শিলিগুড়ি, 18 মার্চ : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে কোরোনা আতঙ্ক । চিন, ইট্যালি, স্পেন ছাড়াও কোরোনা সংক্রমণে এ'দেশে প্রাণ হারিয়েছেন তিন জন । আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণের রাজ্য-সহ পশ্চিমবঙ্গেও ।
এ'বার কোরোনা রুখতে অবিলম্বে প্রাইভেট টিউশন সেন্টারগুলি বন্ধ রাখতে সরকারি হস্তক্ষেপের আর্জি চিকিৎসকদের । ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)-এর তরফে শিলিগুড়িতে মঙ্গলবার এ'কথা জানান চিকিৎসক শেখর চক্রবর্তী ।
IMA-এর তরফে কোরোনা মোকাবিলায় প্রশাসনের ডাকা বৈঠকে চিকিৎসক শেখর চক্রবর্তী, মন্ত্রী গৌতম দেবের কাছে এ'বিষয়ে অনুরোধ করেন । তিনি বলেন, "স্কুল-কলেজ বন্ধ হলেও চলছে প্রাইভেট টিউশন । সেখান থেকেও কোরোনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে । সরকার এই দিকটি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নিক ।"
শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক শেখর চক্রবর্তী আরও বলেন, "বেশি মানুষ একসঙ্গে থাকলে রোগ ছড়ানোর সম্ভাবনাও বেশি । তাই আপাতত প্রাইভেট টিউশন বন্ধ রাখতে শিক্ষকদের নির্দেশ দিক সরকার ।"