ETV Bharat / city

গাড়ির নিচে লুকোনো ছিল 10 কোটির সোনা, গ্রেপ্তার 2 - শিলিগুড়িতে সোনা উদ্ধার সংক্রান্ত খবর

শিলিগুড়িতে একটি গাড়ির এক্সেলের সঙ্গে কাপড়ে মোড়া প্রায় 25 কেজি 766 গ্রাম সোনা উদ্ধার হল ৷ সেই সোনার বাজারমূল্য প্রায় 10 কোটি টাকা ৷ গ্রেপ্তার 2 ৷

গাড়ির এক্সেল থেকে উদ্ধার সোনা
author img

By

Published : Nov 12, 2019, 6:06 PM IST

শিলিগুড়ি, 12 নভেম্বর : নয়া কায়দায় সোনা পাচার করতে গিয়েও শেষ রক্ষা হল না । ধরা পড়ে গেল পাচারকারীরা ৷ সোনা পাচারের আগেই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের হাতে ধরা পড়ল দুই পাচারকারী ৷ গাড়ির চাকার এক্সেল থেকে উদ্ধার হল প্রায় 10 কোটি টাকার সোনা ।

মায়ানমার থেকে মণিপুরের দুই বাসিন্দা প্রায় 25 কেজি 766 গ্রাম সোনা নিয়ে সড়কপথে শিলিগুড়ির উদ্দেশে রওনা দিয়েছে বলে গোয়েন্দারা খবর পান । শিলিগুড়িতে কোনও এক ব্যবসায়ীর হাতে তুলে দেওয়ার কথা ছিল ওই সোনা ৷ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে অভিযান চালান গোয়েন্দারা ৷ দার্জিলিং মোড় এলাকায় গাড়িটি দাঁড় করিয়ে চালক ও আরোহীকে জেরা করেন তারা ৷ এরপর গোয়েন্দারা গাড়ির নিচে চাকার এক্সেলের সঙ্গে কাপড় দিয়ে বাঁধা সোনা উদ্ধার করেন । গ্রেপ্তার করা হয় দু'জনকে ৷ তাদের নাম মহম্মদ ফিরোজ ও আমির খান ।

আজ দুপুরে ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । ধৃতদের একদিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

সরকার পক্ষের আইনজীবী ত্রিদীপ সাহা বলেন, " মায়ানমার সীমান্ত হয়ে বিদেশি সোনা শিলিগুড়ি নিয়ে আসা হচ্ছিল । সেই সোনার শিলিগুড়িতেই হাতবদলের কথা ছিল । তবে, কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের তৎপরতায় উদ্ধার হল সোনা । ধৃতদের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।"

শিলিগুড়ি, 12 নভেম্বর : নয়া কায়দায় সোনা পাচার করতে গিয়েও শেষ রক্ষা হল না । ধরা পড়ে গেল পাচারকারীরা ৷ সোনা পাচারের আগেই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের হাতে ধরা পড়ল দুই পাচারকারী ৷ গাড়ির চাকার এক্সেল থেকে উদ্ধার হল প্রায় 10 কোটি টাকার সোনা ।

মায়ানমার থেকে মণিপুরের দুই বাসিন্দা প্রায় 25 কেজি 766 গ্রাম সোনা নিয়ে সড়কপথে শিলিগুড়ির উদ্দেশে রওনা দিয়েছে বলে গোয়েন্দারা খবর পান । শিলিগুড়িতে কোনও এক ব্যবসায়ীর হাতে তুলে দেওয়ার কথা ছিল ওই সোনা ৷ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে অভিযান চালান গোয়েন্দারা ৷ দার্জিলিং মোড় এলাকায় গাড়িটি দাঁড় করিয়ে চালক ও আরোহীকে জেরা করেন তারা ৷ এরপর গোয়েন্দারা গাড়ির নিচে চাকার এক্সেলের সঙ্গে কাপড় দিয়ে বাঁধা সোনা উদ্ধার করেন । গ্রেপ্তার করা হয় দু'জনকে ৷ তাদের নাম মহম্মদ ফিরোজ ও আমির খান ।

আজ দুপুরে ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । ধৃতদের একদিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

সরকার পক্ষের আইনজীবী ত্রিদীপ সাহা বলেন, " মায়ানমার সীমান্ত হয়ে বিদেশি সোনা শিলিগুড়ি নিয়ে আসা হচ্ছিল । সেই সোনার শিলিগুড়িতেই হাতবদলের কথা ছিল । তবে, কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের তৎপরতায় উদ্ধার হল সোনা । ধৃতদের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।"

Intro:গাড়ির নিচে এক্সেলে লুকোন ১০ কোটির সোনা; পাচারের আগেই উদ্ধার, গ্রেপ্তার দুই

শিলিগুড়ি, ১১ নভেম্বর: সোনা পাচারে নয়া পন্থা অবলম্বন করেও সাফল্য অধরা। পাচারের আগেই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের হাতে ধরা পড়ল দুই পাচারকারী। উদ্ধার হল প্রায় ১০ কোটির সোনা।




Body:গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, মায়ানমার থেকে প্রায় ২৫ কেজি ৭৬৬ গ্রাম সোনা নিয়ে মনিপুরের দুই বাসিন্দা সড়কপথে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানেই কোন ব্যবসায়ীর হাতে তুলে দেওয়ার কথা ছিল তাদের। গোপন সূত্র মারফৎ বিষয়টি জানতে পেরেই গতকাল গভীর রাতে দার্জিলিং মোড় এলাকায় ওৎ পেতে বসেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের অধকারীকেরা। নির্দিষ্ট নম্বরের গাড়ি দাঁড় করিয়ে চালক ও আরোহীকে জিঞ্জাসাবাদ চালান আধিকারিকেরা। জিঞ্জাসাবাদেই ধৃতরা জানান, গাড়ির পেছনের চাকার এক্সেলের সঙ্গে কাপড় দিয়ে মোড়া রয়েছে। এরপরেই তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সোনা। পাশাপাশি ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল মহম্মদ ফিরোজ ও আমির খান।

আজ দুপুরে তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।


Conclusion:এবিষয়ে সরকার পক্ষের আইনজীবী ত্রিদীপ সাহা বলেন, মায়ানমার সীমান্ত হয়ে বিদেশি মার্কিং সোনা শিলিগুড়ি নিয়ে আসা হচ্ছিল। সেগুলি শিলিগুড়িতেই হাতবদলের কথা ছিল। তবে, কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের তৎপরতায় উদ্ধার হল সোনা। ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.