ETV Bharat / city

বদলা নিয়ে দিলীপের ফেসবুক পোস্ট দলের লাইন নয়, ঘুরপথে সমালোচনা রাহুল সিনহার - দিলীপের ফেসবুক পোস্ট দলের লাইন নয়

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বদল ও বদলা তত্ত্বে একমত নন রাহুল সিনহা ৷ তিনি নাম না করে বলেন, এটা দলের লাইন নয় ৷ বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বলে তিনি দাবি করেন ৷

rahul sinha
রাহুল সিনহা
author img

By

Published : Dec 11, 2020, 7:08 PM IST

শিলিগুড়ি,11 ডিসেম্বর : দিলীপ ঘোষের বদল ও বদলা সংক্রান্ত ফেসবুক পোস্ট প্রসঙ্গে কার্যত দিলীপের উলটো সুরেই গাইলেন রাহুল সিনহা। ওই প্রসঙ্গে নাম না করে রাহুল সিনহা বলেন," খুনের বদলা খুন সিপিএম বলেছিল। আমরা শান্তি চাই।" তিনি বলেন, "কে কি বলছেন জানি না। আমি দলের লাইন বলছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। রাজ্যের পুলিশ প্রশাসনকে বিজেপির হয়ে কাজ করতে হবে না। কিন্তু প্রশাসন নিরপেক্ষ থাকুক।"

তিনি বলেন, "মনে রাখবেন এটা তৃণমূল নয়, বিজেপি। তৃণমূল কর্মীদের যারা মেরেছিল তাদের ক্ষমতায় এসে মন্ত্রী করেছে ওরা। কিন্তু, বিজেপি ক্ষমতায় এসে আইনের শাসন প্রতিষ্ঠা করবে এটা মাথায় রাখুন।" আজ রাহুল সিনহা দলীয় কর্মসূচিতে শিলিগুড়ি আসেন ৷ শুভেন্দু অধিকারী এখনও দল না ছাড়লেও দলের কোনও কর্মসূচিতেই থাকছেন না ৷ অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়, শীলভদ্র দত্তের মতো বেশ কয়েকজন নেতা বেসুরো গাইছেন ৷ সেই প্রসঙ্গ উসকে দিয়ে রাহুল বলেন, "আগামী জানুয়ারি মাস আসতে আর কটা দিন বাকি। ওই মাসটা পড়তে দিন। দেখবেন ঘরে বাইরে ব্যতিব্যস্ত হয়ে পড়বেন তৃণমূল নেতারা। দিদি, ভাইপো পালানোর পথ পাবেন না। বিজেপিতে যোগদানের হিড়িক লাগবে রাজ্যে।"

দিলীপের ফেসবুক পোস্ট দলের লাইন নয় বললেন রাহুল সিনহা

আরও পড়ুন :আগামীকাল রাজ্যে আসছেন সংঘ প্রধান

কিছুদিন আগে বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ি । মৃত্যু হয় বিজেপি কর্মী উলেন রায়ের। পুলিশের লাঠিতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মৃতদেহের পুনরায় ময়নাতদন্তের দাবি ওঠে ৷ আজ রাহুল সিনহা সেই প্রসঙ্গ উল্লেখ করে বলেন," উত্তরকন্যা ঘেরাওকে কেন্দ্র করে বর্বরোচিত হামলা হয়েছিল। উলেন রায়ের হত্যা ছিল পূর্ব পরিকল্পিত। দুর্ঘটনা নয়। রাতের অন্ধকারে ময়নাতদন্ত কেন ? সে কারণেই প্রাথমিকভাবে আদালতে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল। ভয় দেখিয়ে বিজেপিকে রুখতেই এভাবে আক্রমণ হয়েছে উত্তরকন্যা অভিযানে। কিন্তু বিজেপিকে রোখা যাবে না।" বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় তৃণমূলকে দায়ি করে তিনি বলেন, "ওরা হারছে বলেই দেশের সর্ববৃহৎ দলের সভাপতির কনভয়ে হামলা চালিয়েছে। এর জন্য গিনেস বুকে নাম ওঠা উচিত তৃণমূলের মুখ্যমন্ত্রীর। গতকালের হামলায় পুলিশ আক্রমণকারীদের পাহারা দিচ্ছিল।" তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস অসভ্য, বর্বরের পার্টি। এসব করে ওদের লাভ হয়নি। ওদের ক্ষতিই হয়েছে। এসব করে বিজেপির কাজকর্ম আটকানো যাবে না। "

শিলিগুড়ি,11 ডিসেম্বর : দিলীপ ঘোষের বদল ও বদলা সংক্রান্ত ফেসবুক পোস্ট প্রসঙ্গে কার্যত দিলীপের উলটো সুরেই গাইলেন রাহুল সিনহা। ওই প্রসঙ্গে নাম না করে রাহুল সিনহা বলেন," খুনের বদলা খুন সিপিএম বলেছিল। আমরা শান্তি চাই।" তিনি বলেন, "কে কি বলছেন জানি না। আমি দলের লাইন বলছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। রাজ্যের পুলিশ প্রশাসনকে বিজেপির হয়ে কাজ করতে হবে না। কিন্তু প্রশাসন নিরপেক্ষ থাকুক।"

তিনি বলেন, "মনে রাখবেন এটা তৃণমূল নয়, বিজেপি। তৃণমূল কর্মীদের যারা মেরেছিল তাদের ক্ষমতায় এসে মন্ত্রী করেছে ওরা। কিন্তু, বিজেপি ক্ষমতায় এসে আইনের শাসন প্রতিষ্ঠা করবে এটা মাথায় রাখুন।" আজ রাহুল সিনহা দলীয় কর্মসূচিতে শিলিগুড়ি আসেন ৷ শুভেন্দু অধিকারী এখনও দল না ছাড়লেও দলের কোনও কর্মসূচিতেই থাকছেন না ৷ অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়, শীলভদ্র দত্তের মতো বেশ কয়েকজন নেতা বেসুরো গাইছেন ৷ সেই প্রসঙ্গ উসকে দিয়ে রাহুল বলেন, "আগামী জানুয়ারি মাস আসতে আর কটা দিন বাকি। ওই মাসটা পড়তে দিন। দেখবেন ঘরে বাইরে ব্যতিব্যস্ত হয়ে পড়বেন তৃণমূল নেতারা। দিদি, ভাইপো পালানোর পথ পাবেন না। বিজেপিতে যোগদানের হিড়িক লাগবে রাজ্যে।"

দিলীপের ফেসবুক পোস্ট দলের লাইন নয় বললেন রাহুল সিনহা

আরও পড়ুন :আগামীকাল রাজ্যে আসছেন সংঘ প্রধান

কিছুদিন আগে বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ি । মৃত্যু হয় বিজেপি কর্মী উলেন রায়ের। পুলিশের লাঠিতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মৃতদেহের পুনরায় ময়নাতদন্তের দাবি ওঠে ৷ আজ রাহুল সিনহা সেই প্রসঙ্গ উল্লেখ করে বলেন," উত্তরকন্যা ঘেরাওকে কেন্দ্র করে বর্বরোচিত হামলা হয়েছিল। উলেন রায়ের হত্যা ছিল পূর্ব পরিকল্পিত। দুর্ঘটনা নয়। রাতের অন্ধকারে ময়নাতদন্ত কেন ? সে কারণেই প্রাথমিকভাবে আদালতে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল। ভয় দেখিয়ে বিজেপিকে রুখতেই এভাবে আক্রমণ হয়েছে উত্তরকন্যা অভিযানে। কিন্তু বিজেপিকে রোখা যাবে না।" বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় তৃণমূলকে দায়ি করে তিনি বলেন, "ওরা হারছে বলেই দেশের সর্ববৃহৎ দলের সভাপতির কনভয়ে হামলা চালিয়েছে। এর জন্য গিনেস বুকে নাম ওঠা উচিত তৃণমূলের মুখ্যমন্ত্রীর। গতকালের হামলায় পুলিশ আক্রমণকারীদের পাহারা দিচ্ছিল।" তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস অসভ্য, বর্বরের পার্টি। এসব করে ওদের লাভ হয়নি। ওদের ক্ষতিই হয়েছে। এসব করে বিজেপির কাজকর্ম আটকানো যাবে না। "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.