ETV Bharat / city

Siliguri Puja Immersion Carnival: কার্নিভাল বন্ধ হলে দলের লোকেদের রোজগারও বন্ধ হবে ! তোপ দিলীপের - দুর্গাপুজো

মাল নদীতে বিপর্যের (Jalpaiguri Immersion Accident) জেরে জলপাইগুড়ির দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল (Siliguri Puja Immersion Carnival) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ পরে সেই সিদ্ধান্ত বদল করা হয় ৷ আর তা নিয়েই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) তোপ দাগলেন বিজেপি-এর জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

Dilip Ghosh slams Mamata Banerjee over Siliguri Puja Immersion Carnival
Siliguri Puja Immersion Carnival: কার্নিভাল বন্ধ হলে দলের লোকেদের রোজগারও বন্ধ হবে ! তোপ দিলীপের
author img

By

Published : Oct 7, 2022, 7:49 PM IST

Updated : Oct 7, 2022, 8:16 PM IST

কলকাতা, 7 অক্টোবর: মাল নদীতে বিপর্যয়ের (Jalpaiguri Immersion Accident) পরও দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভালের জন্য সেজে উঠছে জলপাইগুড়ি (Siliguri Puja Immersion Carnival) শহর ৷ আর তা নিয়েই এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন বিজেপি-এর জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

দিলীপের তোপ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারেই কার্নিভালের নামে এই উৎসব চলছে ৷ কার্নিভাল বন্ধ হয়ে গেলে দলের লোকেদের রোজগারের পথও বন্ধ হয়ে যাবে ৷ সেই কারণেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরও জলপাইগুড়িতে কার্নিভাল বন্ধ করার নির্দেশ দিতে পারেননি তৃণমূল সুপ্রিমো !

আরও পড়ুন: বিসর্জনে দুর্ঘটনার জের, পুজো কার্নিভাল বন্ধ জলপাইগুড়িতে

প্রসঙ্গত, দশমীর রাতে জলপাইগুড়ির মাল নদীতে নিরঞ্জন চলাকালীনই হড়পা বান আসে ৷ তাতে ভেসে যান প্রায় 30 জন ৷ তাঁদের মধ্যে বাকিদের উদ্ধার করা সম্ভব হলেও আটজনের মৃত্যু হয় ৷ এর জেরে প্রাথমিকভাবে শিলিগুড়িতে কার্নিভাল বন্ধ রাখার কথা ভাবা হয়েছিল ৷ কিন্তু, পরবর্তীতে শহরে কার্নিভালের অনুষ্ঠান বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতির চাপানউতোর ৷ রাজ্য প্রশাসন, সরকার তথা শাসকদলের নিন্দায় সরব হয়েছে গেরুয়া শিবির ৷

এই প্রসঙ্গে শুক্রবার দিলীপ ঘোষ বলেন, "এই রাজ্যে খেলা, মেলা, উৎসব, কার্নিভাল, ফেস্টিভালই চলছে ৷ উন্নয়ন আর হচ্ছে না ৷ মানুষের আর্থিক অবস্থাও তথৈবচ ৷ অথচ, সরকারি টাকা নয়ছয় করা হচ্ছে ৷ সরকারের টাকা খরচ করেই কার্নিভাল করা হচ্ছে ৷ এত বড় একটা ঘটনা ঘটে গেল ৷ মানুষ মারা গেল ৷ প্রথমে শিলিগুড়িতে কার্নিভাল না করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু, পরে আবার ঠিক হয়, সেখানে কার্নিভাল হবে ৷ আসলে মুখ্যমন্ত্রী দেখলেন যে এই কার্নিভাল না করলে তাঁর দলের লোকেদের রোজগারের রাস্তা বন্ধ হয়ে যাবে ৷ তাছাড়া, বিনা পয়সায় একটু আনন্দ, ফূর্তি করতে পারলে কিছু মানুষও খুশি হয় ৷"

কলকাতা, 7 অক্টোবর: মাল নদীতে বিপর্যয়ের (Jalpaiguri Immersion Accident) পরও দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভালের জন্য সেজে উঠছে জলপাইগুড়ি (Siliguri Puja Immersion Carnival) শহর ৷ আর তা নিয়েই এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন বিজেপি-এর জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

দিলীপের তোপ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারেই কার্নিভালের নামে এই উৎসব চলছে ৷ কার্নিভাল বন্ধ হয়ে গেলে দলের লোকেদের রোজগারের পথও বন্ধ হয়ে যাবে ৷ সেই কারণেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরও জলপাইগুড়িতে কার্নিভাল বন্ধ করার নির্দেশ দিতে পারেননি তৃণমূল সুপ্রিমো !

আরও পড়ুন: বিসর্জনে দুর্ঘটনার জের, পুজো কার্নিভাল বন্ধ জলপাইগুড়িতে

প্রসঙ্গত, দশমীর রাতে জলপাইগুড়ির মাল নদীতে নিরঞ্জন চলাকালীনই হড়পা বান আসে ৷ তাতে ভেসে যান প্রায় 30 জন ৷ তাঁদের মধ্যে বাকিদের উদ্ধার করা সম্ভব হলেও আটজনের মৃত্যু হয় ৷ এর জেরে প্রাথমিকভাবে শিলিগুড়িতে কার্নিভাল বন্ধ রাখার কথা ভাবা হয়েছিল ৷ কিন্তু, পরবর্তীতে শহরে কার্নিভালের অনুষ্ঠান বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতির চাপানউতোর ৷ রাজ্য প্রশাসন, সরকার তথা শাসকদলের নিন্দায় সরব হয়েছে গেরুয়া শিবির ৷

এই প্রসঙ্গে শুক্রবার দিলীপ ঘোষ বলেন, "এই রাজ্যে খেলা, মেলা, উৎসব, কার্নিভাল, ফেস্টিভালই চলছে ৷ উন্নয়ন আর হচ্ছে না ৷ মানুষের আর্থিক অবস্থাও তথৈবচ ৷ অথচ, সরকারি টাকা নয়ছয় করা হচ্ছে ৷ সরকারের টাকা খরচ করেই কার্নিভাল করা হচ্ছে ৷ এত বড় একটা ঘটনা ঘটে গেল ৷ মানুষ মারা গেল ৷ প্রথমে শিলিগুড়িতে কার্নিভাল না করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু, পরে আবার ঠিক হয়, সেখানে কার্নিভাল হবে ৷ আসলে মুখ্যমন্ত্রী দেখলেন যে এই কার্নিভাল না করলে তাঁর দলের লোকেদের রোজগারের রাস্তা বন্ধ হয়ে যাবে ৷ তাছাড়া, বিনা পয়সায় একটু আনন্দ, ফূর্তি করতে পারলে কিছু মানুষও খুশি হয় ৷"

Last Updated : Oct 7, 2022, 8:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.