শিলিগুড়ি, 7 অগস্ট: খুঁটিপুজোয় রাজনৈতিক সৌজন্যের বার্তা দিতে গিয়ে কাটল তাল ! শিলিগুড়ির (Siliguri) মেয়র গৌতম দেবের (Goutam Deb) উপস্থিতিতেই মঞ্চ ছাড়লেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Sankar Ghosh) ৷ এ নিয়ে (Siliguri Khuti Puja Controversy) রাজনৈতিক মহলে চর্চা শুরু হলেও মুখে কুলুপ সংশ্লিষ্ট পুজো কমিটির সদস্যদের ৷ প্রকাশ্যে ঘটনা নিয়ে একটি বাক্যও খরচ করেননি মেয়র ৷ একই পথে হাঁটেন বিধায়কও ৷
রবিবার সকালে শিলিগুড়ি পৌরনিগম এলাকার 24 নম্বর ওয়ার্ডের ভারতনগরের একটি ক্লাবের দুর্গোৎসবের খুঁটি পুজোর আয়োজন করা হয় ৷ পুজোর বয়স 75 বছর ৷ এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পুজো কমিটির মুখ্য উপদেষ্টা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং বরো চেয়ারম্যান মিলি সিনহা ৷ ঘটনাচক্রে এই ক্লাবেরই কার্যনির্বাহীন সভাপতি হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ৷ তিনি 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দাও ৷
আরও পড়ুন: Javed Ahmed Khan: 'এটাই বাংলার ঐতিহ্য', ঈদের আগে জীবন্ত কালী বন্দনা করে জানালেন মন্ত্রী জাভেদ
আমন্ত্রিতরা সকলেই পুজোর জায়গায় উপস্থিত হলেও বাকিদের সঙ্গে বিধায়কের দূরত্ব ছিল লক্ষণীয় ৷ দুই পক্ষকে সেভাবে খোলা মনে পরস্পরের সঙ্গে কথা বলতেও দেখা যায়নি ৷ খানিকটা নিয়ম রক্ষা করতেই যেন পরস্পরকে অভিবাদন জানালেন তাঁরা ! এরপর খুঁটি পুজোর আচার শুরু হতেই পুজোস্থলে এগিয়ে যান গৌতম দেব, রঞ্জন সরকাররা ৷ কিন্তু, শঙ্কর ঘোষ দূরেই ছিলেন ৷ বস্তুত, কেউ তাঁকে সেখানে ডেকেও নিয়ে যাননি ৷ ফলে তিনিও এক কোণায় দাঁড়িয়ে থাকেন ৷ এরপর একে একে মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান এমনকী বরো চেয়ারম্যানকেও সংবর্ধনা দেওয়া হয় ৷ কিন্তু, সেখানেও ব্রাত্য ছিলেন শঙ্কর ৷ যার জেরে ক্ষোভে অনুষ্ঠানস্থল ছাড়েন তিনি ৷ ক্লাবের ভিতরে গিয়ে বসে পড়েন ৷ পরে অবশ্য তাঁকে বুঝিয়ে-সুজিয়ে বাইরে আনা হয় এবং ফুল ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ৷
এদিনের এই ঘটনাক্রম উপস্থিত কারওরই নজর এড়ায়নি ৷ কিন্তু, প্রকাশ্য়ে কেউই এ নিয়ে মুখ খুলতে চাননি ৷ পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র ও বিধায়ক ৷ কিন্তু, তাঁরাও এ নিয়ে কোনও কথা বলেননি ৷ বরং ক্যামেরার সামনে রাজনৈতিক সৌজন্যবোধেরই বার্তা দিয়েছেন দু'জনে !