ETV Bharat / city

করোনার চিকিৎসার দাবিতে শিলিগুড়ি পৌরনিগমে প্রাক্তন বাম কো-অর্ডিনেটরদের বিক্ষোভ

author img

By

Published : Apr 21, 2021, 7:49 PM IST

বিক্ষোভকারী প্রাক্তন বাম কো-অর্ডিনেটরদের অভিযোগ করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে জন সচেতনার কোনও উদ্যোগ নিচ্ছে না শিলিগুড়ি পৌরনিগম ৷ তার প্রতিবাদে শিলিগুড়ি পৌরনিগমের বাইরে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷

Former Left Co-ordinators protest in Siliguri Municipality demanding corona treatment
করোনার চিকিৎসার দাবিতে শিলিগুড়ি পৌরনিগমে প্রাক্তন বাম কো-অর্ডিনেটরদের বিক্ষোভ

শিলিগুড়ি, 21 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে জন সচেতনার কোনও উদ্যোগ নিচ্ছে না শিলিগুড়ি পৌরনিগম ৷ আর সেই অভিযোগে এবার শিলিগুড়ি পৌরনিগমের বাইরে বিক্ষোভ দেখালেন প্রশাসক বোর্ডের প্রাক্তন সদস্য ও ওয়ার্ড কো-অর্ডিনেটরদের একাংশ ৷ তাঁদের অভিযোগ প্রথমবার করোনার সংক্রমণের সময় জন সচেতনতায় স্যানিটাইজ়েশন, সেফ হোম তৈরি, রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছিল শিলিগুড়ি পৌরনিগম ৷ কিন্তু, দ্বিতীয় সংক্রমণে এ নিয়ে কোনও ব্যবস্থাই নেয়নি পৌর প্রশসাক মণ্ডলী ৷

আরও পড়ুন : রাজ্যগুলির জন্য কোভিশিল্ড ভ্যাকসিনের প্রতি ডোজ় 400 টাকা, কিনতে পারবে বেসরকারি হাসপাতালও

বিক্ষোভকারী প্রাক্তন বাম কো-অর্ডিনেটরদের অভিযোগ এতে করোনা সংক্রমিত রোগীরা সবথেকে বেশি সমস্যায় পড়ছেন ৷ সেজন্য এদিন বাম কো-অর্ডিনেটর, প্রাক্তন বাম প্রশাসক বোর্ডের সদস্য দিলীপ সিং, কমল আগরওয়াল, জয় চক্রবর্তী সহ অন্যান্যরা শিলিগুড়ি পৌরনিগমে বিক্ষোভ দেখিয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন ৷ দিলীপ সিং দাবি জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতরকে ফের শহরের দুটি নার্সিংহোম অধিগ্রহণ করতে হবে । পাশাপাশি করোনার পরীক্ষা বাড়াতে হবে । এছাড়া সংক্রমিত রোগীদের পৌরনিগমের তরফে আগের মতো চিকিৎসার ব্যবস্থা করতে হবে ।

শিলিগুড়ি, 21 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে জন সচেতনার কোনও উদ্যোগ নিচ্ছে না শিলিগুড়ি পৌরনিগম ৷ আর সেই অভিযোগে এবার শিলিগুড়ি পৌরনিগমের বাইরে বিক্ষোভ দেখালেন প্রশাসক বোর্ডের প্রাক্তন সদস্য ও ওয়ার্ড কো-অর্ডিনেটরদের একাংশ ৷ তাঁদের অভিযোগ প্রথমবার করোনার সংক্রমণের সময় জন সচেতনতায় স্যানিটাইজ়েশন, সেফ হোম তৈরি, রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছিল শিলিগুড়ি পৌরনিগম ৷ কিন্তু, দ্বিতীয় সংক্রমণে এ নিয়ে কোনও ব্যবস্থাই নেয়নি পৌর প্রশসাক মণ্ডলী ৷

আরও পড়ুন : রাজ্যগুলির জন্য কোভিশিল্ড ভ্যাকসিনের প্রতি ডোজ় 400 টাকা, কিনতে পারবে বেসরকারি হাসপাতালও

বিক্ষোভকারী প্রাক্তন বাম কো-অর্ডিনেটরদের অভিযোগ এতে করোনা সংক্রমিত রোগীরা সবথেকে বেশি সমস্যায় পড়ছেন ৷ সেজন্য এদিন বাম কো-অর্ডিনেটর, প্রাক্তন বাম প্রশাসক বোর্ডের সদস্য দিলীপ সিং, কমল আগরওয়াল, জয় চক্রবর্তী সহ অন্যান্যরা শিলিগুড়ি পৌরনিগমে বিক্ষোভ দেখিয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন ৷ দিলীপ সিং দাবি জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতরকে ফের শহরের দুটি নার্সিংহোম অধিগ্রহণ করতে হবে । পাশাপাশি করোনার পরীক্ষা বাড়াতে হবে । এছাড়া সংক্রমিত রোগীদের পৌরনিগমের তরফে আগের মতো চিকিৎসার ব্যবস্থা করতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.