ETV Bharat / city

পৌরনিগমে গরহাজির অশোক, কাজে যোগ কর্মীদের

মেয়র অনুপস্থিত থাকলেও সরকারি নির্দেশিকার জেরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের কর্মীরা ৷ মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "পৌর পরিষেবা জরুরি পরিষেবা ৷ "

effects of Bandh at Siliguri Municipality Corporation
শিলিগুড়ি পৌরনিগম
author img

By

Published : Jan 8, 2020, 8:19 PM IST

শিলিগুড়ি, 8 জানুয়ারি : শ্রমিক সংগঠনগুলির ডাকা ভারত বনধ সফল করতে শিলিগুড়িতে রাস্তায় নামেন মেয়র অশোক ভট্টাচার্য । দিনভর দলীয় কর্মীদের নিয়ে হিলকার্ট রোডে দাঁড়িয়ে থেকে বনধের পক্ষে প্রচার করতে দেখা যায় তাঁকে ৷ যাননি পৌরনিগমে ৷ যদিও সরকারি নির্দেশিকার জেরে শিলিগুড়ি পৌরনিগমের অধিকাংশ কর্মীই আজ কাজে যোগ দেন ৷

আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক ছন্দে কাজ হল শিলিগুড়ি পৌরনিগমে । নির্ধারিত সময়ে কাজে যোগ দেন কর্মীরা ৷ জন্ম-মৃত্যু নিবন্ধকরণ, ট্রেড লাইসেন্স, পার্কিংসহ বিভিন্ন দপ্তরে স্বাভাবিক নিয়মেই কাজকর্ম চলে ৷ কাজ করলেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অন্য পৌরকর্মচারীরাও ।

দেখুন ভিডিয়ো

খোদ মেয়রকে এই নিয়ে প্রশ্ন করা হলে তাঁর বক্তব্য, "পৌরনিগম স্বাভাবিক রয়েছে, কারণ এটা জরুরি পরিষেবা ৷ জরুরি পরিষেবা কখনও বন্ধ থাকে না ৷ " জানান, বন্ধের কারণে তিনি পৌরনিগমে যাননি ৷ বাম কাউন্সিলরদের কেউই যাননি ৷ বনধ প্রসঙ্গে বলেন, "100 শতাংশ সফল ৷ যে উদ্দেশ্যে ধর্মঘট ডাকা হয়েছিল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে ৷ শ্রমিক শ্রেণি, সাধারণ মানুষ তাঁদের দাবিকে প্রতিষ্ঠিত করেছে ৷ অন্যদিকে BJP এবং তৃণমূল কংগ্রেস ধর্মঘটের বিরোধিতা করতে গিয়ে নিজেদের মুখোশ নিজেরাই খুলে নিয়েছে ৷ "

মেয়র বলেন, সরকারি নির্দেশিকা থাকায় কিছু কর্মী কাজে যোগ দিয়েছেন। যদিও পৌরনিগম সূত্রে জানা গেছে, সেখানকার কর্মচারীদের হাজিরা মোটের উপর সম্পূর্ণ স্বাভাবিক ছিল।

শিলিগুড়ি, 8 জানুয়ারি : শ্রমিক সংগঠনগুলির ডাকা ভারত বনধ সফল করতে শিলিগুড়িতে রাস্তায় নামেন মেয়র অশোক ভট্টাচার্য । দিনভর দলীয় কর্মীদের নিয়ে হিলকার্ট রোডে দাঁড়িয়ে থেকে বনধের পক্ষে প্রচার করতে দেখা যায় তাঁকে ৷ যাননি পৌরনিগমে ৷ যদিও সরকারি নির্দেশিকার জেরে শিলিগুড়ি পৌরনিগমের অধিকাংশ কর্মীই আজ কাজে যোগ দেন ৷

আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক ছন্দে কাজ হল শিলিগুড়ি পৌরনিগমে । নির্ধারিত সময়ে কাজে যোগ দেন কর্মীরা ৷ জন্ম-মৃত্যু নিবন্ধকরণ, ট্রেড লাইসেন্স, পার্কিংসহ বিভিন্ন দপ্তরে স্বাভাবিক নিয়মেই কাজকর্ম চলে ৷ কাজ করলেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অন্য পৌরকর্মচারীরাও ।

দেখুন ভিডিয়ো

খোদ মেয়রকে এই নিয়ে প্রশ্ন করা হলে তাঁর বক্তব্য, "পৌরনিগম স্বাভাবিক রয়েছে, কারণ এটা জরুরি পরিষেবা ৷ জরুরি পরিষেবা কখনও বন্ধ থাকে না ৷ " জানান, বন্ধের কারণে তিনি পৌরনিগমে যাননি ৷ বাম কাউন্সিলরদের কেউই যাননি ৷ বনধ প্রসঙ্গে বলেন, "100 শতাংশ সফল ৷ যে উদ্দেশ্যে ধর্মঘট ডাকা হয়েছিল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে ৷ শ্রমিক শ্রেণি, সাধারণ মানুষ তাঁদের দাবিকে প্রতিষ্ঠিত করেছে ৷ অন্যদিকে BJP এবং তৃণমূল কংগ্রেস ধর্মঘটের বিরোধিতা করতে গিয়ে নিজেদের মুখোশ নিজেরাই খুলে নিয়েছে ৷ "

মেয়র বলেন, সরকারি নির্দেশিকা থাকায় কিছু কর্মী কাজে যোগ দিয়েছেন। যদিও পৌরনিগম সূত্রে জানা গেছে, সেখানকার কর্মচারীদের হাজিরা মোটের উপর সম্পূর্ণ স্বাভাবিক ছিল।

Intro:শিলিগুড়িতে রাস্তায় নেমে বনধ সফল করলেন মেয়র অশোক ভট্টাচার্য। দিনভর দলীয় কর্মীদের নিয়ে হিলকার্ট রোডে দাঁড়িয়ে থেকে বন্ধের পক্ষে প্রচার করলেন তিনি। অনুপস্থিত রইলেন পৌরনিগমেও। তবে নিজের খাস তালুকে সরকারি নির্দেশিকার জেরে পৌরনিগমের কাজে যোগ দিলেন অধিকাংশ কর্মী। সচল রইল শিলিগুড়ি পৌর নিগম।


Body:আর পাঁচটা দিনের মতই স্বাভাবিক ছন্দে কাজ হল শিলিগুড়ি পৌর নিগমে। নির্ধারিত সময়ে কাজে যোগ দিলেন পৌরনিগমের ডান ও বাম ইউনিয়নের সদস্য সমর্থক পৌর কর্মচারীরা। জন্ম মৃত্যু নিবন্ধকরন, ট্রেড লাইসেন্স, পার্কিং সহ বিভিন্ন দপ্তরে কাজ এগুলো স্বাভাবিক নিয়মে। কাজ করলেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অন্য পৌর কর্মচারীরাও।
মেয়র অশোক ভট্টাচার্য জানান বন্ধের কারণে আমি পৌরনিগমের যাইনি। বাম কাউন্সিলরদের কেউ পৌরনিগমের যাননি। তবে সরকারি নির্দেশিকা থাকায় কিছু কর্মী কাজে যোগ দিয়েছেন। যদিও পৌরনিগম সূত্রে জানা গিয়েছে সেখানকার কর্মচারীদের হাজিরা মোটের ওপর সম্পূর্ণ স্বাভাবিক ছিল।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.