শিলিগুড়ি, 27 জানুয়ারি : অবৈধ অনুপ্রবেশকারী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ৷ গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় বুধবার । ধৃতের নাম চঞ্চল দাস ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চঞ্চল দাস বাংলাদেশের শেরপুর থানা এলাকার বাসিন্দা । সম্প্রতি সে বাংলাদেশের বগুড়া জেলার জগন্নাথপুর এলাকা দিয়ে বেআইনিভাবে সীমান্ত টোপকে ভারতে প্রবেশ করে । গত মাস চারেক ধরে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় বসবাস করছিল সে । জানা গিয়েছে, বেআইনিভাবে আধার কার্ড বানানো ও ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছিল সে । মঙ্গলবার রাতে ফুলবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।
আরও পড়ুন: মালদায় ব্যাঙ্কে ডাকাতি করতে গিয়ে ধৃত বাংলাদেশি
বুধবার ধৃত বাংলাদেশিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় । কীভাবে চঞ্চল ভারতে প্রবেশ করল তা খতিয়ে দেখছে পুলিশ ।