শিলিগুড়ি, ২১ জুন : অগ্নিপথ (Agnipath Scheme) নিয়ে কেন্দ্রীয় সরকার এবং শিক্ষক নিয়োগ (SSC Recruitment Scam) নিয়ে রাজ্য সরকারকে একসঙ্গে বিঁধলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Bengal CPIM Secretary Md Salim) । শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের প্রচারে শিলিগুড়িতে রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক । প্রচারের পর মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন তিনি । সেখানে তিনি প্রশ্ন তোলেন, "পার্থবাবু কি বোতলে দুধ খান ? আর দিদিমণি কি তাঁকে দুধ ফুটিয়ে দেন ? এত সরল ? চোর ধরা পড়লে নিজেকে এরকম ইনোসেন্স দেখায় । তার মানে পার্থবাবু শুধু চুরি করেছেন তা নয়, মুখ্যমন্ত্রী ওখান থেকে ভাগ নিয়েছেন । মুখ্যমন্ত্রী হিসেবে ওঁর বলা উচিত ছিল, একটা অন্যায় হয়েছে । এবার মুখ্যমন্ত্রীর ফাইল দেখা হবে ।"
তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী অনেক উপরে আছেন ওঁকে এত নিচে নেমে দুর্নীতিগ্রস্তদের হয়ে এত ওকালতি কেন করতে হচ্ছে ? কারণ, এই দুর্নীতিগ্রস্তদের টাকায় ওঁর ভাগ আছে, কালীঘাটের ভাগ আছে, ওঁর ভাইপোর ভাগ আছে, মানিক ভট্টাচার্য কে ? পোস্ট তো একটাই, বাকি সব ল্যাম্পপোস্ট । লিস্ট কোথা থেকে পাঠানো হয়েছিল এর জন্যই আমরা তদন্ত চাই ।"
পাশাপাশি অগ্নিপথ নিয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীকে ঠিকা কাজে পরিণত করতে চাইছে । পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন নরেন্দ্র মোদি । চার বছর প্রশিক্ষণ নেওয়ার পর সব বাইরে কাজ করতে চলে যাবে । না হলে বিজেপির পার্টি অফিসে দারোয়ানি করবে ।"
অন্যদিকে, কেন্দ্র বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার (Presidential Candidate Yashwant Sinha) তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) থেকে পদত্যাগকে স্বাগত জানিয়েছেন তিনি ৷ কেন্দ্রের বিজেপি সরকার তাঁদের মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম না জানালেও বিরোধী সমস্ত দল একমত হয়ে তৃণমূল কংগ্রেসের যশবন্ত সিনহার নাম প্রস্তাব করেছিল । কিন্তু বামেদের তরফে শর্ত ছিল রাষ্ট্রপতি পদপ্রার্থী কোনও রাজনৈতিক দলের হলে চলবে না । সেই মতো মঙ্গলবার তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন যশবন্ত সিনহা । এরপর তাঁকেই বিরোধীদের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয় । আর তাঁর ওই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।
এদিন শিলিগুড়িতে দলীয় প্রচারের পর দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি । তিনি বলেন, "যশবন্ত সিনহার তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসাকে স্বাগত জানাচ্ছি । তাঁকে সমর্থনের বিষয় নিয়ে দলের উচ্চ নেতৃত্বদের মধ্যে আলোচনার পরই তা জানানো হবে ।"
আরও পড়ুন : Presidential Election 2022 : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা