ETV Bharat / city

Dilip Ghosh : "নতুন রাজ্যের পক্ষে সওয়াল করিনি", পৃথক রাজ্যের দাবি নস্যাৎ করলেন দিলীপ - পৃথক রাজ্যের দাবি নস্যাৎ করলেন দিলীপ

পৃথক রাজ্য থেকে প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গ ৷ শিলিগুড়িতে রাখিবন্ধন অনুষ্ঠানে এসে সব প্রশ্নের উত্তর দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

পৃথক রাজ্যের দাবি নস্যাৎ করলেন দিলীপ
পৃথক রাজ্যের দাবি নস্যাৎ করলেন দিলীপ
author img

By

Published : Aug 23, 2021, 9:00 AM IST

Updated : Aug 23, 2021, 9:26 AM IST

শিলিগুড়ি, 23 অগস্ট : "আমি কোনও নতুন রাজ্যের পক্ষে কথা বলিনি । উত্তরবঙ্গের মানুষ নিজেদের বহুদিনের ইচ্ছা প্রকাশ করেছেন । আমাদের নির্বাচিত প্রতিনিধিরা সেকথাই বলেছেন । এর মধ্যে কোনও অন্যায় নেই । বিজেপি কোনও বিভাজনে বিশ্বাস করে না । আমরা গোর্খাল্যান্ডও সমর্থন করিনি । কামতাপুরীও সমর্থন করিনি । আমরা চেয়েছি এখানকার উন্নয়ন হোক । এর জন্যই উত্তরবঙ্গ থেকে দুজন মন্ত্রী করা হয়েছে ৷" রবিবার রাতে পৃথক রাজ্যের প্রসঙ্গে একথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । রবিবার শিলিগুড়ি বিজেপির ছয় নম্বর মণ্ডলের তরফে রাখিবন্ধন উৎসবে এসে এমনটাই বলেন তিনি ৷ উত্তরবঙ্গ তো বটেই, পৃথক রাজ্য হিসেবে গোর্খাল্যান্ডের দাবিও নস্যাৎ করে দেন দিলীপ ঘোষ ।

উত্তরবঙ্গ আলাদা রাজ্য প্রসঙ্গে তিনি বলেন, আমি কোনও নতুন রাজ্যের পক্ষে সওয়াল করিনি । উত্তরবঙ্গের মানুষের দাবি মন্ত্রীরা তুলে ধরে কোনও অন্যায় করেননি । উত্তরবঙ্গের পাশাপাশি প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, "এমন বহু মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে । সাধারণ মানুষের টাকা যারা নয়-ছয় করেছে তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত ৷ আর সাজাও হওয়া উচিত । আর তাছাড়া উনি এতদিন তৃণমূলে ছিলেন ৷ যেই বিজেপিতে এলেন আর গ্রেফতার করা হল ৷"

পৃথক রাজ্যের দাবি নস্যাৎ করলেন দিলীপ

আরও পড়ুন : Dilip Ghosh : বেরিয়ে যাওয়ার অধিকার সকলের আছে, দলবদলুদের বার্তা দিলীপের

এছাড়াও দুয়ারে সরকার নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, "দুয়ারে সরকার এখন বিপর্যয়ের সরকার হয়ে গিয়েছে । সাধারণ মানুষ বিপর্যয়ে চাপা পড়ে মরছে । এ সরকার রাজনীতি ছাড়া কিছু বোঝে না ।"

দু'দিনের উত্তরবঙ্গ সফরে রবিবার জলপাইগুড়ির লাটাগুড়ি থেকে শিলিগুড়ি পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি । বিজেপির ছয় নম্বর মণ্ডল কমিটির তরফে আয়োজিত রাখিবন্ধন অনুষ্ঠানে যোগ দেন । সেখানে মহিলা মোর্চার পক্ষ থেকে তাঁকে রাখি পরিয়ে দিনটি উদযাপন করা হয় । দিলীপ ঘোষ ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ও মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও আনন্দময় বর্মণ-সহ জেলা নেতৃত্বরা । এখানে অনুষ্ঠান শেষে শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্য রওনা দেন রাজ্য সভাপতি ।

আরও পড়ুন : Tathagata-Dilip : পোস্টারে বানান ভুল, দিলীপ ঘোষের ছবি পোস্ট করে ‘মূর্খ’ বলে তোপ তথাগতর

শিলিগুড়ি, 23 অগস্ট : "আমি কোনও নতুন রাজ্যের পক্ষে কথা বলিনি । উত্তরবঙ্গের মানুষ নিজেদের বহুদিনের ইচ্ছা প্রকাশ করেছেন । আমাদের নির্বাচিত প্রতিনিধিরা সেকথাই বলেছেন । এর মধ্যে কোনও অন্যায় নেই । বিজেপি কোনও বিভাজনে বিশ্বাস করে না । আমরা গোর্খাল্যান্ডও সমর্থন করিনি । কামতাপুরীও সমর্থন করিনি । আমরা চেয়েছি এখানকার উন্নয়ন হোক । এর জন্যই উত্তরবঙ্গ থেকে দুজন মন্ত্রী করা হয়েছে ৷" রবিবার রাতে পৃথক রাজ্যের প্রসঙ্গে একথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । রবিবার শিলিগুড়ি বিজেপির ছয় নম্বর মণ্ডলের তরফে রাখিবন্ধন উৎসবে এসে এমনটাই বলেন তিনি ৷ উত্তরবঙ্গ তো বটেই, পৃথক রাজ্য হিসেবে গোর্খাল্যান্ডের দাবিও নস্যাৎ করে দেন দিলীপ ঘোষ ।

উত্তরবঙ্গ আলাদা রাজ্য প্রসঙ্গে তিনি বলেন, আমি কোনও নতুন রাজ্যের পক্ষে সওয়াল করিনি । উত্তরবঙ্গের মানুষের দাবি মন্ত্রীরা তুলে ধরে কোনও অন্যায় করেননি । উত্তরবঙ্গের পাশাপাশি প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, "এমন বহু মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে । সাধারণ মানুষের টাকা যারা নয়-ছয় করেছে তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত ৷ আর সাজাও হওয়া উচিত । আর তাছাড়া উনি এতদিন তৃণমূলে ছিলেন ৷ যেই বিজেপিতে এলেন আর গ্রেফতার করা হল ৷"

পৃথক রাজ্যের দাবি নস্যাৎ করলেন দিলীপ

আরও পড়ুন : Dilip Ghosh : বেরিয়ে যাওয়ার অধিকার সকলের আছে, দলবদলুদের বার্তা দিলীপের

এছাড়াও দুয়ারে সরকার নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, "দুয়ারে সরকার এখন বিপর্যয়ের সরকার হয়ে গিয়েছে । সাধারণ মানুষ বিপর্যয়ে চাপা পড়ে মরছে । এ সরকার রাজনীতি ছাড়া কিছু বোঝে না ।"

দু'দিনের উত্তরবঙ্গ সফরে রবিবার জলপাইগুড়ির লাটাগুড়ি থেকে শিলিগুড়ি পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি । বিজেপির ছয় নম্বর মণ্ডল কমিটির তরফে আয়োজিত রাখিবন্ধন অনুষ্ঠানে যোগ দেন । সেখানে মহিলা মোর্চার পক্ষ থেকে তাঁকে রাখি পরিয়ে দিনটি উদযাপন করা হয় । দিলীপ ঘোষ ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ও মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও আনন্দময় বর্মণ-সহ জেলা নেতৃত্বরা । এখানে অনুষ্ঠান শেষে শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্য রওনা দেন রাজ্য সভাপতি ।

আরও পড়ুন : Tathagata-Dilip : পোস্টারে বানান ভুল, দিলীপ ঘোষের ছবি পোস্ট করে ‘মূর্খ’ বলে তোপ তথাগতর

Last Updated : Aug 23, 2021, 9:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.