শিলিগুড়ি, 8 ডিসেম্বর : গতকাল রাতেই শিলিগুড়িতে আনা হয় অভিজিৎ রায় চৌধুরির মৃতদেহ ৷ তিনি BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন । তাঁকে শেষ শ্রদ্ধা জানান BJP নেতা মুকুল রায় এবং দার্জিলিং-এর সাংসদ রাজু সিং বিস্তা ৷ অভিজিতের দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা ৷
দ্বিতীয়বারের জন্য BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন অভিজিৎ । ঠিক ছিল গতকাল বিকেলে শিলিগুড়ি পৌঁছানোর পর তাঁকে জেলা কার্যালয়ে দলীয় কর্মীরা সম্বর্ধনা দেবেন ৷ সেই মতো চলছিল প্রস্তুতি ৷ কিন্তু গতকাল ভোরে কর্মী-সমর্থকদের কাছে পৌঁছায় দুঃসংবাদ ৷ কলকাতা থেকে ফেরার পথে বহরমপুরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অভিজিতের ৷ খবর পেয়েই বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন দলীয় কর্মী-সমর্থকরা ৷ গতকাল সন্ধ্যেয় তাঁর বাড়িতে যান শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য, পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ৷ রাতের দিকে যান BJP নেতা মুকুল রায় এবং সাংসদ রাজু সিং বিস্তা ৷
গতকাল রাতে অভিজিৎ-এর মৃতদেহ শিলিগুড়ি আনা হয় । দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী ৷ বলেন, "বাড়িতে মাংস রান্না করা আছে ৷ তুমি খাবে না ?" চোখের কোণে জল নিয়ে নিজেদের প্রিয় নেতাকে বিদায় জানান দলীয় কর্মী-সমর্থকরা ৷ শেষ শ্রদ্ধা জানান সেখানে উপস্থিত অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ৷ শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশানঘাটে অভিজিতের শেষকৃত্য সম্পন্ন হয় ৷