শিলিগুড়ি, 9 ডিসেম্বর : কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায় সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ ৷ উত্তরকন্যা অভিযানে হিংসা ছড়ানো ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷
আরও পড়ুন : কাঁদানে গ্যাস, জলকামান ; উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার
সোমবার উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় শিলিগুড়ির ফুলবাড়ি ও জলপাইগুড়ি মোড় এলাকা ৷ অভিযোগ, অভিযানের নামে পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ ট্রাফিক বুথে ভাঙচুর চালানো হয় ৷ রাস্তা আটকে অবরোধ করা হয় ৷ হিংসা ছড়ানো, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকর্মীদের নিগ্রহ সহ একাধিক অভিযোগে একাধিক জামিন অযোগ্য ধারায় বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ ৷
আরও পড়ুন : শিলিগুড়িতে মৃত বিজেপির কর্মীর ফের ময়নাতদন্তের নির্দেশ
পুলিশ সূত্রে খবর, কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, সৌমিত্র খাঁ, সায়ন্তন বসু এবং যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে । এর পাশাপাশি বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, রাজু বিস্তা, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায়, জন বারলার বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ । আরও পড়ুন : মেয়াদ উত্তীর্ণ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ, অভিযোগ বিজেপির