ETV Bharat / city

শিলিগুড়িতে দু’টি পৃথক অভিযানে 25 লাখ টাকার গাঁজা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার

শিলিগুড়ির ফুলবাড়িতে দু’টি ভিন্ন অভিযানে 120 কেজি গাঁজা সহ তিনজন এবং আগ্নেয়াস্ত্র-সহ 1 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ ৷ প্রথম ঘটনায় উদ্ধরা হওয়া গাঁজার বাজার মূল্য 25 লাখ টাকা ৷

in-two-separate-case-siliguri-commissionerate-police-recover-120-kg-cannabis-and-one-fire-arms-in-phulbari
শিলিগুড়িতে দু’টি পৃথক অভিযানে উদ্ধার 25 লাখ টাকার গাঁজা এবং আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Jun 17, 2021, 4:12 PM IST

শিলিগুড়ি, 17 জুন : চব্বিশ ঘণ্টার মধ্যে জোড়া সাফল্য শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের । দু’টি পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ । সূত্রের খবর, প্রথম অভিযানে বুধবার রাতে প্রায় 25 লাখ টাকার গাঁজা সহ তিন জনকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ । উদ্ধার করা হয়েছে 120 কেজি গাঁজা । অন্য আরেকটি ঘটনায় শিলিগুড়ি কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ফুলবাড়ির ভালবাসা মোড় থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ৷

গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি কমিশনারেটের এনজেপি থানার পুলিশ ফুলবাড়ি এলাকায় একটি অভিযান চালায় ৷ পুলিশের কাছে খবর ছিল, বিপুল পরিমাণ গাঁজা ভিনরাজ্যে পাচার করে হচ্ছে ৷ সেই মতো বুধবার রাতের অভিযানে দু’টি গাড়িকে আটকায় পুলিশ ৷ তল্লাশি চালাতে গাড়ির মধ্যে থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় ৷ তৎক্ষণাৎ গাড়ি দু’টির সঙ্গে থাকা 3 জনকে গ্রেফতার করা হয় ৷ সেই সঙ্গে মাদক সহ গাড়ি দু’টিকে বাজেয়াপ্ত করে পুলিশ ৷ জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 120 কেজি ৷ যার বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা ৷ 120 কেজি গাঁজা বিহারে পাচার করা হচ্ছিল ৷ ধৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ ধৃতেরা হল কোতয়ালির বাসিন্দা চন্দন রায়, গেদিপাড়ার বাসিন্দা শম্ভু রায় এবং মোহিতনগরের বাসিন্দা স্বপন রায় ৷

in-two-separate-case-siliguri-commissionerate-police-recover-120-kg-cannabis-and-one-fire-arms-in-phulbari
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুষ্কৃতী

আরও পড়ুন : মালদায় পিকআপ ভ্যানে উদ্ধার 10 লাখের ব্রাউন সুগার

অন্যদিকে, শিলিগুড়ি কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করেছে ৷ সূত্রের খবর, ধৃত দুষ্কৃতীর নাম দানেশ মহম্মদ ৷ সে উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা ৷ শিলিগুড়ির ফুলবাড়ির ভালবাসা মোড় থেকে দানেশকে গ্রেফতার করা হয়েছে ৷ দানেশ মহম্মদের কাছ থেকে একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও দু’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ৷ আগ্নেয়াস্ত্রটি কোন অপরাধের জন্য ব্যবহার করার পরিকল্পনা ছিল দানেশের তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি আর কেউ তার সঙ্গে রয়েছে কি না,তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন : ঘোলায় কয়েক কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার 2

শিলিগুড়ি, 17 জুন : চব্বিশ ঘণ্টার মধ্যে জোড়া সাফল্য শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের । দু’টি পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ । সূত্রের খবর, প্রথম অভিযানে বুধবার রাতে প্রায় 25 লাখ টাকার গাঁজা সহ তিন জনকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ । উদ্ধার করা হয়েছে 120 কেজি গাঁজা । অন্য আরেকটি ঘটনায় শিলিগুড়ি কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ফুলবাড়ির ভালবাসা মোড় থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ৷

গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি কমিশনারেটের এনজেপি থানার পুলিশ ফুলবাড়ি এলাকায় একটি অভিযান চালায় ৷ পুলিশের কাছে খবর ছিল, বিপুল পরিমাণ গাঁজা ভিনরাজ্যে পাচার করে হচ্ছে ৷ সেই মতো বুধবার রাতের অভিযানে দু’টি গাড়িকে আটকায় পুলিশ ৷ তল্লাশি চালাতে গাড়ির মধ্যে থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় ৷ তৎক্ষণাৎ গাড়ি দু’টির সঙ্গে থাকা 3 জনকে গ্রেফতার করা হয় ৷ সেই সঙ্গে মাদক সহ গাড়ি দু’টিকে বাজেয়াপ্ত করে পুলিশ ৷ জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 120 কেজি ৷ যার বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা ৷ 120 কেজি গাঁজা বিহারে পাচার করা হচ্ছিল ৷ ধৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ ধৃতেরা হল কোতয়ালির বাসিন্দা চন্দন রায়, গেদিপাড়ার বাসিন্দা শম্ভু রায় এবং মোহিতনগরের বাসিন্দা স্বপন রায় ৷

in-two-separate-case-siliguri-commissionerate-police-recover-120-kg-cannabis-and-one-fire-arms-in-phulbari
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুষ্কৃতী

আরও পড়ুন : মালদায় পিকআপ ভ্যানে উদ্ধার 10 লাখের ব্রাউন সুগার

অন্যদিকে, শিলিগুড়ি কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করেছে ৷ সূত্রের খবর, ধৃত দুষ্কৃতীর নাম দানেশ মহম্মদ ৷ সে উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা ৷ শিলিগুড়ির ফুলবাড়ির ভালবাসা মোড় থেকে দানেশকে গ্রেফতার করা হয়েছে ৷ দানেশ মহম্মদের কাছ থেকে একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও দু’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ৷ আগ্নেয়াস্ত্রটি কোন অপরাধের জন্য ব্যবহার করার পরিকল্পনা ছিল দানেশের তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি আর কেউ তার সঙ্গে রয়েছে কি না,তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন : ঘোলায় কয়েক কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার 2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.