শিলিগুড়ি, 19 নভেম্বর : রাজ্যপাল নিজের এক্তিয়ারের বাইরে বেরিয়ে সরকারের কাজে হস্তক্ষেপ করছেন । তা তিনি পারেন না । তৃণমূলের সুরে সুর মিলিয়ে বললেন CPI(M) নেতা তথা শিলিগুড়ি মেয়র অশোক ভট্টাচার্য । একই পন্থায় রাজ্য সরকার, স্বয়ংশাসিত সংস্থাগুলো শিলিগুড়ি পৌরনিগমের কাজে হস্তক্ষেপ করছে বলেও তৃণমূলের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি ।
শিলিগুড়িতে ফুলেশ্বরী নদী সাফাই অভিযান নামে শিলিগুড়ি পৌরনিগম । সাফাই কর্মীদের সঙ্গে নদীতে নেমে সাফাই কাজে হাত লাগান স্থানীয় কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী । কাজ পরিদর্শনে যান মেয়র অশোক ভট্টাচার্য । তিনি বলেন "ডেঙ্গি মোকাবিলায় এবং নদীকে দূষণমুক্ত করতেই এই অভিযান । তবে এই পন্থায় স্থায়ী সমাধান মিলবে না । প্রয়োজন মহানন্দা আকশন প্ল্যানের কাজ সম্পূর্ণ করা । কিন্তু সেই কাজ করছে না শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (SJDA)। কাজ শুরু হলেও নানা দুর্নীতির অভিযোগ ওঠার পর কাজ বন্ধ হয়ে যায় । তিনি বলেন "ভোটের রাজনীতি করছে SJDA। ভোটের রাজনীতি ও সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা হচ্ছে । তাই কাজের কাজ কিছুই হচ্ছে না । তৃণমূল শিবির অভিযোগ করছে রাজ্যপাল তাদের কাজে হস্তক্ষেপ করছেন । ঠিক, রাজ্যপাল তা পারেন না । কিন্তু শিলিগুড়িতে বাম পরিচালিত পৌরনিগমের নানা কাজেও হস্তক্ষেপ করছে SJDA এবং তৃণমূল সরকার । চেষ্টা হচ্ছে সমান্তরাল প্রশাসন চালানোর । তারা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করছে, অথচ, এখানে এই চেষ্টা চালাচ্ছে তা কাম্য নয় ।"
প্রসঙ্গত, রাজ্যপালের ভূমিকা নিয়ে গত কয়েকদিন ধরে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল শিবির । দিল্লিতে নালিশ জানিয়েছে তারা । যদিও গতকাল শিলিগুড়ি সফরে এসে রাজ্যপাল নিজে সব অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ।