ETV Bharat / city

শিলিগুড়িতে 'সুফল বাংলা' স্টল থেকে পিঁয়াজ কিনতে দীর্ঘ লাইন

শিলিগুড়ির প্রতিটি বাজারে এখন পিঁয়াজের দাম চড়া । তাই পিঁয়াজ কিনতে সাধারণ ক্রেতারা ভিড় করছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন সূর্য সেন মার্কেটের 'সুফল বাংলা' স্টলে । সেখানে 59 টাকা কেজি দরে পিঁয়াজ কিনতে লাইন দিচ্ছেন সাধারণ ক্রেতা ।

Onion Price Hike in India
আদৌ কী কমবে পিঁয়াজের দাম?
author img

By

Published : Dec 12, 2019, 10:34 PM IST

শিলিগুড়ি, 12 ডিসেম্বর : এক মাস কেটে গেলেও পিঁয়াজের দাম এখনও কমেনি। এই পরিস্থিতিতে আসরে নেমেছে রাজ্য সরকারের 'সুফল বাংলা' স্টল ।

শিলিগুড়ির প্রতিটি বাজারে এখন পিঁয়াজের দাম চড়া । তাই পিঁয়াজ কিনতে সাধারণ ক্রেতারা ভিড় করছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন সূর্য সেন মার্কেটের 'সুফল বাংলা' স্টলে । সেখানে 59 টাকা কেজি দরে পিঁয়াজ কিনতে লাইন দিচ্ছেন সাধারণ ক্রেতা । পিঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় খাদ্য দপ্তরের টাক্সফোর্স ও পুলিশ যৌথভাবে বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে । কিন্তু শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে তেমনভাবে কোনও অভিযান এখনও হয়নি । ফলে দামও কমেনি পিঁয়াজের । শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে এখনও পিঁয়াজের দাম প্রতি কেজিতে 120 থেকে 130 টাকা ।

Onion Price Hike in India
সুফল বাংলার স্টলে উবচে পড়া ভিড়

তাই 'সুফল বাংলা' স্টলে এখন লাইন দিয়ে পিঁয়াজ কিনছেন স্কুল শিক্ষক থেকে গৃহকর্মী থেকে ব্যবসায়ীরা সকলেই । আগামী রবিবারও ফের স্টল থেকে পিয়াঁজ বিক্রি করা হবে বলে জানিয়েছেন সুফল বাংলার কর্তারা ।

শিলিগুড়ি, 12 ডিসেম্বর : এক মাস কেটে গেলেও পিঁয়াজের দাম এখনও কমেনি। এই পরিস্থিতিতে আসরে নেমেছে রাজ্য সরকারের 'সুফল বাংলা' স্টল ।

শিলিগুড়ির প্রতিটি বাজারে এখন পিঁয়াজের দাম চড়া । তাই পিঁয়াজ কিনতে সাধারণ ক্রেতারা ভিড় করছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন সূর্য সেন মার্কেটের 'সুফল বাংলা' স্টলে । সেখানে 59 টাকা কেজি দরে পিঁয়াজ কিনতে লাইন দিচ্ছেন সাধারণ ক্রেতা । পিঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় খাদ্য দপ্তরের টাক্সফোর্স ও পুলিশ যৌথভাবে বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে । কিন্তু শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে তেমনভাবে কোনও অভিযান এখনও হয়নি । ফলে দামও কমেনি পিঁয়াজের । শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে এখনও পিঁয়াজের দাম প্রতি কেজিতে 120 থেকে 130 টাকা ।

Onion Price Hike in India
সুফল বাংলার স্টলে উবচে পড়া ভিড়

তাই 'সুফল বাংলা' স্টলে এখন লাইন দিয়ে পিঁয়াজ কিনছেন স্কুল শিক্ষক থেকে গৃহকর্মী থেকে ব্যবসায়ীরা সকলেই । আগামী রবিবারও ফের স্টল থেকে পিয়াঁজ বিক্রি করা হবে বলে জানিয়েছেন সুফল বাংলার কর্তারা ।

Intro:কেউবা স্কুল শিক্ষক কেউ আবার গৃহকর্তী। সকলেরই গন্তব্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন সূর্যসেন মার্কেট। সেখানেই আজ সুলভ মূল্যে সরকার নির্ধারিত দরে পেঁয়াজ বিক্রির স্টল দিয়েছিল সুফল বাংলা। লাইনে দাঁড়িয়ে দিনভর হুড়োহুড়ি করে পেঁয়াজ কিনলেন স্থানীয় বাসিন্দারা।


Body:শিলিগুড়ি শহর বা উত্তরবঙ্গের বাজারে এখনো পেঁয়াজ বিক্রি হচ্ছে গড়ে 120 থেকে 130 টাকা কিলো দরে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় টাক্সফোর্স এবং পুলিশ বাজারে অভিযান চালালেও শিলিগুড়িসহ উত্তরবঙ্গে তেমনভাবে এই ধরনের অভিযানের দেখা মেলেনি। ফলে দামও কমেনি পিঁয়াজের। সুফল বাংলা স্টলে মাত্র 59 টাকা দরে পিঁয়াজ বিক্রি হচ্ছে শুনে কাজকর্ম ফেলে রেখে পিঁয়াজ সংগ্রহ করতে ছুটলেন বহু মানুষ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন সূর্যসেন মার্কেটে 59 টাকায় দিনভর বিক্রি হলো পেঁয়াজ। স্কুল শিক্ষক থেকে গৃহকর্ত্রী অথবা ব্যবসায়ী সকলেই লাইনে দাঁড়িয়ে কাঠ-খড় পুড়িয়ে সংগ্রহ করলেন জনপ্রতি এক কিলো পেঁয়াজ। আগামী রবিবার শিলিগুড়িতেও এভাবে পিয়াঁজ বিক্রি করা হবে বলে জানিয়েছেন সুফল বাংলার কর্তারা।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.