীরা ৷ পাশের হারে শহরকে এ বারও টেক্কা দিয়েছে জেলা ৷ শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুরে ৷ সেখানে পাশের হার 97.63 শতাংশ । তারপরেই রয়েছে কালিম্পং ৷ এই জেলায় পাশের হার 94.71 শতাংশ ৷ এরপর রয়েছে যথাক্রমে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও মালদা ৷ কলকাতায় পাশের হার 94.36 শতাংশের বেশি রয়েছে ।