ETV Bharat / city

SSC Recruitment Scam: উত্তরবঙ্গের জন্য লজ্জার দিন, সুবীরেশের গ্রেফতারির পর সরব অশোক-শঙ্কররা - পার্থ চট্টোপাধ্যায়

এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় সোমবার সিবিআই (CBI) গ্রেফতার করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (NBU VC) সুবীরেশ ভট্টাচার্য ৷ এর পর এই ঘটনা নিয়ে সরব হয়েছে উত্তরের শিক্ষা থেকে রাজনৈতিক মহল ৷ তাদের দাবি, এই ঘটনা উত্তরবঙ্গের জন্য লজ্জার দিন ৷

its-a-shame-for-north-bengal-says-cpim-bjp-after-arrest-of-nbu-vc-in-ssc-recruitment-scam
SSC Recruitment Scam: উত্তরবঙ্গের জন্য লজ্জার দিন, সুবীরেশের গ্রেফতারির পর সরব অশোক-শঙ্কররা
author img

By

Published : Sep 19, 2022, 7:16 PM IST

শিলিগুড়ি, 19 সেপ্টেম্বর : এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের পর এবার সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য । সোমবার তাঁকে গ্রেফতার করে সিবিআই । আর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (NBU VC) গ্রেফতার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরের শিক্ষামহলের পাশাপাশি রাজ্য রাজনীতিতে ।

এই কারণে উত্তরবঙ্গের শিক্ষামহলের পাশাপাশি গোটা উত্তরবঙ্গবাসীদের জন্য এটা লজ্জার দিন, একটি কালো দিন বলে মত শিক্ষাবিদ থেকে রাজনৈতিক মহলের । বাংলার শিক্ষার ইতিহাসে এর আগে কোনদিন কোনও দুর্নীতি কাণ্ডে উপাচার্য গ্রেফতার হননি ৷ স্বভাবতই ওই বিষয়ে একে একে ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী থেকে শুরু করে প্রাক্তন আধিকারিক । এমনকি বর্তমান অধ্যাপকরাও নিজেদের ক্ষোভ উপাচার্যের গ্রেফতারির পর আটকে রাখতে পারেননি ।

উপাচার্যের গ্রেফতারি নিয়ে প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম (CPIM) নেতা অশোক ভট্টাচার্য বলেন, "লজ্জার দিন উত্তরবঙ্গের জন্য । এর পিছনে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সরাসরি মদত রয়েছে ।" বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা শিলিগুড়ির বিধায়ক বিজেপির (BJP) শঙ্কর ঘোষ বলেন, "উত্তরবঙ্গের শিক্ষা জগতের জন্য একটি কালো দিন । অত্যন্ত নিন্দনীয় ঘটনা । এই ঘটনায় আরও যারা জড়িত, তাদের গ্রেফতার করতে হবে ।"

উত্তরবঙ্গের জন্য লজ্জার দিন, সুবীরেশের গ্রেফতারির পর সরব অশোক-শঙ্কররা

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতির সভাপতি সমর বিশ্বাস বলেন, "আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে । তার গ্রেফতারি খালি সময়ের অপেক্ষা ছিল । গোটা শিক্ষা জগতের কাছে এটি লজ্জার দিন ।" বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার তাপস চট্টোপাধ্যায় বলেন, "এর আগে শিক্ষা জগতে কোনোদিন কোনও উপাচার্য দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়নি । সিবিআইয়ের হাতে উপাচার্যের গ্রেফতারি উত্তরের শিক্ষার জন্য কালো দিন ।"

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), এসএসসির চার আধিকারিক এবং তার পরে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেফতারির পর মোটামুটি সুবীরেশ ভট্টাচার্যর গ্রেফতারি নিশ্চিত বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছিল ৷ তাছাড়া গত 28 অগস্ট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে টানা 10 ঘণ্টার হানা দেয় সিবিআইয়ের দু’টি দল । তার কিছুদিন পর উপাচার্যের বাঁশদ্রোণীর আবাসনে ফের হানা দেয় সিবিআই । অবশেষে সোমবার তাঁকে গ্রেফতার করা হল ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, 2014 থেকে 2018 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য । তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, এসএসসিতে 381 জনকে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর নিয়োগপত্র দেওয়া হয় । তার মধ্যে 222 জনের পার্সোনালিটি টেস্ট হয়নি । কারণ, তাঁরা লেখা পরীক্ষায় পাস করেননি । বাকি 160 জন লেখা পরীক্ষায় পাস করলেও র‍্যাঙ্ক অনেক পিছনে ছিল । গোটা ঘটনায় সুবীরেশ ভট্টাচার্যের যোগ রয়েছে বলে মনে করছে সিবিআই ৷

আরও পড়ুন : এসএসসি দুর্নীতিকাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই

শিলিগুড়ি, 19 সেপ্টেম্বর : এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের পর এবার সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য । সোমবার তাঁকে গ্রেফতার করে সিবিআই । আর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (NBU VC) গ্রেফতার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরের শিক্ষামহলের পাশাপাশি রাজ্য রাজনীতিতে ।

এই কারণে উত্তরবঙ্গের শিক্ষামহলের পাশাপাশি গোটা উত্তরবঙ্গবাসীদের জন্য এটা লজ্জার দিন, একটি কালো দিন বলে মত শিক্ষাবিদ থেকে রাজনৈতিক মহলের । বাংলার শিক্ষার ইতিহাসে এর আগে কোনদিন কোনও দুর্নীতি কাণ্ডে উপাচার্য গ্রেফতার হননি ৷ স্বভাবতই ওই বিষয়ে একে একে ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী থেকে শুরু করে প্রাক্তন আধিকারিক । এমনকি বর্তমান অধ্যাপকরাও নিজেদের ক্ষোভ উপাচার্যের গ্রেফতারির পর আটকে রাখতে পারেননি ।

উপাচার্যের গ্রেফতারি নিয়ে প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম (CPIM) নেতা অশোক ভট্টাচার্য বলেন, "লজ্জার দিন উত্তরবঙ্গের জন্য । এর পিছনে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সরাসরি মদত রয়েছে ।" বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা শিলিগুড়ির বিধায়ক বিজেপির (BJP) শঙ্কর ঘোষ বলেন, "উত্তরবঙ্গের শিক্ষা জগতের জন্য একটি কালো দিন । অত্যন্ত নিন্দনীয় ঘটনা । এই ঘটনায় আরও যারা জড়িত, তাদের গ্রেফতার করতে হবে ।"

উত্তরবঙ্গের জন্য লজ্জার দিন, সুবীরেশের গ্রেফতারির পর সরব অশোক-শঙ্কররা

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতির সভাপতি সমর বিশ্বাস বলেন, "আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে । তার গ্রেফতারি খালি সময়ের অপেক্ষা ছিল । গোটা শিক্ষা জগতের কাছে এটি লজ্জার দিন ।" বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার তাপস চট্টোপাধ্যায় বলেন, "এর আগে শিক্ষা জগতে কোনোদিন কোনও উপাচার্য দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়নি । সিবিআইয়ের হাতে উপাচার্যের গ্রেফতারি উত্তরের শিক্ষার জন্য কালো দিন ।"

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), এসএসসির চার আধিকারিক এবং তার পরে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেফতারির পর মোটামুটি সুবীরেশ ভট্টাচার্যর গ্রেফতারি নিশ্চিত বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছিল ৷ তাছাড়া গত 28 অগস্ট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে টানা 10 ঘণ্টার হানা দেয় সিবিআইয়ের দু’টি দল । তার কিছুদিন পর উপাচার্যের বাঁশদ্রোণীর আবাসনে ফের হানা দেয় সিবিআই । অবশেষে সোমবার তাঁকে গ্রেফতার করা হল ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, 2014 থেকে 2018 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য । তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, এসএসসিতে 381 জনকে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর নিয়োগপত্র দেওয়া হয় । তার মধ্যে 222 জনের পার্সোনালিটি টেস্ট হয়নি । কারণ, তাঁরা লেখা পরীক্ষায় পাস করেননি । বাকি 160 জন লেখা পরীক্ষায় পাস করলেও র‍্যাঙ্ক অনেক পিছনে ছিল । গোটা ঘটনায় সুবীরেশ ভট্টাচার্যের যোগ রয়েছে বলে মনে করছে সিবিআই ৷

আরও পড়ুন : এসএসসি দুর্নীতিকাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.