ETV Bharat / city

পুরবাসিন্দাদের জন্য মিউটেশন ফি অর্ধেক করে দিলেন গৌতম দেব

অধিবেশনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান গৌতম দেব সহ সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী, বিবেক বৈদ্য, পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া ও অন্যান্য পুর আধিকারিকরা । মিউটেশন ফি অর্ধেক করার পাশাপাশি শিলিগুড়ি পুর এলাকার 'সবার জন্য ঘর প্রকল্প' এবং স্বচ্ছ শিলিগুড়ি গড়তে শৌচাগার নির্মাণে অনিয়মের তদন্ত করতে বিশেষ তদন্ত কমিটি গঠন করল প্রশাসক বোর্ড ।

author img

By

Published : Jun 1, 2021, 7:11 PM IST

শহরবাসীর জন্য মিউটেশন ফি অর্ধেক করে দিলেন গৌতম দেব
শহরবাসীর জন্য মিউটেশন ফি অর্ধেক করে দিলেন গৌতম দেব

শিলিগুড়ি, 1 জুন : শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডে বসেই শহরবাসীর জন্য মিউটেশন ফি অর্ধেক করে দিলেন বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব । এর আগে বাম পরিচালিত পুরো বোর্ড মিউটেশন ফি হিসাবে 2% করে কর ধার্য করেছিল । কিন্তু পুর আইনে মিউটেশন ফি হিসেবে 2% করে নেওয়া যায় না । আর সেই কারণেই মিউটেশন ফি কমিয়ে অর্ধেক করে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসক বোর্ড ।

সোমবার শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের দ্বিতীয় মাসিক অধিবেশন আয়োজিত হয় । অধিবেশনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান গৌতম দেব সহ সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী, বিবেক বৈদ্য, পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া ও অন্যান্য পুর আধিকারিকরা । মিউটেশন ফি অর্ধেক করার পাশাপাশি শিলিগুড়ি পুর এলাকার 'সবার জন্য ঘর প্রকল্প' এবং স্বচ্ছ শিলিগুড়ি গড়তে শৌচাগার নির্মাণে অনিয়মের তদন্ত করতে বিশেষ তদন্ত কমিটি গঠন করল প্রশাসক বোর্ড । এছাড়াও এদিনের মাসিক অধিবেশনে শিলিগুড়ি পৌরনিগমের শূন্যপদে কর্মী নিয়োগ এবং প্রত্যেক বোরোতে অফিসার নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । পাশাপাশি শিলিগুড়ি পুর এলাকার তিনটি রাস্তাকে পূর্ত দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন গৌতম দেব ।

অধিবেশনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান গৌতম দেব

আরও পড়ুন : শিলিগুড়িতে চালু হল ফিল্ড হাসপাতাল

মাসিক অধিবেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, "সবার জন্য ঘর প্রকল্প এবং সবার জন্য শৌচাগার নির্মাণ প্রকল্পে যে পরিমাণ আবেদন জমা পড়েছিল এবং যে পরিমাণ আবেদন পাশ হয়েছিল, সেই পরিমাণ শৌচাগার এবং ঘর নির্মাণ হয়নি । যে পরিমাণ টাকা এসেছে সেই পরিমাণ টাকা ব্যবহার করা হয়নি কেন, সে বিষয়টি দেখতে ওই দুই প্রকল্পের জন্য তদন্ত কমিটি তৈরি করা হয়েছে । এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চেয়ারম্যান করে ওই তদন্ত কমিটিগুলি তৈরি করা হয়েছে। "

শিলিগুড়ি, 1 জুন : শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডে বসেই শহরবাসীর জন্য মিউটেশন ফি অর্ধেক করে দিলেন বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব । এর আগে বাম পরিচালিত পুরো বোর্ড মিউটেশন ফি হিসাবে 2% করে কর ধার্য করেছিল । কিন্তু পুর আইনে মিউটেশন ফি হিসেবে 2% করে নেওয়া যায় না । আর সেই কারণেই মিউটেশন ফি কমিয়ে অর্ধেক করে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসক বোর্ড ।

সোমবার শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের দ্বিতীয় মাসিক অধিবেশন আয়োজিত হয় । অধিবেশনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান গৌতম দেব সহ সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী, বিবেক বৈদ্য, পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া ও অন্যান্য পুর আধিকারিকরা । মিউটেশন ফি অর্ধেক করার পাশাপাশি শিলিগুড়ি পুর এলাকার 'সবার জন্য ঘর প্রকল্প' এবং স্বচ্ছ শিলিগুড়ি গড়তে শৌচাগার নির্মাণে অনিয়মের তদন্ত করতে বিশেষ তদন্ত কমিটি গঠন করল প্রশাসক বোর্ড । এছাড়াও এদিনের মাসিক অধিবেশনে শিলিগুড়ি পৌরনিগমের শূন্যপদে কর্মী নিয়োগ এবং প্রত্যেক বোরোতে অফিসার নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । পাশাপাশি শিলিগুড়ি পুর এলাকার তিনটি রাস্তাকে পূর্ত দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন গৌতম দেব ।

অধিবেশনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান গৌতম দেব

আরও পড়ুন : শিলিগুড়িতে চালু হল ফিল্ড হাসপাতাল

মাসিক অধিবেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, "সবার জন্য ঘর প্রকল্প এবং সবার জন্য শৌচাগার নির্মাণ প্রকল্পে যে পরিমাণ আবেদন জমা পড়েছিল এবং যে পরিমাণ আবেদন পাশ হয়েছিল, সেই পরিমাণ শৌচাগার এবং ঘর নির্মাণ হয়নি । যে পরিমাণ টাকা এসেছে সেই পরিমাণ টাকা ব্যবহার করা হয়নি কেন, সে বিষয়টি দেখতে ওই দুই প্রকল্পের জন্য তদন্ত কমিটি তৈরি করা হয়েছে । এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চেয়ারম্যান করে ওই তদন্ত কমিটিগুলি তৈরি করা হয়েছে। "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.