শিলিগুড়ি, 16 ফেব্রুয়ারি : শিলিগুড়ি পৌরনিগমের 33 নম্বর ওয়ার্ডে "দিদিকে বলো" কর্মসূচির প্রচার সারলেন তৃণমূল নেতা গৌতম দেব । সেখানে তিনি বলেন, এই এলাকাগুলিতে গত লোকসভা নির্বাচনে BJP-র দাপট এবার কাটিয়ে উঠছে তৃণমূল । আসন্ন পৌরনিগম নির্বাচনে অন্তত 30টির বেশি আসন নিয়ে এবার শিলিগুড়িতে ক্ষমতায় আসবে তারা ।"
সামনেই শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন । তার আগে ফের "দিদিকে বলো" কর্মসূচির প্রচারে নেমেছেন গৌতম দেব । তাঁর নিজের কেন্দ্র ডাবগ্রাম-ফুলবাড়ির অন্তর্গত পৌরনিগমের 33 নম্বর ওয়ার্ডে আজ বিকেলে প্রচারে যান তিনি । স্থানীয় এক বাসিন্দার বাড়িতে রাত কাটান।
প্রচারের ফাঁকে তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে ওই আসনে 86 হাজারেরও বেশি ভোটে BJP এগিয়ে ছিল । শিলিগুড়িতেও এগিয়ে ছিল BJP। তবে সেই দাপট এবার কেটেছে । এখন ঝকঝকে আকাশ । কাঞ্চনজঙ্গা স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি । মানুষ চাইলে আসন্ন পৌরনির্বাচনে ভোট দেবেন । তাতে অন্তত 30টির বেশি আসন নিয়ে শিলিগুড়ি পৌরনিগমে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস ।