ETV Bharat / city

খুলল না বহির্বিভাগ, ইস্তফা দিলেন উত্তরবঙ্গ মেডিকেলের চিকিৎসক - darjeeling

ইস্তফা দিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক নির্মল বেরা । খুলল না বহির্বিভাগ । গাছের তলার রোগী দেখলেন ডাক্তাররা ।

নির্মল বেরা
author img

By

Published : Jun 14, 2019, 11:43 AM IST

শিলিগুড়ি, 14 জুন : NRS-এ জুনিয়র ডাক্তারকে আক্রমণের প্রতিবাদে সামিল হয়েছে গোটা দেশ । প্রতিবাদ চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে । যার জেরে কার্যত স্তব্ধ স্বাস্থ্য পরিষেবা । রাজ্যের অন্যান্য হাসপাতালগুলির মতোই বহির্বিভাগ খুলল না উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । ইস্তফা দিলেন মনোরোগ বিভাগের প্রধান নির্মল বেরা ।

ইস্তফা দিয়ে নির্মলবাবু বলেন, "সরকারের এই অসহিষ্ণু মনোভাব, ডাক্তারদের নিরাপত্তার অভাব, জুনিয়র ডাক্তারদের উপর বর্বরোচিত আক্রমণ । এর পাশাপাশি এখন রাজ্যে স্বাস্থ্য পরিষেবার যে পরিবেশ তাতে কাজ করা যায় না । তাই বিভাগীয় প্রধানের পদ থেকে ইস্তফা দিলাম । ইস্তফা পত্র অধ্যক্ষের কাছে পাঠিয়েছি । "

সরকারের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানিয়ে হাসপাতালের পরিষেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা । যদিও নিজেদের দায়িত্ব থেকে সরে আসেননি তাঁরা । আজ সকাল থেকে গাছতলায় বসে রোগী দেখলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র ডাক্তাররা ।

শিলিগুড়ি, 14 জুন : NRS-এ জুনিয়র ডাক্তারকে আক্রমণের প্রতিবাদে সামিল হয়েছে গোটা দেশ । প্রতিবাদ চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে । যার জেরে কার্যত স্তব্ধ স্বাস্থ্য পরিষেবা । রাজ্যের অন্যান্য হাসপাতালগুলির মতোই বহির্বিভাগ খুলল না উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । ইস্তফা দিলেন মনোরোগ বিভাগের প্রধান নির্মল বেরা ।

ইস্তফা দিয়ে নির্মলবাবু বলেন, "সরকারের এই অসহিষ্ণু মনোভাব, ডাক্তারদের নিরাপত্তার অভাব, জুনিয়র ডাক্তারদের উপর বর্বরোচিত আক্রমণ । এর পাশাপাশি এখন রাজ্যে স্বাস্থ্য পরিষেবার যে পরিবেশ তাতে কাজ করা যায় না । তাই বিভাগীয় প্রধানের পদ থেকে ইস্তফা দিলাম । ইস্তফা পত্র অধ্যক্ষের কাছে পাঠিয়েছি । "

সরকারের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানিয়ে হাসপাতালের পরিষেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা । যদিও নিজেদের দায়িত্ব থেকে সরে আসেননি তাঁরা । আজ সকাল থেকে গাছতলায় বসে রোগী দেখলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র ডাক্তাররা ।

Intro:আজও একই পরিস্থিতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। খুলল না আউটডোর। তবে সরকারের চাপে এদিন গাছতলায় বসে রোগী দেখলেন সিনিয়র চিকিৎসকেরা। সরকারের বিরোধী মনোভাবের জেরে এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ইসতফা দিলেন প্রাক্তন সুপার ও মনোরোগ বিভাগের প্রধান নির্মল বেরা।
অন্যদিকে অবস্থান বিক্ষোভ চালালেন জুনিয়র চিকিত্সকেরা।


Body:।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.