ETV Bharat / city

রাজ্যপালের সমালোচনা করেও তৃণমূলকে আক্রমণ অশোকের - রাজ্যপাল জগদীপ ধনকর

শিলিগুড়িতে বাম পরিচালিত পৌরনিগমের নানা কাজে হস্তক্ষেপ করছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (SJDA) ও তৃণমূল সরকার । চেষ্টা হচ্ছে সমান্তরাল প্রশাসন চালানোর । আবার, তারাই অভিযোগ করছেন, রাজ্যপাল রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করছেন, তা কাম্য নয় । রাজ্যপালের প্রসঙ্গ টেনে তৃণমূলের সমালোচনা করলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য ।

অশোক ভট্টাচার্য
author img

By

Published : Nov 19, 2019, 3:24 PM IST

Updated : Nov 19, 2019, 3:33 PM IST

শিলিগুড়ি, 19 নভেম্বর : রাজ্যপাল নিজের এক্তিয়ারের বাইরে বেরিয়ে সরকারের কাজে হস্তক্ষেপ করছেন । তা তিনি পারেন না । তৃণমূলের সুরে সুর মিলিয়ে বললেন CPI(M) নেতা তথা শিলিগুড়ি মেয়র অশোক ভট্টাচার্য । একই পন্থায় রাজ্য সরকার, স্বয়ংশাসিত সংস্থাগুলো শিলিগুড়ি পৌরনিগমের কাজে হস্তক্ষেপ করছে বলেও তৃণমূলের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি ।

শিলিগুড়িতে ফুলেশ্বরী নদী সাফাই অভিযান নামে শিলিগুড়ি পৌরনিগম । সাফাই কর্মীদের সঙ্গে নদীতে নেমে সাফাই কাজে হাত লাগান স্থানীয় কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী । কাজ পরিদর্শনে যান মেয়র অশোক ভট্টাচার্য । তিনি বলেন "ডেঙ্গি মোকাবিলায় এবং নদীকে দূষণমুক্ত করতেই এই অভিযান । তবে এই পন্থায় স্থায়ী সমাধান মিলবে না । প্রয়োজন মহানন্দা আকশন প্ল্যানের কাজ সম্পূর্ণ করা । কিন্তু সেই কাজ করছে না শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (SJDA)। কাজ শুরু হলেও নানা দুর্নীতির অভিযোগ ওঠার পর কাজ বন্ধ হয়ে যায় । তিনি বলেন "ভোটের রাজনীতি করছে SJDA। ভোটের রাজনীতি ও সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা হচ্ছে । তাই কাজের কাজ কিছুই হচ্ছে না । তৃণমূল শিবির অভিযোগ করছে রাজ্যপাল তাদের কাজে হস্তক্ষেপ করছেন । ঠিক, রাজ্যপাল তা পারেন না । কিন্তু শিলিগুড়িতে বাম পরিচালিত পৌরনিগমের নানা কাজেও হস্তক্ষেপ করছে SJDA এবং তৃণমূল সরকার । চেষ্টা হচ্ছে সমান্তরাল প্রশাসন চালানোর । তারা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করছে, অথচ, এখানে এই চেষ্টা চালাচ্ছে তা কাম্য নয় ।"

দেখুন ভিডিয়ো...

প্রসঙ্গত, রাজ্যপালের ভূমিকা নিয়ে গত কয়েকদিন ধরে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল শিবির । দিল্লিতে নালিশ জানিয়েছে তারা । যদিও গতকাল শিলিগুড়ি সফরে এসে রাজ্যপাল নিজে সব অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ।

শিলিগুড়ি, 19 নভেম্বর : রাজ্যপাল নিজের এক্তিয়ারের বাইরে বেরিয়ে সরকারের কাজে হস্তক্ষেপ করছেন । তা তিনি পারেন না । তৃণমূলের সুরে সুর মিলিয়ে বললেন CPI(M) নেতা তথা শিলিগুড়ি মেয়র অশোক ভট্টাচার্য । একই পন্থায় রাজ্য সরকার, স্বয়ংশাসিত সংস্থাগুলো শিলিগুড়ি পৌরনিগমের কাজে হস্তক্ষেপ করছে বলেও তৃণমূলের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি ।

শিলিগুড়িতে ফুলেশ্বরী নদী সাফাই অভিযান নামে শিলিগুড়ি পৌরনিগম । সাফাই কর্মীদের সঙ্গে নদীতে নেমে সাফাই কাজে হাত লাগান স্থানীয় কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী । কাজ পরিদর্শনে যান মেয়র অশোক ভট্টাচার্য । তিনি বলেন "ডেঙ্গি মোকাবিলায় এবং নদীকে দূষণমুক্ত করতেই এই অভিযান । তবে এই পন্থায় স্থায়ী সমাধান মিলবে না । প্রয়োজন মহানন্দা আকশন প্ল্যানের কাজ সম্পূর্ণ করা । কিন্তু সেই কাজ করছে না শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (SJDA)। কাজ শুরু হলেও নানা দুর্নীতির অভিযোগ ওঠার পর কাজ বন্ধ হয়ে যায় । তিনি বলেন "ভোটের রাজনীতি করছে SJDA। ভোটের রাজনীতি ও সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা হচ্ছে । তাই কাজের কাজ কিছুই হচ্ছে না । তৃণমূল শিবির অভিযোগ করছে রাজ্যপাল তাদের কাজে হস্তক্ষেপ করছেন । ঠিক, রাজ্যপাল তা পারেন না । কিন্তু শিলিগুড়িতে বাম পরিচালিত পৌরনিগমের নানা কাজেও হস্তক্ষেপ করছে SJDA এবং তৃণমূল সরকার । চেষ্টা হচ্ছে সমান্তরাল প্রশাসন চালানোর । তারা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করছে, অথচ, এখানে এই চেষ্টা চালাচ্ছে তা কাম্য নয় ।"

দেখুন ভিডিয়ো...

প্রসঙ্গত, রাজ্যপালের ভূমিকা নিয়ে গত কয়েকদিন ধরে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল শিবির । দিল্লিতে নালিশ জানিয়েছে তারা । যদিও গতকাল শিলিগুড়ি সফরে এসে রাজ্যপাল নিজে সব অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ।

Intro:রাজ্যপাল নিজের এক্তিয়ারের বাইরে বেরিয়ে সরকারের কাজে হস্তক্ষেপ করছেন। তা তিনি পারেন না। তৃণমূলের অভিযোগের সুরে সুর মিলিয়ে বললেন সিপিএম নেতা ও মেয়র অশোক ভট্টাচার্য। তবে তার অভিযোগ, একই পন্থায় রাজ্য সরকার এবং স্ব-শাসিত সংস্থাগুলো শিলিগুড়িতে পৌরনিগমের কাজে হস্তক্ষেপ করছে। চেষ্টা হচ্ছে ভোটের রাজনীতি ও সমান্তরাল প্রশাসন চালানোর।


Body:এদিন শিলিগুড়িতে ফুলেশ্বরী নদী সাফাই অভিযান নামে শিলিগুড়ি পৌর নিগম। স্থানীয় কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী এবং সাফাই কর্মীরা নদীতে নেমে নদী সাফাই করেন। কাজ পরিদর্শনে গিয়ে মেয়র অশোক ভট্টাচার্য বলেন ডেঙ্গু মোকাবিলায় এবং নদীকে দূষণমুক্ত করতেই এই অভিযান। তবে এই পন্থায় স্থায়ী সমাধান মিলবে না। প্রয়োজন মহানন্দা আকশন প্ল্যানের কাজ সম্পূর্ণ করা। কিন্তু সেই কাজ করছে না এসজেডিএ। এর আগে কাজ শুরু হলেও নানা দুর্নীতির অভিযোগ ওঠার পর কাজ মুখ থুবরে পড়েছে।
তিনি বলেন ভোটের রাজনীতি করছে এসজেডিএ। তাই কাজের কাজ কিছুই হচ্ছেনা। তৃণমূল শিবির অভিযোগ করছে রাজ্যপাল তাদের কাজে হস্তক্ষেপ করছেন। ঠিকই, তা তিনি পারেন না। কিন্তু শিলিগুড়িতে বাম পরিচালিত পৌরসভার নানা কাজেও হস্তক্ষেপ করছে স্বশাসিত সংস্থা এসজেডিএ এবং রাজ্য সরকার। চেষ্টা হচ্ছে সমান্তরাল প্রশাসন চালানোর। তারা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করছে, এদিকে আবার এখানে এই চেষ্টা চালাচ্ছে তা কাম্য নয়।
প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যালের ভূমিকা নিয়ে গত কদিন ধরেই প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল শিবির। দিল্লিতে এ নিয়ে নালিসও জানিয়েছে তারা। যদিও গতকালই শিলিগুড়ি সফরে এসে রাজ্যপাল নিজে সেসব অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।


Conclusion:
Last Updated : Nov 19, 2019, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.